পাসপোর্ট এর মেয়াদ শেষ হয়ে গেছে বা শেষ হতে চলেছে, জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয় পত্র দিয়ে পাসপোর্ট করেছিলেন কিন্তু পাসপোর্ট রিনিউ করতে চাচ্ছেন, সে ক্ষেত্রে দালাল ছাড়া কিভাবে রিভিউ করবেন সরকারি খরচ পাতি দিয়ে তা জানাবো আজকে। পাসপোর্ট রিনিউ সবসময় পাসপোর্ট এর মেয়াদ মিনিমাম ছয় থেকে আট মাস থাকা অবস্থায় করতে দিবেন। কেননা পাসপোর্ট এর মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হয় ভিসা নিতে হলে এবং ইমিগ্রেশনে এন্ট্রি দেওয়া যায় না পাসপোর্ট এর মেয়াদ ছয় মাসের কম হলে।
পাসপোর্ট রিনিউ এর ক্ষেত্রে অনলাইনে যেমন আবেদন করতে পারবেন, ঠিক তেমনিভাবে অফলাইনে আবেদন করতে পারবেন। তবে অনলাইনে আবেদন করা সহজ এবং কোন কোন পেপারস লাগবে থাকছে বিস্তারিত
পাসপোর্ট রিনিউ করতে দেওয়ার জন্য প্রধান ডকুমেন্টস হচ্ছে জাতীয় পরিচয় পত্র অথবা বার্থ সার্টিফিকেট। ১৮ বছরের নিচে হলে বার্থ সার্টিফিকেট ইংলিশ ভার্সনের দরকার হবে এবং ১৮ থেকে ২০ বছর হলে জাতীয় পরিচয় পত্র অথবা অনলাইনে জন্ম নিবন্ধন ইংরেজি ভার্সনে প্রয়োজন হবে। ২০ বছরের অধিক হলে জাতীয় পরিচয় পত্র ছাড়া কখনই পাসপোর্ট রিনিউ করা যাবে না।
যদি আপনি সরকারি চাকুরিজীবি হন তাহলে অবশ্যই এনওসি অথবা জিও সরকারি আদেশ এর প্রয়োজন হবে।
পাসপোর্টে যদি স্বামী স্ত্রীর নাম যুক্ত করতে চান সেক্ষেত্রে অবশ্যই কাবিননামার প্রয়োজন হবে।
চাকুরীজীবীদের জন্য জব আইডি, স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট আইডি, ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স, কৃষক হলে জমির খতিয়ান ও পেশাজীবী অর্থাৎ ডাক্তার, ইঞ্জিনিয়ার, ড্রাইভার উকিল পেশাগত লোকদের জন্য পেশাগত সনদপত্রের প্রয়োজন হবে
১৫ সাইজ ছবির প্রয়োজন হবে
নাগরিক সনদ পত্রের প্রয়োজন হবে
বয়স যদি ছয় বছরের নিচে হয় সে ক্ষেত্রে অবশ্যই আবেদনকারীর ক্ষেত্রে পাসপোর্ট সাইজের ছবি 3R সাইজের সাদা ব্যাকগ্রাউন্ড পেপারে রঙের ল্যাব প্রিন্ট ছবি দিতে হবে
এছাড়াও আপনার বাসার ইউটিলিটি বিল অথবা ভাড়া বাসায় থাকলে ভাড়াটিয়া চুক্তিপত্র প্রমাণ ইত্যাদি প্রয়োজন পেপার জমা দিতে হবে।
পাসপোর্ট যদি খুবই জরুরী হয় তাহলে ২ দিন পর পাসপোর্ট রিনিউ করতে পারবেন, সুপার এক্সপ্রেস প্যাকে টাকা জমা করে। আবার নরমাল ৩০ দিন পর পাসপোর্ট পাবেন সেই প্যাকেও আবেদন করতে পারবেন। আবার ১৫ দিন পর পাসপোর্ট পাবেন সেই প্যাকেও আবেদন করতে পারবেন। আপনার সামর্থ্য এর উপর ভিত্তি করে নরমাল, এক্সপ্রেস এবং সুপার এক্সপ্রেস যেকোনো প্যাক এই পাসপোর্ট রিনিউ এর জন্য আবেদন করতে পারেন
অনলাইন বা অফ লাইন যেখানেই ফরম পূরণ করুন না কেন সে ফরম পূরণের ক্ষেত্রে অবশ্যই আপনার পুর্বের পাসপোর্ট এবং জাতীয় পরিচয় পত্রের মধ্যে মিল থাকতে হবে এবং ফরম পূরণের পরবর্তী সময়ে পাসপোর্ট আবেদনের ফি নির্দিষ্ট ব্যাংকে জমা দিয়ে, চালান কপি ও পূ্রণ কৃত ফরম সহ উপরোক্ত পেপারস গুলো নিয়ে আপনার নিকটবর্তী পাসপোর্ট অফিসে চলে যাবেন
RELATED WORD পাসপোর্ট রিইস্যু, ই পাসপোর্ট,দালাল ছাড়া পাসপোর্ট রিনিউ, e passport reissue,পুরাতন পাসপোর্ট নবায়ন, passport reissue fees, নতুন পাসপোর্ট আবেদন ২০২২,mrp to e passport reissue, পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি, passport renew korte koto taka lage, পাসপোর্ট নবায়ন চেক, passport renewal fee,পাসপোর্ট করতে চাই, bd