ব্যাংক থেকে সঞ্চয়পত্র ক্রয়ে কি কি কাগজপত্র লাগবে ? Sonali Bank Sanchayapatra

অনেকেই ইতিমধ্যে জানেন সঞ্চয়পত্র ও ডাকঘর সঞ্চয়স্কিমে বিনিয়োগে আর টিন সাটিফিকেট লাগবে না। যদিও ৫ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র বা ডাকঘর সঞ্চয়স্কিমে বিনিয়োগে টিন সাটিফিকেট লাগবে না, কিন্তু ৫ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র বা ডাকঘর সঞ্চয়স্কিমে বিনিয়োগে রির্টান সাবমিটের একনলেজমেন্ট কপি লাগবে।

তাছাড়াও পাঁচ লক্ষ টাকার উপরে কোন প্রকার সঞ্চয় পত্র বা ডাকঘর সঞ্চয়স্কিম ক্রয় করতে ইচ্ছুক হলে যেসব কাগজপত্র লাগবে তা নিম্নরুপ

১। ক্রেতা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
২। টিন সাটিফিকেট বা আয়কর সার্টিফিকেট বা টিন
৩। প্রত্যেক অর্থ বছরের আয়কর রির্টান সার্টিফিকেটের ফটোকপি
৪। ক্রেতার নিজের দ্বারা সত‍্যায়িত পাসপোর্ট সাইজের ২ কপি ছবি।
৫। MICR চেক এবং MICR চেক বই এর ওপরের পাতার ফটোকপি।
৫। নমিনীর ২ কপি পাসপোর্ট সাইজের ছবি যা ক্রেতা দ্বারা সত্যায়িত হতে হবে।
৬। নমিনীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ফটোকপি, নমিনী নাবালক বা নাবালিকা হলে জন্ম সনদের ফটোকপি।

ক্রেতা পেনশনার হলে অতিরিক্ত যে পেপারস লাগবে

১। পেনশন মঞ্জুরী পত্রের ফটোকপি, যা সত্যায়িত হতে হবে।
২। ভবিষৎ তহবিল চুড়ান্ত মঞ্জুরী পত্রের ফটোকপি সত্যায়িত অবশ্যক।

নতুন পদ্ধতিতে টিন সাটিফিকেট ছাড়া সঞ্চয়পত্র ক্রয় করা যাবে

Related : সঞ্চয়পত্রের নতুন নিয়ম ২০২২, how to buy sanchayapatra, সঞ্চয়পত্র কিনতে কি কি পেপারস লাগে, পরিবার সঞ্চয়পত্র,পোস্ট অফিস সঞ্চয়পত্র, সোনালী ব্যাংক সঞ্চয়পত্র ২০২২, sanchayapatra interest rate 2022,সঞ্চয়পত্র কিনতে কি লাগে,

error: Content is protected !!