ইসলামী ব্যাংক এফডিআর বেশি লাভে সঞ্চয়পত্রের বিকল্প । ইসলামী ব্যাংক এফডিআর । Islami Bank FDR 2023

ব্যাংক খাতে ৬ বা ৯ নীতিকে বাদ দেওয়ার কারণে ব্যাংকে টাকা রাখলে আগের চেয়ে বেশি লাভ বা মুনাফা অর্জন করা যাচ্ছে। সাম্প্রতিক সময়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড তাদের প্রত্যেকটা ডিপোজিট এর উপর প্রফিট রেট বাড়িয়ে দিয়েছে। যার ফলশ্রুতিতে গ্রাহকরা এখন ব্যাংকের ডিপোজিট বা এফটিআর বা সেভিংস অ্যাকাউন্ট খুলেও টাকা রেখে অধিক মুনাফা লাভ অর্জন করতে পারবেন।

সর্বনিম্ন ৫০ হাজার টাকা থেকে এর গুণিতক যেকোনো পরিমাণ অর্থাৎ ১ লক্ষ বা ২ লক্ষ ৫০ লক্ষ কিংবা যেকোনো পরিমাণ টাকা কিন্তু আপনি এখানে ডিপোজিট করতে পারবেন এফডিআর হিসেবে। হিসাবের সুবিধার্থে প্রতি ১ লক্ষ টাকা ডিপোজিট করলে কত টাকা লাভ পাওয়া যায় মেয়াদ ভিত্তিতে তা শেয়ার করবো। এভাবে আপনি নিজেই হিসাব করে বের করে নিতে পারবেন ৫০ হাজার টাকা বা ১ লাখ টাকার গুণিতক যেকোনো পরিমাণ ডিপোজিট করলে কি পরিমান আপনি লাভ পাবেন

 

ইসলামী ব্যাংকে আপনার অর্থ জমা করলে এফিআর ডিপোজিটের একাউন্ট এর উপর ভিত্তি করে কত মাসে কত টাকায় কি পরিমাণ লাভ পাবেন তা এই মুহূর্তে নিচে দেখতে পাচ্ছেন

 

একাউন্টের ধরন মেয়াদ বা সময় মুনাফার হার  ডিপোজিটের পরিমান মুনাফার পরিমাণ প্রায়
MTDR 1 month 3.1% 1,00,000/- 258.33
MTDR  3 month 6.75% 1,00,000/- 1687.50
MTDR 100 days 6.75% 1,00,000/-  1687.50
MTDR 6 month 6.8% 1,00,000/- 3400
MTDR 200 days 6.8% 1,00,000/- 3400
MTDR 300 days  6.85% 1,00,000/-  6850
MTDR 1 year 6.85% 1,00,000/-  6850
MTDR 2 year 6.9% 1,00,000/- 14276
MTDR 3 year 7% 1,00,000/- 22504

 

ডিপোজিটের মেয়াদ শেষ হবার আগেও এই অ্যাকাউন্ট আপনি আপনার প্রয়োজনের সাপেক্ষে ভেঙে ফেলতে পারবেন। তাছাড়াও আপনার ডিপোজিট এর উপর ভিত্তি করে সর্বোচ্চ ৮০ পর্যন্ত ঋণ নেওয়ার সুযোগ থাকছে। একাউন্টটি খোলার জন্য আপনার নিকটবর্তী যে কোন ইসলামী ব্যাংকের ব্রাঞ্চ বা এজেন্ট ব্যাংকিং পয়েন্টে চলে যেতে পারেন। এফডিআর একাউন্টের মেয়াদ পূর্তির আগে একাউন্ট ভাঙালে সেক্ষেত্রে মুনাফার পরিমাণ কতদিন ডিপোজিট রাখছেন এর ওপর ভিত্তি করে ইন্টারেস্ট রেট কম বেশি হতে পারে।

 

Related Question :
ibbl, islami bank account,ইসলামী ব্যাংক সঞ্চয়পত্র, islami bank fixed deposit interest rate 2023, ইসলামী ব্যাংক এফডিআর রেট, ইসলামী ব্যাংক ফিক্সড ডিপোজিট, islami bank fdr, islami bank sanchypatra, ইসলামী ব্যাংক dps, ইসলামী ব্যাংক ডিপিএস, কোথায় টাকা রাখলে বেশি লাভ, ফিক্সড ডিপোজিট ইসলামী ব্যাংক,islami bank dps, islami bank dps interset rate update, ইসলামী ব্যাংক সুবিধা অসুবিধা, Islami bank fdr interest rate, ইসলামী ব্যাংক ডিপিএস লাভ কত, ইসলামী ব্যাংক রেট ২০২৩, বেশি লাভের ডিপিএস, ইসলামী ব্যাংক fixed deposit

2 thoughts on “ইসলামী ব্যাংক এফডিআর বেশি লাভে সঞ্চয়পত্রের বিকল্প । ইসলামী ব্যাংক এফডিআর । Islami Bank FDR 2023”

Comments are closed.

error: Content is protected !!