অন্যান্য ব্যাংকের মতো সোনালী ব্যাংক ছাত্র-ছাত্রীদের জন্য নিয়ে এসেছে স্টুডেন্ট ব্যাংকিং সার্ভিস। তবে সোনালী ব্যাংক এর স্টুডেন্ট ব্যাংকিং সার্ভিস দুই ধরনের যেসব স্টুডেন্টদের বয়স ০৬ থেকে ১৮ বছরের কম তাদের জন্য স্কুল ব্যাংকিং এবং যাদের বয়স ১৮ বা এর বেশি তাদের জন্য স্টুডেন্ট সেভিংস একাউন্ট। আজ কথা বলব সোনালী ব্যাংকে স্টুডেন্ট সেভিংস একাউন্টে নিয়ে।
সোনালী ব্যাংকে স্টুডেন্ট সেভিংস একাউন্ট সুবিধা
১) ফ্রিতে সাধারণ চেক বই নেওয়া যায়। তবে এমআইসিআর চেক বই নিলে ১০ পাতার চেক বইয়ের দাম ৪০ টাকা।
২) এই অ্যাকাউন্ট পরিচালনায় অ্যাকাউন্ট মেইনটেইন চার্জ নেই।
৩) স্টুডেন্ট সেভিংস একাউন্ট এর বিপরীতে সোনালী ব্যাংকের ইওয়ালেট ব্যবহার করে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করা যাবে। যার মাধ্যমে ফান্ড ট্রান্সপার, মোবাইল রিচার্জ থেকে শুরু করে অনলাইনে পেমেন্ট করা যাবে।
৪) ভিসা সাপোটেড ডেবিট কার্ড দেওয়া হয় বিধায় অনলাইনে পেমেন্ট করা যায়।
৫) বিকাশের সাথে ব্যাংক একাউন্টের লিংক একাউন্ট স্থাপনের সুযোগ। (ব্যাংক একাউন্ট হতে বিকাশে বিনামূল্যে টাকা ট্রান্সফার করা যাবে, তবে বিকাশ থেকে ব্যাংক একাউন্টে টাকা ট্রান্সফারে হাজারে ১০ টাকায় চার্জ)
সোনালী ব্যাংক স্টুডেন্ট সেভিংস একাউন্ট চার্জ
১) একাউন্টের বিপরীতে SMS Service Charge বাৎসরিক ১১৬ টাকা ভ্যাট সহ।
২) এটিএম ডেবিট কার্ড দেওয়া হয়, য র বাৎসরিক চার্জ ২৩০ টাকা ভ্যাট সহ। সোনালী ব্যাংকের এটিএম থেকে টাকা তোলা যায় সম্পূর্ণ ফ্রিতে, অন্যান্য ব্যাংকের এটিএম থেকে টাকা তুললে নেটওয়ার্ক এর উপর ডিপেন্ড করে ১৫ থেকে ৩০ টাকার মত চার্জ কাটে প্রতি ট্রান্জাক্শনে।
সোনালী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম
১) যেহেতু স্টুডেন্ট একাউন্ট, তাই একাউন্ট খুলে স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি লাগবে।
২) যিনি একাউন্ট খুলবেন তার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
৩) যিনি একাউন্ট খুলবেন তার জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন এর ফটোকপি এবং নমিনির জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র এর ফটোকপি
৪) ২০০ টাকা জমা দিয়ে একাউন্ট খুলতে হবে।
সোনালী ব্যাংক স্কুল ব্যাংকিং হিসাব
এ একাউন্ট খুলতে স্টুডেন্টের সাথে বৈধ অভিভাবকের দরকার হবে। স্টুডেন্টের জন্ম সনদ, বৈধ অভিভাবকের এনআইডি কার্ডের ফটোকপি, স্টুডেন্টের ২ কপি ছবি ও অভিভাবকের ১ কপি পাসপোর্ট সাইজের ছবি, স্টুডেন্টের স্টুডেন্ট আইডির ফটোকপি বা শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন প্রয়োজন।
মাত্র ১০০ টাকা দিয়ে এই হিসাব খোলা হয়। একাউন্টে বিপরীতে ভিসা ডেবিট কার্ড প্রদান করা হয় তবে অভিভাবকের অনুমতি সাপেক্ষে কার্ড দিয়ে ৫০০০ টাকা পর্যন্ত তুলতে পারবে। একাউন্টের বিপরীতে সুদে হার ৬ শতাংশ। একাউন্টের বিপরীতে চেক বই ইস্যু করা যায়।
Related Word : স্টুডেন্ট ব্যাংক একাউন্ট, sonali bank student account, সোনালী ব্যাংক সেভিংস একাউন্ট, student account charges, স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম, sonali bank student account details, সোনালী ব্যাংক একাউন্ট সুবিধা,সোনালী ব্যাংক অনলাইন চার্জ, sonali bank school banking account, ,সোনালী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট,
A student can be saving minded through school banking account.