প্রবাসী ভাই বোন এর পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির সঞ্জীবনী শক্তি। তারা যেন খুব সহজেই সুন্দর একটি বাড়ি নির্মাণ করতে পারেন সেজন্যই ইসলামী ব্যাংক বাংলাদেশ এনেছে মুদারাবা প্রবাসী গৃহায়ন সঞ্চয় প্রকল্প।
যেসব প্রবাসী এই হিসাব খুলতে পারবেন
বাংলাদেশের সকল প্রবাসী
প্রবাসী গৃহায়ন সঞ্চয় প্রকল্পের বৈশিষ্ট্য
মাসিক জমাভিত্তিক হিসাব, যেখানে কিস্তির পরিমাণ সর্বনিম্ন ৫ হাজার টাকা বা এর গুণিতক। কিন্তির পরিমাণ ও মেয়াদ পরিবর্তনযোগ্য নয়
প্রবাসী গৃহায়ন সঞ্চয় প্রকল্পের সুবিধা
১) বাড়ি নির্মাণ বা ফ্ল্যাট ক্রয়ের জন্য ব্যাংক বিনিয়োগে অগ্রাধিকার দিবে
২) সেলফিন অ্যাপ বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে কিস্তির টাকা জমা প্রদানের সুযোগ
৩) কিন্তি অগ্রিম বা আগে জমা করা যায়
৪) একই শাখার সঞ্চয়ী বা চলতি হিসাব থেকে কিস্তির টাকা স্থানান্তরের লিখিত নির্দেশ দেওয়া যায়
প্রবাসী গৃহায়ন সঞ্চয় প্রকল্পের মেয়াদকাল, ওয়েটেজ ও মুনাফা
মেয়াদ ৩ বছর যেখানে ওয়েটেজ ১.০৮
মেয়াদ ৫ বছর যেখানে ওয়েটেজ ১.১০
মেয়াদ ১০ বছর যেখানে ওয়েটেজ ১.২৫
মেয়াদ ১৫ বছর যেখানে ওয়েটেজ ১.৩০
মুনাফার হার পরিবর্তনশীল। বছর শেষে চূড়ান্ত মুনাফা সমন্বয় করা হয়।
প্রবাসী গৃহায়ন সঞ্চয় প্রকল্পের হিসাব খুলতে প্রয়োজন
১) জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স এর কপি
২) সদ্য তোলা ২ কপি ছবি পাসপোর্ট সাইজের
৩) নমিনির ১ কপি ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
এ বিষয়ে বিস্তারিত জানতে ইসলামি ব্যাংকের শাখা/উপশাখা/এজেন্ট ব্যাংকিং আউটলেটে যোগাযোগ করুন।
কন্টাক্ট সেন্টার ১৬২৫৯ অথবা ০২-৮৩৩১৩৯০
Related Keyword : Islami bank probashi scheme, প্রবাসী হোম লোন, islami bank loan, কিভাবে লোন পাব, islami bank dps, আবাসান নির্মাণ স্কীম, ইসলামী ব্যাংক এফডিআর, probashi loan islami bank, probashi scheme, হাউস লোন নিউজ, প্রবাসী সুবিধা ইসলামী ব্যাংক,প্রবাসী ঋণ, probashi dps islami bank, probashi home loan,
Thank you bro ❤️