আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ কবে? আয়কর রিটার্ন দাখিলের সুবিধা অসুবিধা নিরাপদ

টিন সার্টিফিকেট করেছেন, যা দিয়ে সঞ্চয়পত্র ক্রয় করেছেন বা ক্রয় করেননি। টিন থাকলে রিটার্ন বাধ্যতামূলক এটা অনেকেরই জানা। তবে কারা কারা রিটার্ন দাখিল ৩০ নভেম্বরের আগে করবেন ও কারা কারা ৩০ জুনের আগে করবেন, এটা নিয়ে অনেকের কনফিউশন আছে। নির্দিষ্ট তারিখের মধ‍্যে রিটার্ন দাখিল করলে অনেকের ক্ষেত্রেই কিছু সুবিধা বা অসুবিধা রয়েছে, সেটি কি রকম ?


পূর্বে যারা অন্তত একবার রিটার্ন দাখিল করেছেন, সেটা যত আগে হোক না কেন ? তাদের জন্য রিটার্ন দাখিলের সর্বশেষ তারিখ ৩০ নভেম্বর, আর তারা এসময় করলে সার্বজনীন এর আওতায়। কিন্তু ৩০ শে নভেম্বর এর পরে যদি তারা রিটার্ন দাখিল করেন তারা কিন্তু আর সার্বজনীন এর আওতায় রিটার্ন দাখিল করতে পারবেন না, তারা হয়ে যাবে সাধারণের আওতায়। আর সাধারণে রিটার্ন দাখিলে কর নির্ধারণের ক্ষমতা করদাতার ওপর থাকে না।


কেননা সাধারণের আওতায় রিটার্ন দাখিল করলে সেই রিটার্ন দাখিল এর ডকুমেন্ট প্রথমে উপকর কমিশনার বরাবর চলে যায়, উপকর কমিশনার বরাবর যাচাই-বাছাই হয়। এর পরবর্তীতে একটা শুনানির তারিখ দেয়া হয়, সেই তারিখে যিনি রিটার্ন প্রদান করেন তাকে উপস্থিত থাকতে হয়, উপকর কমিশনার শুনানিতে যাদের জন্য যেই কর ধার্য করবেন সেটা দিয়ে তারপর রিটার্ন স্লিপ পাবেন।


সার্বজনীন আওতায় রিটার্ন প্রদান করলে কর নির্ধারণের ক্ষমতা কর দাতার উপরেই থাকছে, রিটার্ন ফাইল অতটা ভালোভাবে যাচাই-বাছাই করবে না, কেননা নভেম্বর মাসে রিটার্ন দাখিলের জন্য আয়কর অফিসে অনেক ভিড় লেগে থাকে। যতক্ষণ না পর্যন্ত সেই ফাইলটা উপকর কমিশনার যাচাই বাছাই করে ততক্ষণ পর্যন্ত বলা যেতে পারে করদাতা সেভ থাকে।


যারা এইবার প্রথম রিটার্ন দাখিল করবেন, পূর্বে টিন সার্টিফিকেট নিয়েছেন সেটি যত আগেই হোক না কেন, ২০০০ সালে বা ২০১০ সাল বা ২০২১ সালে যত আগেই হোক না কেন তাদের জন্য রিটার্ন দাখিলের সর্বশেষ সময়টা হচ্ছে ৩০ এ জুন পর্যন্ত।


তবে আমি বলব যারা এই বাড়ি প্রথম রিটার্ন দাখিল করবেন তারা যুক্তিযুক্ত কারণ ছাড়া ৩০ শে নভেম্বরের মধ্যেই রিটার্ন সাবমিট করবেন। কারণ নভেম্বর মাসে আয়কর অফিসগুলোতে অনেক ভিড় থাকে, সবার ফাইল অতটা ভালোভাবে যাচাই-বাছাই টানা হেচড়া করা হয় না, ৩০ শে নভেম্বর চলে গেলে আয়কর অফিসগুলোতে ভিড় কমে যাবে, সেই ক্ষেত্রে দেখা যাবে যে ওই সময়গুলোতে যখন রিটার্ন দাখিল করতে যাবেন ওই সময় প্রত্যেকের ফাইলেই ভালোভাবে যাচাই-বাছাই করা হবে, তারপর রিটার্ন নিবে আয়কর অফিস।

 

রিটার্ন দাখিলের শেষ সময়, রিটার্ন দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর নাকি ৩০ জুন, income tax return,
সঞ্চয়পত্রের রিটার্ন দাখিলের শেষ সময়,অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের নিয়ম, রিটার্ন দাখিলের শেষ সময়,আয়কর রিটার্ন জমা দিতে কি কি লাগে, zero tax return, আয়কর রিটার্ন

error: Content is protected !!