সরকারি চাকুরীদের জন্য হাউজিং ইনভেস্টমেন্ট প্রােগ্রাম ফর দি গভঃ এমপ্লয়িজ। জমি ক্রয়সহ, আবাসিক ভবন নির্মাণ, রেডি ফ্ল্যাট বা বাড়ি ক্রয়ের জন্য এ বিনিয়ােগ। যদি গ্রাহক বাড়ি নির্মাণ করতে চায় অবশ্যই গ্রাহকের নামে জমি থাকতে হবে।
বিনিয়োগ পদ্ধতি
ইসলামী শরী’আহ্ ভিত্তিক এইচপিএসএম পদ্ধতিতে সর্বোচ্চ ৭৫ লক্ষ টাকা বিনিয়ােগ করছে, প্রসেসিং ফি বা অন্য কোন চার্জ নেই।
হায়ার পারচেজ আভার শিরকাতুল মিলুক বা এইচপিএসএম (যৌথ মালিকানাভিত্তিক ক্রয় ও ভাড়া) এইচপিএসএম বা হায়ার পারচেজ আন্ডার শিরকাতুল মিলক পদ্ধতিতে ব্যাংক ও গ্রাহক যৌথ মালিকানায় বাড়ি, গাড়ি, যন্ত্রপাতি ইত্যাদি সম্পদ ক্রয় কিংবা নির্মাণ করে। এরপর ব্যাংক তার মালিকানাধীন অংশটুকু গ্রাহকের কাছে ভাড়া দেয় এবং কিস্তিতে বিক্রি করে।
৫ম গ্রেড বা এর তদুর্ধ থেকে ২০তম গ্রেড পর্যন্ত এ বিনিয়োগ দেওয়া হচ্ছে।
বিনিয়োগ নেওয়ার বিশেষ যোগ্যতা
ক) বিনিয়ােগ গ্রহিতাকে শাখায় তার মাসিক বেতনের হিসাব খুলতে হবে যার মাধ্যমে বিনিয়ােগের যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে। বিনিয়ােগ গ্রহিতার মাসিক বেতন/ ভাতা (সরকার কর্তৃক প্রদত্ত ভর্তুকির অংশসহ) উক্ত বেতন হিসাবে জমা হবে।
খ) বিনিয়ােগের কিস্তি বিনিয়ােগ গ্রহিতার বেতন হিসাব হতে বিনিয়ােগের মেয়াদকাল পর্যন্ত মাসিক ভিত্তিতে কর্তন করা হবে।
গ) বিনিয়োেগ গ্রহিতার ব্যাংক হিসাব হতে প্রতি মাসে বেতন/ ভাতা/ ভর্তুকি জমা হওয়ার পর বিনিয়ােগের কিস্তির টাকা প্রথমে কর্তন করা হবে এবং অবশিষ্ট টাকা বিনিয়ােগ গ্রহিতা কর্তৃক উত্তোলনযােগ্য হবে।