লেনদেন সীমা কমিয়ে দিল ইসলামী ব্যাংক । ইসলামী ব্যাংক অনলাইন লেনদেন সীমা

অনলাইনে লেনদেন করার জন্য আমরা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে একজনের একাউন্ট থেকে অন্য জনের একাউন্টে এনপিএসবি ইএফটি আরজিটিএস ইত্যাদি ব্যবহার করে থাকি। গেল বছরের ডিসেম্বরে ইসলামী ব্যাঙ্ক যেমনটা লেনদেন সীমা কমিয়েছে তার চেয়েও দশগুণ এ বছর লেনদেন সীমা কমিয়েছে।


এনপিএসবি ব্যক্তিদের লেনদেন সীমা প্রতিদিন সর্বনিম্ন ৫০০০ টাকা এবং সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেন করা যাবে। সর্বোচ্চ লেনদেন করা যাবে ১০ বার।


এনপিএসবি প্রতিষ্ঠান লেনদেন সীমা প্রতিদিন সর্বনিম্ন ৫০,০০০ টাকা এবং সর্বোচ্চ ১০ লাখ টাকা লেনদেন করা যাবে। সর্বোচ্চ লেনদেন করা যাবে ২০ বার।


ইএফটি এর মাধ্যমে প্রতিদিন সর্বনিম্ন ১০০ টাকা এবং সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেন করা যাবে। সর্বোচ্চ লেনদেন করা যাবে ২০ বার।


আরজিটিএস এর মাধ্যমে প্রতিদিন সর্বনিম্ন ১ লাখ টাকা এবং সর্বোচ্চ ৫ লাখ টাকা লেনদেন করা যাবে। সর্বোচ্চ লেনদেন করা যাবে ৫ বার।

error: Content is protected !!