কিস্তিতে নতুন মোবাইল
রবি থেকে লোন নিয়ে কিস্তিতে কি নতুন স্মার্টফোন কিনতে চান ?
কিস্তিতে মোবাইল ফোন ক্রয় সুযোগ ! Robi Mobile Sell Loan in Bangladesh
কিস্তিতে মোবাইল কিনতে চাই ?
রবি সিম কোম্পানি এখন ছয় থেকে এক বছরের কিস্তিতে ফোন কেনার জন্য ঋণ প্রদান করবে । যেকোনো রবি গ্রাহকরা চাইলে এখন থেকে এই সুবিধাটি গ্রহণ করতে পারবেন । সাধারণ ভাবেই রবির অফিশিয়াল যে মোবাইল স্টোর রয়েছে, সেই স্টোর থেকেই মাসিক কিস্তি ভিত্তিতে ফোন ক্রয় করতে হবে । কিস্তিতে ফোন কেনার জন্য কোন ধরনের ক্রেডিট কার্ডের দরকার হবেনা । সরাসরি রবির অ্যাপসের মাধ্যমে ফোন ক্রয়ের জন্য এখন লোন আবেদন করা যাবে ।
রবি থেকে লোন নিয়ে কিস্তিতে ফোন কেনার জন্য যে যোগ্যতা ও পেপারস গুলো থাকতে হবে
১) যিনি ফোন কিনবেন তাকে অবশ্যই প্রাপ্তবয়স্ক কিংবা ১৮ এর বেশি বয়স হতে হবে ।
২) কিস্তিতে ফোন ক্রয়ে ক্রেতার জাতীয় পরিচয় পত্র প্রয়োজন । এখানে পাসপোর্ট বা জন্ম নিবন্ধন দিয়ে কোন কাজ হবে না ।
৩) কিস্তিতে ফোন নেওয়ার জন্য অবশ্যই রবি সিম থাকতে হবে ।
৪) কিস্তিতে যিনি ফোন ক্রয় করবেন, তার হয়ে একজন গ্যারান্টর রাখতে হবে । গ্যারান্টার এর বয়স অবশ্যই ১৮ বা এর বেশি হতে হবে ।
৫) ফোনের দাম অনুসারে কিস্তিতে ৬ মাস কিংবা ২ বছরের টাকা পরিশোধ করতে হবে সুদ সহ ।
রবি থেকে লোন নিয়ে রবি স্টোর থেকে কিস্তিতে ফোন কেনার সিস্টেম
রবি লোন অ্যাপস অথবা সরাসরি রবি অফিসের ওয়েবসাইটে গিয়ে ফোন লোনের আবেদন করা যাবে । রবি ফোন লোন অ্যাপস এ গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে রবি নাম্বার দিয়ে । এর পরবর্তীতে ক্রেতার জাতীয় পরিচয় পত্র সেলফি এই সবকিছু পর্যায়ক্রমে সাবমিট করতে হবে । এছাড়াও গ্যারান্টরের জাতীয় পরিচয় ও সাবমিট করতে হবে ।
আরো বিস্তারিত জানতে নিচে দেখে নিতে পারেন
First Registration

Than Login

Complete Your Profile
3 বারে ক্লিক করে Real Nid দিয়ে প্রোফাইল ১০০% কমপ্লিট করুক

Complete Profile Click & Fil

Submit Your Real Information
ভুল ভাল তথ্য বা অন্যের তথ্য দিয়ে ফরম পূরণ করলে কিস্তিতে ফোন নিতে পারবেন না
গ্যারান্টরের প্রোফাইল কমপ্লিট করুন


সবকিছু আসল কাগজপত্র সাবমিট করার পর রবি অফিস থেকে ২৪ ঘন্টায় কিংবা ৭ কার্যদিবস সময় নিবে পেপারস এগুলোকে ভেরিফাই করার জন্য । পেপারগুলো ভেরিফাই হয়ে গেলে নিচের ছবির মত অপশন দেখাবে, এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী ফোন ক্রয় করতে পারবেন । যা নিচের ছবির মত দেখাবে ।
Robi Mobile Loan Buy Apps Kistite Mobile ক্লিক করুন

কারা পাবে রবি মোবাইল ঋণ/লোন :
যারা রবি সিমে বেশি বেশি রিচার্জ করে বা রবি সিমে ডাটা ক্রয় করে বা টক টাইম বা বান্ডল ক্রয় করে ব্যবহার কর প্রতি মাসে, তারাই শধু গণ্য হবে ফোন ঋণের জন্য ।
যারা রবি সিমে বেশি বেশি রিচার্জ করে বা রবি সিমে ডাটা ক্রয় করে বা টক টাইম বা বান্ডল ক্রয় করে ব্যবহার কর প্রতি মাসে, তারাই শধু গণ্য হবে ফোন ঋণের জন্য ।
Related Keywords :
কিস্তিতে মোবাইল কিনতে চাই, kistite mobile bd, কিস্তিতে মোবাইল, kisti,kistitite phn kroy, মোবাইল কেনার লোন, রবি মোবাইল অফার, mobile kistite pawa jyki, মোবাইলে কেনার ঋণ, smartphone, কিস্তিতে মোবাইল কেনা যায় কি , কিস্তিতে মোবাইল কোথায় পাবো