বিকাশ থেকে রকেটে টাকা পাঠানো যাবে এ তো আমরা সবাই জানি। কিন্তু রকেট থেকে বিকাশে নাম্বার দিয়ে সরাসরি টাকা পাঠানোর নিয়ম সোজা, লাগবে না বিনিময় আইডি তাও একদম ফ্রি তে পাঠানো যাবে।
সরাসরি নাম্বার দিয়ে রকেট থেকে বিকাশে টাকা
যে সিমে রকেট একাউন্ট আছে, সে নাম্বারে ডায়েল করুন *322# ; এরপর 6 নামারে Binimoy অপশন দেখতে পাবেন, 6 লিখে Send এ ক্লিক করুন
১ নাম্বারে Direct Pay থাকবে, 1 লিখে Send এ ক্লিক করুন
২ নাম্বারে Mobile Number এ টাকা পাঠানোর সুবিধা সরাসরি থাকবে, ২ লিখে Send এ ক্লিক করুন
এরপর যে মোবাইল নাম্বারে টাকা পাঠাতে চান সেই নাম্বার লিখে send এ ক্লিক করুন
Enter Your Amount অর্থাৎ কত টাকা পাঠাতে চান, তা লিখুন, আমি যেমন ১০ টাকা পাঠাবো, তাই 10 লিখে Send এ ক্লিক করলাম
Enter Purpose অপশনে Gift লিখে send এ ক্লিক করুন
Enter Binimoy Pin এখানে আপনার বিনিময় একাউন্টের ৬ ডিজিটের পিন দিন। তারপর send এ ক্লিক করুন
এই রকম ইন্টারফেস ওপেন হলে দেখুন যে নাম্বারে টাকা পাঠাবেন তা ঠিক আছে কিনা। সব ঠিক থাকলে নিচের দিকে ১ এ accept অপশন দেখতে পাবেন, তাই 1 লিখে Send এ ক্লিক করুন
Enter MFS Pin অর্থাৎ এখানে আপনার রকেট একাউন্টের পিন দিয়ে send এ ক্লিক করুন।
এর কিছু সময় পর দেখতে পাবে successful অপশন, অর্থাৎ আপনার টাকা চলে গেছে, রকেট থেকে বিকাশে। SMS ও দেখতে পাবেন টাকা চলে গেছে।
RELATED : kivabe rocket teke bkash e taka patabo, rocket to bkash, how to open binimoy account rocket apps, রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম,Rocket binimoy apps,বিনিময় একাউন্ট,rocket to bank, dbbl,rocket to nagad, binimoy ki, rocket to bkash binimoy account registration, rocket dbbl, tk