Realme 7i কেনার আগে হাজার বার ভাবুন ? Realme 7i In Depth Review in Bangla

Realme 7i থাকছে 6.5 ইঞ্চির HD+ রেজুলেশনের আইপিএস এলসিডি প্যানেল, যেখানে পাবেন হায়র Refresh Rate 90 হার্জের যা যথেষ্ট ভালো লাগবে । আর সিঙ্গেল Panch Hole দেখা যাওয়া যাবে । তবে IPS ডিসপ্লে তে সমস্যা হল Panch Hole এর চার পাশে কালো কালো হালকা হয়ে থাকে । যদিওবা খুব ভালভাবে খেয়াল করলে এটি বোঝা যায় , তাছাড়া নয় । ওভার অল ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট ভাল, অবশ্যই ডিসেন্ট লাগবে সবার কাছে ।  তবে আমার কাছে মনে হয় রিয়েলমি 7i  সিরিজ রিলিজ না করে রিয়েলমি 6 এর প্রাইস কিছুটা কম রেখে  7i এর ঘাটতি পূরণ করে দিতে পারতো ।

যদিও রিয়েলমি পক্ষ থেকে বলা হয়নি ফোনটিতে গরিলা গ্লাসের কোন ভার্সন টি ইউজ করা হয়েছে, তবে আমার কাছে মনে হয় এখানে ইউজ করা হয়েছে কর্নিং গরিল্লা গ্লাস 3 এর প্রোটেকশন ।

বর্তমান স্মার্টফোনগুলোতে Dedicated Slot পাওয়া যাচ্ছে, যেখানে দুইটা সিম এবং একটা মেমোরি কার্ড ইউজ করা যাবে ।  স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে Realme UI এর সাপোর্ট দিয়ে খুব ভালোভাবেই টাচ পারফরম্যান্স দিয়ে দিয়েছে ।

ব্যাক সাইডে থাকছে পলিকার্বনেটর গ্লসি ফিনিশিং । যদি এই সময়টাতে এসে আমার কাছে ব‍্যক্তিগত ভাবে মনে হয় গ্লাস আর পলিকার্বনেটর মধ্যে তেমন কোন পার্থক্য নেই, যদি কেস ইউজ করা হয় । উল্টো দিকে প্লাস্টিক ব্যাক হওয়ার কারণে আরো বেশি সুবিধা পাওয়া যায় ।

সিকিউরিটির জন্য পাওয়া যাবে  rear-mounted ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই একো রেট এবং ফাস্টলি কাজ করে থাকে ।

রিয়ালমি 7i ফোনের পিছনের দিকে ভার্টিক্যাল আঙ্গেলে কোয়ার্ড ক্যামেরা সেটআপ দেখা যাচ্ছে, যেখানে রিয়েলমি 6i থেকে ইমপ্রুভ করা হয়েছে । বিশেষ করে যদি কথা বলি মেগাপিক্সেলের ও সেন্সরের দিকেও ।  রিয়েলমি 6i যেখানে দেখা গিয়েছিল 48 মেগাপিক্সেল ক্যামেরা কিন্তু এখানে 64MP ক্যামেরার সাথে Sony IMX471 সেন্টার । ফোনটির ক‍্যামেরায় তোলা ছবির কোয়ালিটি ভাল ছিল । 8MP এর 119° viewing angel এ Ultra Wide angel lens .

এর পরবর্তীতে 2 মেগাপিক্সেল এর ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর ক্যামেরা কতটাই বা ভাল সুপার এক্সপিরিয়েন্স দিতে পারবে এ বিষয়ে আমি কোন কথা আমি বলতেছি না । আর স্মার্টফোন কোম্পানি বিশেষ করে টু মেগাপিক্সেলের ক্যামেরা কেনই বা প্রোভাইড করে সেটা সত্যি আমার জানা নেই ।

যদি আপনাদের এই বিষয়ে জানা থাকে অবশ্যই  বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন

প্রসেসর এর দিকে এসে ফোন দিতে ইউজ করা হয়েছে স্নাপড্রাগণ 660 , যেখানে রিয়েলমি চাইলে হয়তো 700 রিলিজের চিপসেট ইউজ করতে পারত । কেননা আমরা দেখতে পেয়েছি Realme 6i Heloi G90T ইউজ করা হয়েছে, যেটা কিন্তু SD 662 থেকে 5.92% ফাস্ট ।  এদিক থেকে খুব সহজেই এর পারফরম্যান্স টি কিন্তু অনুমান করা যেতেই পারে।

কিন্তু রিয়েলমি 7i এ স্মার্টফোনটির যেহেতু UFS 2.1 স্টোরিজ ইউজ করা হয়েছে, সেখানে রিয়েলমি 6i ইউজ করা হয়েছিল EMMC 5.1 ।   যা স্মার্টফোনকে খুব ভালোভাবেই হ্যান্ডেল করতে সক্ষম হেভি টাচের জন্য ।

আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে , বর্তমানের রিয়েলমি তাদের কম বাজেটের স্মার্টফোনগুলোতে  সেলফি ক্যামেরা বা দেখা যেতে পারে রিয়ার ক্যামেরায় EIS সাপোর্ট দিচ্ছে । 16MP সেলফি ক্যামেরা ফোনটিতে পাওয়া যাচ্ছে, আমার কাছে মনে হয় যে রিয়েলমি অন‍্যান‍্য ফোন হতে সেলফি ক‍্যামেরায় EIS দেওয়ার কারণেই কিছুটা এগিয়ে থাকবে অন‍্যান‍্য কোম্পানি হতে ।

পাঁচ হাজার মিলিয়াম্পেরে বাটারি এবং 18w এর ফাস্ট চার্জার এই স্মার্টফোনটিকে আরো একধাপ এগিয়ে নিয়ে গিয়েছে, যেটি ইউজারদের জন্য ভালো এক্সপিরিয়েন্স দিতে সক্ষম হবে ।

error: Content is protected !!