সঞ্চয়পত্র আয়কর রিটার্ন দাখিল পদ্ধতি । সঞ্চয়পত্রের রিটার্ন দাখিল করতে তাদের কি কি কাগজপত্র লাগে

সঞ্চয়পত্র থেকে থাকলে জিরো রিটার্ন দেওয়া যায় না। চলতি অর্থ বছরে ৫ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র ক্রয়ে আয়কর রিটার্ন পরিশোধের রশিদ বা প্রত্যয়নপত্র প্রয়োজন পড়বে। আর আয়কর রিটার্ন পরিশোধে ব‍্যক্তি ভেদে পেশার ওপর ভিত্তি করে বেশ কিছু ডকুমেন্ট দরকার হবে। টিন থাকলে আয়কর রিটার্ন অবশ‍্যই দিতে হবে।


সঞ্চয়পত্র থাকলে রিটার্ন দিতে যা যা পেপারস লাগবে

১) জাতীয় পরিচয়পত্র এর কপি
২) ই-টিন এর সার্টিফিকেট এর কপি

৩) সঞ্চয়পত্রের কর কর্তনের সনদপত্র, যেখান থেকে সঞ্চয়পত্র কিনেছেন, সেখান থেকে কর কর্তনের সনদপত্র সংগ্রহ করুন।
৪) সঞ্চয়পত্র ক্রয়ের সোর্সেস অফ ফান্ড এর প্রয়োজনীয় ডকুমেন্টস

৫) ব্যাংক স্টেটমেন্ট বা বিবরণী আগের বছরের
৬) ৫ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র ক্রয়ের জন্য কিভাবে টাকা পেয়েছেন – জমি বিক্রি করে বা স্বামীর কাছে থেকে প্রাপ্ত বা বাবা মার কাছে থেকে প্রাপ্ত ইত্তাদি ডকুমেন্টস লাগবে। তবে ৫ লক্ষ টাকার বেশি সঞ্চয়পত্র হলে ব্যাংকিং চ্যানেলে টাকা আসতে হবে।

৭) পুরাতন করদাতাদের জন‍্য সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে আয়কর ফাইলে টাকা থাকতে হবে অথবা লোন করা যাবে।

 

RELATED QUSTION : সঞ্চয়পত্র আয়কর রিটার্ন, sanchaypatra tax return,সঞ্চয়পত্র আয়কর রিটার্ন ফরম,national saving certificate, সঞ্চয়পত্র রিটার্ন দিতে কি কি লাগে, bank, national savings, টিন সাটিফিকেট, tax return, required documents for sanchaypatra, সঞ্চয়পত্রের নতুন নিয়ম, sanchaypatra zero return

error: Content is protected !!