টিন সাটিফিকেট ছাড়া সঞ্চয়পত্র ক্রয় করা যাবে ২০২২ । টিন ছাড়া সঞ্চয়পত্র কেনারনতুন নিয়ম ২০২২

টিন সাটিফিকেট আছে, সঞ্চয়পত্র কিনেছেন কিন্তু রিটার্ন জমা দেননি। এটি আজ কাল সবার জন‍্য অনেকটা স্বাভাবিক বিষয় হয়ে গেছে। ২০২১ – ২০২২ অর্থ বছরে ২ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র ক্রয়ে টিন সাটিফিকেট লাগতো, কিন্তু ২ লাখ টাকার সঞ্চয়পত্র ক্রয়ে টিন সাটিফিকেট লাগতো না। তবে ২০২২ – ২০২৩ অর্থ বছরে ৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয়ে টিন সাটিফিকেট লাগবে না, এটি কোন গুজব নয়। কারণ আয়কর আইনের 184A অধ‍্যাদেশ অনুসারে এটিই প্রযোজ্য ২০২২ সালের জুন হতে। সম্প্রতি ০৭ জুলাই ২০২২ এ জাতীয় সঞ্চয় অধিদপ্তর হতে এমন একটি নির্দেশনা জারি করা হয়েছে, যা নিন্মে

বিষয়ঃ সঞ্চয়পত্র ও ডাকঘর সঞ্চয় ব্যাংক হিসাবসমূহে ৫ (পাঁচ) লক্ষ টাকার অধিক বিনিয়োগের ক্ষেত্রে অর্থ আইন, ২০২২ এর ধারা ৪৮ পরিপালন প্রসঙ্গে।

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, অর্থ আইন, ২০২২ এর ধারা ৪৮ অনুযায়ী Income Tax Ordinance. 1984 (Ordinance No. XXXVI of 1984) এর বিদ্যমান Section 184A. Section 184A.
Proof of submission of return required in certain cases” দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে। প্রতিস্থাপিত Section 184A এর Sub Section 3 (xxi) 3 (xxiii) মোতাবেক ডাকঘর সঞ্চয় ব্যাংক হিসাবসমূহ এবং সঞ্চয়পত্রে ৫ (পাঁচ) লক্ষ টাকার অধিক বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীকে সংশ্লিষ্ট ইস্যু অফিসে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণক দাখিল করতে হবে।

Section 184A এর Sub Section 2 অনুযায়ী আয়কর রিটার্ন দাখিলের প্রমাণক বলতে নিম্নোক্ত ডকুমেন্টসকে নির্দেশ করা হয়েছেঃ

(a) আয়কর রিটার্ন দাখিলের প্রাপ্তিস্বীকারপত্র
অথবা
(b) করদাতার কর সনাক্তকরণ নম্বর, নাম ও রিটার্ন দাখিলকৃত অর্থবছরের তথ্য সম্বলিত সিস্টেম জেনারেটেড সনদপত্র
অথবা
(c) করদাতার কর সনাক্তকরণ নম্বর, নাম ও রিটার্ন দাখিলকৃত অর্থবছরের তথ্য সম্বলিত উপ-কর কমিশনারের নিকট হতে ইস্যুকৃত সনদপত্ৰ৷

Income Tax Ordinance, 1984 এর প্রতিস্থাপিত Section 184A এর Sub Section 9 অনুযায়ী প্রাতিষ্ঠানিক বিনিয়োগের ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণপত্রের পরিবর্তে TIN দাখিল করতে হবে। বিদ্যমান Section 184A অর্থ আইন, ২০২২ এর Section 184A দ্বারা প্রতিস্থাপিত হওয়ায় ৫ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র/ডাকঘর সঞ্চয় ব্যাংক হিসাবে বিনিয়োগের ক্ষেত্রে TIN দাখিলের বাধ্যবাধকতা রহিত হয়েছে।

ওপরের কথাগুলো দাপ্তরিক ভাষায়, তাই হয়তো বুঝতে কিছুটা কস্ট হচ্ছে, তাই সহজ করে ভেঙে বলি।

৫ লাখ টাকার বেশি অর্থাৎ ৫ লাখ ১ টাকা বা এর বেশি টাকার সঞ্চয়পত্র ক্রয়ে টিন সাটিফিকেট লাগবে না, তবে রিটার্ন সাবমিটের একনলেজমেন্ট কপি জমা দেয়ার বাধ্যবাধকতা নিশ্চিত করা হচ্ছে।

নতুন অর্থবছর ২০২২-২০২৩ হতে ৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয়ে টিন অথবারিটার্ণ জমা দেওয়ার একনলেজমেন্ট কপি লাগবেনা।

যদিও পূর্বে ২ লক্ষ টাকার বেশি সঞ্চয় পত্র ক্রয়ে টিন সার্টিফিকেট জমা দেওয়ার যে অবশ‍্যিকতা ছিল, তা ৫ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র ক্রয় এর ক্ষেত্রে রিটার্ণ সাবমিট এর একনলেজমেন্ট কপি জমা দেওয়া এর আদেশ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের নোটিশ

error: Content is protected !!