Poco X2 ফেব্রুয়ারীতে লঞ্চ হয়েছিল, এর পরবর্তীতে আবার আপডেট ভার্সন Poco X3 আনলো । যদিও ওপর থেকে দেখা যায় আপডেট কিন্তু কিছু কিছু জায়গায় cost কাটিং করা হয়েছে, সবকিছু যদি দেখা যায় ওপর থেকে ভালো কিন্তু ফোনটি কেমন হতে পারে সেটাই শেয়ার করবো ।
6.67″ বিগ IPS প্যানেলের ডিসপ্লের সাথে গরিলা গ্লাস ৫ এর প্রটেকশন । দেখা যাবে High Refresh Rate 120 Hz সাথে ব্যাটারি সেভিং ফিচার, widevine L1 Support, HDR 10 . যদিও দেখা যায় Poco এর টার্গেট ছিল এখানে ডিসপ্লের Refresh Rate বেশি করা , কিছু দিক থেকে এটা ভাল নিশ্চিতরূপে বলা যায়, বিশেষ করে বাজেট বিবেচনাতে ।
ফোনটিকে পাওয়ার করছে Snapdragon 732G, যদি এই চিপ নিয়ে বলি বলতে হয় এই চিপটি Snapdragon 720G ও Snapdragon 730G এর আপডেট ভার্সন, দুটি চিপ এর রিয়েল লাই পারফরম্যান্স প্রায় সেম ধরনের । এ দুটি চিপের CPU ও GPU কিছু টা ওভার ক্লক করা হয়ছে, যার ফলে হাতে কলমে Benchmark স্কোর কিছু বেশি দেখতে পাওয়া যাবে । তবে দৈনন্দিন জীবনের পারফোমেন্স Snapdragon 730G ও 720G এর মত পাওয়া যাবে । সব টাইপের High Graphic এর গেমস গুলোতেও পারফরম্যান্স ঐ দুটি চিপের মতোই করবে । আর Snapdragon 732G চিপ যে সব গেমকে 120Hz Refresh Rate এ যে রান করাবে এমনটাও নয়, বিশেষ করে হেবি গেমে ।
এছাড়াও 6000mAh ব্যাটারি ফোনটিকে সবার কাছে আরো এক অসাধারণ ভাবেই পরিচয় করিয়ে দিবে । IP IP53 splash-proof, Duel Stereo Speaker, Type c port, dual-band wifi ফোনটিকে এক অসাধারণ মাত্ৰায় নিয়ে যায় ।
ক্যামেরায় গেলে কিছুটা সেন্সর নিয়েও সমস্যা আছে আমার ব্যক্তিগত ভাবে, কেননা Poco X2 তে IMX 686 সেন্সর দেওয়া হয়েছিল, তবে Poco X3 তেIMX 682 দিয়েছে, যেটির প্যারফম IMX 686 থেকে অতটা বেশি ভাল নয় , বিশেষত ইমেজ প্রসেসিং । পাবলিক বোঝেই ফোনটিতে বেশি ক্যামেরা মানেই বিশাল কিছু নয় । পিছনে মেইন 64 MP + Ultrawide 13 MP + Micro 2 MP + Depth 2 MP ক্যামেরা থাকছে । ক্যামেরা বাম্প অনেকটা উচু , যেটি ওনেকের কাছে ভাল না লাগার কারণ হতে পারে ।
পলি কারবোনেটের ব্যাক প্যানেলের সাথে বড় করছ Poco ডিজাইন করা, পিছনের প্লাস্টিক নিয়ে অতটাও বেশি সমস্যা নেই, যতটা বেশি সমস্যা বড় করে পিছনে Poco লেখার কারণ, কেননা কেউ চায়না যে নিজের টাকায় ফোন কিনে, ফোনের পিছনের Poco লেখাটির প্রোমোশন করতে । আজকাল পলি বা গ্লাস হোক সেটা ম্যাটার করে না, কেননা পিছনে অধিকাংশ ক্রেতা ফোনে কেস ব্যবহার করে । যদিও পলিতে scratch এতে যাওয়ার ভয় থাকেই, তবে গ্লাস প্যানেলে তা থাকে না আর হাতে নিয়ে প্রিমিয়াম ফিল পাওয়া যায় । এছাড়া থাকছে UFS 2.1 স্টোরেজ, যা ফোনটির রাঁনিং স্পীডও বাড়িয়ে দেয় ।
MIU 12 এ রান করলেও ফোনটিতে আপডেট খুবই দেরিতে আসে পকোর ফোন গুলোতে, বিশেষ করে Redmi ও Mi সিরিজের তুলনায় । পকোর ফোন গুলোতে বাগস অনেক বেশি পাওয়া যায়, যেমনটা Poco X2 তে দেখতে পাওয়া যায় ।
সবকিছু মিলিয়ে হার্ডওয়ার সেকসনে যদি দেখা যায়, তাহলে বল চলে একদম ফাটিয়ে দিয়েছে বিশেষ করে এটি বেট করবে Realme 7 Pro কে খুব ভালোভাবেই এবং হারিয়ে দিবে এটা নিঃসন্দেহে ভাবে বলা যায় । হার্ডওয়ারের দিক তাকিয়ে যদি কথা বলি অবশ্যই ভালো হবে কিন্তু সফটওয়্যার গুলো যেহেতু বাগ দেখা যায়, তাই আমার কাছে কিছুটা মনে হচ্ছে এদিকে কিছুটা সমস্যা পোহাতে হতে পারে ।