বিদেশ থেকে ইসলামী ব্যাংক আই ব্যাংকিং যারা ব্যবহার করতে চান, তারা চাইলে দুটি পদ্ধতি মেনে অনলাইনে আই ব্যাংকিং চালিয়ে যেতে পারবে ।
বিদেশে ইসলামী ব্যাংকের আই ব্যাংকিং প্রথম পদ্ধতি
বিদেশে ইসলামী ব্যাংকের আই ব্যাংকিং ব্যবহার করতে গেলে অবশ্যই দেশ ছাড়ার পূর্বে ভাইবার চ্যানেলটি একটিভ করতে হবে । ভাইবার চ্যানেলটি একটিভ করার জন্য নিচের স্টেপ দেখতে পারেন । প্রথমেই ইসলামী ব্যাংকের আই ব্যাংকিং এর ওয়েবসাইটে যেতে হবে, এখানে অ্যাপস দিয়ে কাজটি করা যাবেনা । আই ব্যাংকিং এর ওয়েবসাইটে গিয়ে সেটিংস অপশনে গিয়ে ম্যানেজ ভাইবার চ্যানেল অপশনে ক্লিক করতে হবে এবং সেখান আপনি কতদিন পর্যন্ত দেশের বাইরে থাকবেন সিলেক্ট করে দিয়ে TPIN দিয়ে সাবমিটে ক্লিক করতে হবে । আর এর মাধ্যমে দেশের বাইরে থাকা অবস্থাতেও আই ব্যাংকিং লগিনের সময় ভাইবার চ্যালেনে কোড চলে যাবে ।
1st login info I banking website
বিদেশে ইসলামী ব্যাংকের আই ব্যাংকিং দ্বিতীয় পদ্ধতি
আপনার ইতিমধ্যেই ইসলামী ব্যাংকের আই ব্যাংকিং চালু রয়েছে কিন্তু দেশের বাইরে চলে গিয়েছেন । সে ক্ষেত্রে প্রথমেই আপনারা Number Change পূরণ করতে হবে, যা নিচে দেখতে পাচ্ছেন । ফরম ডাউনলোড করে আপনার ন্যাশনাল আইডি কার্ড বা জন্ম নিবন্ধন বা পাসপোর্ট অনুসরণ করে । আর সেময় দেশের বাইরে যে সিম ব্যবহার করেন সেই নাম্বার দিতে হবে ।
এই ফরমটি পূরণ করে ডাক বা কুরিয়ার যোগে দেশে আপনার আত্মীয়-স্বজন অর্থাৎ পিতা-মাতা, ভাই-বোন, হাসবেন্ড ওয়াইফ, সন্তান-সন্ততি যে কারো কাছে পাঠিয়ে দিবেন । এরপর আপনি যে শাখায় একাউন্ট খুলেছেন সেই শাখায় গিয়ে এই Number Change From জমা দিতে হবে, আপনার নিকট আত্মীয় স্বজনের মধ্যে যেকোনো একজন শাখায় গিয়ে জমা দেবে, সেক্ষেত্রে যিনি জমা দিতে যাবে তার জাতীয় পরিচয় পত্র সঙ্গে নিয়ে যেতে হবে, সেখানে পরিচয় আইডেন্টিটি ফাই করা হয় ।
এ প্রক্রিয়াটি অনুসরণ করে ৭ কর্ম দিবস বা ৩০ কর্মদিবসের মধ্যে ইসলামী ব্যাংকের আই ব্যাংকিং দেশের বাহিরে ব্যবহার করতে পারবেন । যদি বেশী দেরী হয়ে থাকে সে ক্ষেত্রে অবশ্যই ব্যাংকের অফিসিয়াল ইমেইল এড্রেস ইমেইল দিয়ে রাখতে পারেন, তারা সেখান থেকে আপনার সঙ্গে যোগাযোগ করে ও আপনাকে ভেরিভাই করে নাম্বার বদলে দিবে ।