ব্যাংক ডিপিএস নাকি সরকারি কোম্পানির পেনশন বীমা ! Secure Pension Insurence In Bangladesh

 

সরকারি কোম্পানির পেনশন বীমা বেশি লাভে

সরকারি চাকরির মত পেনশন পাবেন সবাই 
“পেনশন বীমা “
মনে রাখবেন বীমাকৃত জীবন মানেই আপনার ও আপনার পরিবারের নিরাপদ ভবিষ্যৎ জীবন।
সরকারি চাকরির মতো পেনশন পেতে চানঃ তাহলে “জীবন বীমা কর্পোরেশন” এর “পেনশন স্কিম” শুরু করে দিন এই মাস থেকেই; ধরুন, আপনার বয়স ৩৭ বছর। আপনি ৫৫ বছর বয়স থেকে প্রতি মাসে ৩০,০০০ টাকা করে পেনশন নিতে চান। তাহলে আপনার বার্ষিক প্রিমিয়াম আসবে ৮৫,৩২০/- টাকা। প্রতি বছর ৮৫,৩২০ টাকা করে ১৮ বছরে ১৮টা পেমেন্ট দিবেন, আপনার ১৮ বছরে মোট ইনভেস্ট ১৫ লাখ টাকা। 

 

সরকারি পেনশন বীমা থেকে যা পাবেন
১) ৫৫ বছর বয়সে মেয়াদপুর্তির পর, আপনি প্রতি মাসে ৩০ হাজার টাকা করে পেনশন পাবেন, যতদিন আপনি বেচে থাকবেন। এই হিসেবে প্রতি বছর আপনি পাবেন ৩ লাখ, ৬০ হাজার  টাকা। এভাবে আপনি যদি ৭৫ বছর পর্যন্ত বেচে থাকেন তাহলে আপনি পাচ্ছেন ৭২ লাখ টাকা। ১৮ লাখ টাকা ইনভেস্ট করে এতো লাভের কোন স্কিম শুধু ব্যাংক কেন অন্য কোন বেসরকারি বীমা কোম্পানিরও নেই। 
২) মেয়াদপুর্তির পর ৫৫ বছর বয়স হতে পেনশন পাওয়া শুরু করার পর আপনি মারা গেলে আপনার নমীনি ১০ বছর এই পেনশন পাবে। তার মানে ৩৬ লাখ টাকা পেনশন গ্যারান্টেড। 
৩) আপনি স্কিম শুরু করার ১ম দিন থেকেই থাকবে ২৫.৫৯ লাখ (একটি বার্ষিক প্রিমিয়ামের ৩০গুন) টাকার জীবনের ঝুকি (আপনি মারা গেলে আপনার নমীনি পাবে, সর্বোচ্চ ২১ দিনের মধ্যে)। 
৪) মেয়াদপুর্তির পর আপনি চাইলে ৫০% পেনশন অর্থাৎ ১৫,০০০ টাকা পেনশন বিক্রি করে ক্যাশ নিতে পারবেন। সরকারি হিসেবে তা প্রায় ১৮ লাখ টাকা (যা আপনার ইনভেস্ট ১৫ লাখ থেকে বেশি)। এরপরও আপনি প্রতি মাসে বাকি ১৫ হাজার করে পেনশন পেতে থাকবেন আমরন। এবং আপনি মারা গেলেও গ্যারান্টেড ১০ বছরে তা ৩৬ লাখ টাকা। 

মনে রাখবেন, সরকারি চাকরিজীবিদের সরকার যেভাবে পেনশন দেয়, আমরাও সেভাবে দেই। আমরাই শুধু পারি। কারন আমরা সরকারি প্রতিষ্ঠান এবং ইকোনমিক্যালি বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান। 

 

পেনশন বীমার অন্যান্য সুবিধাঃ
* সমস্ত আয় আয়কর মুক্ত।
* এছাড়াও প্রায় ১০০% বার্ষিক ব্যাক্তিগত ইনকাম ট্যাক্স ছাড় পাবেন প্রতি বছর। 
* ২ বছর পর লোন নিতে পারবেন, ১ ঘন্টার মধ্যে।
* সরকারি, বেসরকারি চাকরিজীবি, ব্যাবসায়ী যে কেও করতে পারবে। 
* প্রবেশের সর্বোচ্চ বয়স ৫৪ বছর।
* স্কিম খোলা, দাবির টাকা পাওয়া ইত্যাদি সমস্ত প্রসেসিং অনেক সহজ। কর্পোরেশন আপনাকে সর্বাত্মক সহযোগিতা করবে। আমাদের সমস্ত সঞ্চয় হালাল এবং ধর্মীয় সম্মত। 

যোগাযোগ করুন প্রধান কার্যালয়ঃ
24, Motijheel,Commercial Area
Dhaka, Bangladesh
Phone:-(88)-(02)-9551414, 9559041-2

 

পেনশন বীমা একাউন্ট ওপেন করতে হলে যেসব কাগজ পত্র লাগবে :
১। আপনার এক কপি পাসপোর্ট সাইজ ছবি ও ভোট আইডি কাড এর ফটোকপি 
২। নমিনির এক কপি পাসপোর্ট সাইজ ছবি ও ভোট আইডি কাড এর ফটোকপি
 

Related Keywords :
Pension, জীবন বীমা, বিমা, সরকারি, পেনশন, bima, সরকারি বীমা, dps,ডাকঘর জীবন বিমার লাভ, metlife incurence, dbbl dps, নিরাপদ জীবন বীমা, পেনশন বীমা সরকারি, sorkari bima, কোন ব্যাংকে লাভ বেশি, dps naki bima korbo, islami bank dps, nirapod bima

 
error: Content is protected !!