ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শুধুমাত্র সুদ মুক্ত লেনদেনে সীমাবদ্ধ নয়, দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বেশি লাভজনক ইসলামিক ব্যাংক। আপনি কি একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ডিপোজিট করে মাস শেষে মুনাফা গ্রহণ করতে চান তাহলে আপনার জন্য চালু করেছে ইসলামি ব্যাংক মুদারাবা মান্থলি প্রফিড ডিপোজিট অ্যাকাউন্ট। ন্যূনতম এক লক্ষ টাকার ডিপোজিট করে আপনিও অংশগ্রহণ করতে পারেন এই স্কীমে। বাংলাদেশি যেকোনো নাগরিক ন্যূনতম এক লক্ষ টাকা বা তার গুণতিক অ্যামাউন্ট এই স্কিমে বিনিয়োগ করে মাস শেষে গ্রহণ করতে পারে কাঙ্ক্ষিত মুনাফা।
ইসলামি ব্যাঙ্ক প্রতি মাসে তিরিশ তারিখ আপনার কাঙ্খিত মুনাফা আপনার একাউন্টে ট্রান্সফার করে দিবে এবং আপনি প্রয়োজন মতো তা তুলে নিতে পারেন। মনে রাখবেন ইসলামী আপনাকে যে মুনাফা প্রদান করে তা বছর শেষে এডজাস্টমেন্ট হতে পারে, অর্থাৎ যদি বেশি মুনাফা প্রদান করে থাকে তাহলে অ্যাডজাস্ট হবে এবং যদি কম পরিমান মুনাফা আপনাকে প্রদান করে থাকে সেক্ষেত্রেও বছর শেষে আপনার অ্যাকাউন্ট থেকে ইসলামী ব্যাঙ্ক কেটে নেবে।
বিনিয়োগের পরিমাণ
এই ডিপোজিটে আপনি ন্যূনতম এক লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন। এক লক্ষ টাকার নিচে আপনি বিনিয়োগ করতে পারবেন না এবং এক লক্ষ টাকার গুণিত যেকোনো পরিমান মোট আপনি এখানে বিনিয়োগ করতে পারবেন।
মুনাফার পরিমাণ ও মেয়াদ
চলুন জানা যাক বিনিয়োগ করলে মাস শেষে আপনি কত টাকা এখান থেকে return পাবেন? অর্থাৎ ইসলামী ব্যাঙ্কের এই স্কিমে আপনি যে টাকাটা বিনিয়োগ করবেন ইসলামী ব্যাঙ্ক আপনাকে এভারেজে ৫.৭৫% থেকে ৬.২৫% করে আপনাকে প্রফিট দিয়ে যাবে। প্রতি ১ লাখ টাকায় প্রতিমাসে ৪৭৯.১৬ টাকা থেকে ৫২০.৮৩ টাকার মত প্রায় ।
এই একাউন্টের মেয়াদ ৩ বছর বা ৫ বছর, তবে এর আগে ভেঙে ফেললে আপনি এই পরিমান প্রফিট বা মুনাফা পাবেন না। সেক্ষেত্রে আপনাকে কিছু ডিরেকশান দিতে হবে।
মুদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিমে আপনি যদি অ্যাকাউন্ট ওপেন করেন সেক্ষেত্রে আপনাকে কিছু প্রয়োজন কাগজপত্র অবশ্যই সাবমিট করতে হবে। প্রথমে আপনাকে একটি অ্যাকাউন্ট ওপেন করতে হবে এবং অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনাকে দুই কপি ছবি করে প্রদান করতে হবে ও তার সাথে নমিনির এক কপি ছবি আপনার দ্বারা সত্ত্বায়িত করে দিতে হবে। আপনাকে ন্যাশনাল আইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি।