নারীদের জামানত ছাড়া লোন সহজেই ইসলামী ব্যাংক ! মহিলা উদ‍্যোক্তাদের এসএমই বিনিয়োগ

সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার নারীদের মধ্যে বিনিয়োগ সুবিধা সম্প্রসারণ, বেকার নারীদের উৎপাদনশীল খাতের সাথে সম্পৃক্ত করার ক্ষেত্রে সহযোগিতা, অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণের মাধ্যমে নারীর ক্ষমতায়ন ও আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন নারীদের ঋণের পরিবর্তে বিনিয়োগ দেওয়া।


ইসলামী ব্যাংক বিনিয়োগের ধরন ও পদ্ধতি 
মেয়াদি বিনিয়োগ এইচপিএসএম
চলতি মূলধন বাই-মুরাবাহা/মুয়াজ্জাল
বাণিজ্যিক বিনিয়োগ মুশারাকা/মুদারাবা


ইসলামী ব্যাংক থেকে বিনিয়োগ প্রাপ্তির যোগ্যতা (NEEL OFFICIAL)
১৮-৫০ বছর বয়সী বাংলাদেশি নাগরিক। দক্ষ বা আধা-দক্ষ নারী যাদের নির্দিষ্ট খাতে অভিজ্ঞতা রয়েছে। যে সকল নারী ইতোমধ্যে ব্যবসায় নিয়োজিত/মালিক বা অংশীদার হিসেবে নিজে কাজ করছেন। শিক্ষিত/টেকনিক্যাল যোগ্যতাসম্পন্ন উদ্যোগী নারী প্রতিষ্ঠিত বণিক/মহিলা সমিতির সদস্য। শরীয়ত সম্মত যেকোনো খাতের নারী উদ্যোক্তা পদ্ধতি


ইসলামী ব্যাংকের বিনিয়োগ খাতসমূহ
১) উৎপাদন খাত: টেইলারিং, লোহা-কাঠের ফার্নিচার, অ্যাগ্রো-ব্যবসা, বীজ উৎপাদন ও বিতরণ, চামড়া শিল্প, পোল্ট্রি ফার্ম, বুটিকস, গার্মেন্টস ইত্যাদি
২) সেবা খাত: শিক্ষাপ্রতিষ্ঠান, লন্ড্রি, হোটেল রেস্টুরেন্ট, ক্লিনিক স্বাস্থ্যকেন্দ্র ইত্যাদি
৩) ক্ষুদ্র বাণিজ্য: কনফেকশনারি, স্টেশনারি দ্রব্য, বুকস্টল, মুদি, ঔষধ, জুতা, কাপড়ের দোকান, ফুড বেভারেজ এবং অন্যান্য


ইসলামী ব্যাংকের বিনিয়োগ সীমা
৫ (পাঁচ) লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন বিনিয়োগের ব্যবস্থা। তবে সর্বোচ্চ ৩০ (তিরিশ) লক্ষ টাকা।


ইসলামী ব্যাংক বিনিয়োগের সময়সীমা (NEEL OFFICIAL)
এইচপিএসএম পদ্ধতিতে সর্বোচ্চ ৫ বছর
বাই-মুরাবাহা/মুয়াজ্জাল পদ্ধতিতে সর্বোচ্চ ১ বছর
মুশারাকা/মুদারাবা পদ্ধতিতে সর্বোচ্চ ৬ মাস, বিনিয়োগ পণ্যের ধরনের উপর নির্ভরশীল


বিনিয়োগের বিপরীতে জামানত 
ব্যবসার ধরন এবং বিনিয়োগের প্রকারভেদ ও পরিমাণের উপর ভিত্তি করে। জামানতের চাহিদা নির্ধারণ করা হয় প্রশিক্ষণ। ইসলামী ব্যাংক নারী উদ্যোক্তাদের জন্য বিভিন্ন সময় প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে।


বিস্তারিত জানতে ব্যাংকের যেকোনো শাখায়/উপশাখায় যোগাযোগ করুন। কন্ট্যাক্ট সেন্টার ৮৩৩১০৯০ অথবা ১৬২৫৯

ইসলামী ব্যাংক লোন, বিজনেস লোন, লোন নিতে চাই, ibbl, কিভাবে লোন পাব, bank loan news,dps,বিনা সুদে লোন, ব্যাংক লোন পাওয়ার সহজ উপায়, sme loan, ব‍্যবসা লোন, fdr, লোন চাই, ইসলামী ব্যাংক থেকে লোন নিতে কি কি কাগজপত্র লাগে,mohila loan,এসএমই লোন সুদ ছাড়া,কোন ব্যাংক লোন দেয়

error: Content is protected !!