সঞ্চয়পত্রে মুনাফায় কর আর নয়, মধ্যবিত্তের সুবিধা বাড়বে ও আয়কর রিটার্নে পরিবর্তন আসবে ২০২৩

চিকিৎসা ও ধর্মীয় উদ্দেশ্য ছাড়া বিদেশ গেলে থেকে রিটার্ন দেওয়ার সময় সম্পদ বিবরণী দাখিল করতে হবে, এছাড়াও সঞ্চয়পত্র বিনিয়োগের ক্ষেত্রে মধ্যবিত্তদের সুরক্ষা দিতেও টিন সার্টিফিকেট এর উপরেও সামান্য কিছু আপডেট আনতে চলছে সরকার।


আপনার সম্পত্তি থাকুক বা না থাকুক, নিজের নামে জমি বা ফ্ল্যাট থাকুক বা না থাকুক আপনার টিম সার্টিফিকেট থাকলে রিটার্ন অবশ্যই দাখিল করতে হবে। আপনি বর্তমান দেশে থাকুন বা প্রবাসে কাজের উদ্দেশ্যে যান না কেন।


বিদ‍্যমান নিয়ম সঞ্চয়পত্র বিনিয়োগের ক্ষেত্রে টিন সার্টিফিকেট থাকা বা না থাকা সাপেক্ষে সঞ্চয়পত্রের মুনাফার টাকার উপর উৎসে কর ৫% থেকে ১৫% এর মধ্যে কিন্তু কর্তন করা হয়। তবে মধ্যবিত্ত শ্রেণীর নাগরিকদেরকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে ৫ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয় পত্র বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার টাকার উপর উৎস কর কর্তন করবে না সরকার এমনই রুলস খসড়া আইনে আনা হয়েছে। আগে যারা সঞ্চয়পত্র এনেছেন তারাও এ সুবিধা পাবেন, নতুন যারা কিনবেন তারাও এ সুবিধা পাবেন ভবিষ্যতে।


নতুন এ আইন পাস হলে কর অফিসের কর্মকর্তারা নিজের ইচ্ছেমতো কর বসাতে আর পারবে না। করদাতার আয়কর নথিতে অসংগতি বা কর ফাঁকি ধরা পড়লে নিয়ম মেনে হিসাব করে আয়করের পরিমাণ জরিমানা ও সুদ ঠিক করতে হবে। ব্যবসায়ীদের কর অফিসে কাগজপত্র জমা দেওয়ার সংখ্যাও কমবে, এখন গড়ে ২৯ ধরনের কাগজপত্র জমা দিতে হয়। যার সংখ্যা নামিয়ে এনে ১২ টির মত করা হচ্ছে।

REALATED WORD : সঞ্চয়পত্র কেনার নিয়ম, ইসলামী ব্যাংক সঞ্চয়পত্র, সঞ্চয়পত্র ভাঙার নিয়ম, post office fixed deposit scheme, সঞ্চয়পত্র উৎসে কর কর্তন,সঞ্চয়পত্র কর, income tax return sanchayapatra, ডাকঘর সঞ্চয়পত্র, zero return filing income tax, সরকারি সঞ্চয়পত্র, ibbl, সঞ্চয়পত্র কিনতে কি কি কাগজপত্র লাগে, আয়কর রিটার্ন দাখিল, sanchayapatra

error: Content is protected !!