ইসলামী ব্যাংক ডিপোজিট সার্ভিস চার্জ Islami Bank Deposit Charges CRM Booth

ইসলামী ব্যাংক সিআরএম চার্জ 

যেকারো একাউন্টে আপনি চাইলে সিআরএম বুট বা চাইলে সরাসরি ব্রাঞ্চে গিয়ে টাকা ডিপোজিট করতে পারেন,  এক্ষেত্রে অবশ্য একটা নির্দিষ্ট পরিমাণ সার্ভিস রয়েছে ঠিক তেমনিভাবে ইসলামী ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য ।  ইসলামী ব্যাংকের সরাসরি ব্রাঞ্চে গিয়ে আপনাদের সার্ভিস চার্জ দিয়ে টাকা ডিপোজিট করতে পারবেন এবং সিআরএম বুথের মাধ্যমে টাকা  ডিপোজিট করতে পারবেন এবং সেক্ষেত্রে একই পরিমাণ সার্ভিস চার্জ প্রযোজ্য ।

 

CRM মেশিনে একবারে একটি একাউন্টে সর্বোচ্চ কত টাকা ডিপোজিট করা যায় ? সে ক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে আপনারা একবারে সর্বোচ্চ একটি একাউন্টে ২০০ টি নোট মেশিনে দিতে পারবেন ডিপোজিট করতে পারবেন । সেক্ষেত্রে ২০০টি নোট হতে পারে সেটা ১০০০ টাকার নোট অথবা ৫০০ টাকার নোট । আবার চাইলে আপনারা ২০০ টি নোটের আংশিক মানে ৫০০ টাকার নোট এবং ১০০০ টাকার নোট আপনাদের ডিপোজিট করতে পারেন । ৫০০ টাকার নোটের নিচে কখনো ডিপোজিট করা যাবে না । 

 

 

ইসলামী ব্যাংক সার্ভিস চার্জ Islami Bank Online & Offline Deposit Charges 

ইসলামী ব্যাংকের CRM বুথে ডিপোজিট এর ক্ষেত্রে অবশ্যই অনলাইনে চার্জ রয়েছে । তবে সেক্ষেত্রে নিয়মটা হচ্ছে যে ব্রাঞ্চ এর আন্ডারে আপনার সিআরএম মেশিন স্থাপিত হয়েছে, আপনারা যদি সেই ব্রাঞ্চের অ্যাকাউন্টে ডিপোজিট করতে চান সেক্ষেত্রে কোন চার্জ দিতে হবে না । আর আপনি যদি একই জেলার মধ্যে অন‍্য কোন শাখায়/ব্রাঞ্চে টাকা ডিপোজিট করতে চান সেক্ষেত্রে ২০ হাজার টাকা পর্যন্ত আপনাদেরকে ১৫ টাকা চার্জ দিতে হবে এবং ২০ হাজার টাকার উপরে প্রতি হাজারে ১৫ টাকা + ০.২০ পয়সা চার্জ দিতে হবে , তবে এখানে সর্বোচ্চ  ১৫০০ টাকা পর্যন্ত চার্জ হয়ে থাকবে । 

 

যে জেলায় আপনার একাউন্ট আছে, সে জেলা ব‍্যতীত অন‍্য কোন জেলার অন‍্য কোন শাখায়/ব্রাঞ্চে টাকা ডিপোজিট করতে চান সেক্ষেত্রে ২০ হাজার টাকা পর্যন্ত আপনাদেরকে ২০ টাকা চার্জ দিতে হবে এবং ২০ হাজার টাকার উপরে প্রতি হাজারে ২০ টাকা + ০.৩০ পয়সা চার্জ দিতে হবে , তবে এখানে সর্বোচ্চ  ২৫০০ টাকা পর্যন্ত চার্জ হয়ে থাকবে ।

 

এ সকল সার্ভিস চার্জ ইসলামী ব্যাংক এর প্রত্যেকটি একাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য সেটি হতে পারে ইসলামী ব্যাংকের মুদারাবা সেভিংস একাউন্ট কিংবা অন্যান্য একাউন্ট অফ হতে পারে

error: Content is protected !!