অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে চাই ? এমন ইচ্ছা অনেকের ।
দেশের সকল মানুষের হাতে ব্যাংকিং সেবা পৌছে দেওয়ার জন্য ইসলামী ব্যাংক ইতিমধ্যে তাদের সেলফিন এপের মাধ্যমে ব্যাংক একাউন্ট খোলার সুবিধা নিয়ে এসেছে । জাতীয় পরিচয়পত্র থাকলেই খুব সহজেই ঘরে বসে একাউন্ট মোবাইল দিয়ে একাউন্ট খোলা সম্ভব । সেলফিন একাউন্ট ঢুকে সেখান থেকে Open A/C অপশনে ক্লিক
করলে সেলফিন একাউন্টের পিন দিয়ে Submit বাটনে ক্লিক করতে হবে ।
এর পরবর্তীতে বিভিন্ন ধরনের একাউন্টের প্যাকেজ দেখতে পারবেন । অনলাইনে ইসলামী ব্যাংকের বর্তমানে ৪ ধরনের একাউন্ট খোলা যায়, নিজের পছন্দ মত একাউন্ট খুলতে পারবে সবাই । তবে আজকে সেভিং একাউন্ট খুলেই দেখাতে যাচ্ছি । আপনি যদি শিক্ষার্থী হোন হবে Student Mudaraba Saving Account খুলতে পারেন । আর সাধারণ কোন পারসন হয়ে থাকলে Mudaraba Saving Account খুলতে পারেন । নিজের পছন্দ অনুযায়ী একাউন্ট টাইপ Select করে নিন ।
এর পরবর্তীতে নমিনীর জাতীয় পরিচয় পত্র/পাসপোর্ট অনুসারে প্রতিটি ঘর পূরণ করতে হবে ।
নমীনির জাতীয় পরিচয় পত্র/পাসপোর্ট ছবি উঠিয়ে আপলোড করতে হবে । নমীনি যে কাউকেই দেওয়া যাবে, তবে নিকটবর্তী আত্মীয়দের দিলেই ভাল হয় ।
সব ঘর পূরুন হলে একদম নিচে Next বাটনে ক্লিক করলেই একাউন্ট খোলা হয়ে যাবে । একাউন্ট একটিভ হতে ৭২ ঘন্টা সময় লাগতে পারে ।
ইসলামী ব্যাংক ঋণ নাকি সুদ মুক্ত ঋণের বিকল্প নিন আপনিও
আর যদি চেক বই, ATM Card ইস্যু করতে হয় তাহলে যেই ব্রাঞ্চ সিলেক্ট করে একাউন্ট খোলা হয়েছে সেই ব্রাঞ্চে যেতে হবে । যার একাউন্ট তাকেই যেতে হবে , অন্য কেউ গেলে হবে না । যাওয়ার সময় কিছু পেপারস নিয়ে যেতে হবে :
১) একাউন্ট ধারীর জাতীয় পরিচয়পত্রের অনুলিপি ও পাসপোর্ট সাইজের ২ কপি ছবি ।
২) নমীনির জাতীয় পরিচয়পত্রের/পাসপোর্ট অনুলিপি ও পাসপোর্ট সাইজের ২ কপি ছবি ।
৩) ইউটিলিটি বিলের কপি ( অর্থাৎ একাউন্ট ধারীর বাসার গ্যাস বা পানি বা বিদ্যুৎ বা টেলিফোন বিলের কপি । ইউটিলিটি বিলের কপি যে একাউন্ট ধারীর নামে থাকতে হবে এমন কোন কথা নেই ।
NB : ইন্টারনেট ব্যাংকিং একদম ফ্রী । তবে SMS ব্যাংকিং এর জন্য চার্জ কাটা হয় ।
যারা জানেন না সেলফিন একাউন্ট কিভাবে খুলতে হয় , এখানে ক্লিক করে একাউন্ট খোলার নিয়ম দেখে নিন ।
Makkah
10/9 jalan pasir gudang johor 81700