এক বছরে চাইলে কোটিপতি হওয়া যাবে কোটিপতি আমানত প্রকল্পের মাধ্যমে । গ্রাহক চাইলে সর্বোচ্চ ১৫ বছরের জন্য এই স্কিম গ্রহণ করতে পারবে ।
এই আমানত প্রকল্প কারা খুলতে পারবে?
১) বাংলাদেশের নাগরিক একক/যোথ নামে ।
২) প্রবাসী একক/যোথ নামে ।
৩) নাবালক একক/যোথ নামে ।
যোগ্যতা
সুস্হ মস্তিষ্কের ব্যক্তি বয়সসীমা ১৮ থেকে ৬০ বছর ।
এই আমানত প্রকল্পের মেয়াদ?
৬/৮/১০/১২/১৫ বছর
কোটিপতি আমানত স্কিমের গুরুত্বপূর্ণ তথ্য
১) হিসাব খোলার সময় গ্রাহক যে কোন পরিমাণ কিস্তি বাছাই করে নেওয়ার সুযোগ থাকবে যা পরে পরিবর্তন যোগ্য নয় ।
২) প্রথম কিস্তিটি মাসের যে কোনও তারিখে জমা দেওয়া যাবে কিন্তু পরবর্তী গুলো প্রতিমাসের ১ হতে ১০ তারিখের মাঝে জমা দিতে হবে।
৩) জমার ওপর ৮০% ঋণ বা কর্য নেওয়া যাবে ।
৪) সরকারের প্রচলিত নিয়ম ঝ নিয়ন্ত্রণ অনুসারে ভ্যাট কর্তনযোগ্য ।
Amount | Interest Rate | Years | Total Amount(before tax) |
7,98,000 | 1 | 1.00 Core | |
1,07,250 | 8.50% | 6 | 1.00 Core |
73,560 | 8.50% | 8 | 1.00 Core |
53,710 | 8.50% | 10 | 1.00 Core |
40,760 | 8.50% | 12 | 1.00 Core |
28,220 | 8.50% | 15 | 1.00 Core |
আকাউন্টের জন্য প্রয়ােজনীয় কাগজ
১) গ্রাহক ও নমিনির দুই কপি করে পাসপাের্ট আকারের ছবি।
২) গ্রাহক ও নমিনির জাতীয় পরিচয়পত্রের কপিও এক্ষেত্রে বাধ্যতামূলক।
৩) গ্রাহকদের টিন সার্টিফিকেট থাকলে ৫ % ট্যাক্স কম দিতে পারবেন। না থাকলে মুনাফার ওপর ১৫% ট্যাক্স দিতে হবে ।
৪) ইন্ট্রোডিউসারের সিগনেচার লাগবে।