হ‍্যোটসঅ্যাপ কিভাবে ইনকাম করে ? Whatsapp income Process

Whatsapp কিভাবে ইনকাম করে ? এই কথাটা হার হামেশাই শোনা যায় ।  Whatsapp যখন প্রথম রিলিজ হয়েছিল, তখন এটার মালিক ফেসবুক ছিল না । তখন এটিকে ব‍্যবহার করার জন‍্য প্রতি বছরে ১ ডলার বা ৮৫ টাকার মত দিত হতো কোম্পানিকে । আর এতে অ্যাড ছাড়া Whatsapp ব‍্যবহার করা যেত । কিন্তু ২০১৫ সালে এসে Whatsapp কিনে নেয় ফেসবুক । অনেকের মনে চিন্তা আসতে পারে যে যেহেতু ফেসবুক Whatsapp এর মালিক , ফেসবুক Whatsapp এর ডাটা এনালাইসিস করে হয়তো অন‍্যোর ডাটা বিক্রি করে দেয় নয়তো এক এক জনের ডাটা কে কাজে লাগিয়ে ফেসবুক তার ফেসবুক সেই সব ব‍্যক্তিদের অ্যাড দেখিয়ে ইনকাম করে । আসলে এই দুটির মধ‍্যে কোন কিছুই করে ফেসবুক Whatsapp থেকে ইনকাম করে না, কেননা Whatsapp ডাটা এনক্রিফটেট থাকে, যার সেকুরিটি ফেসবুক ম‍্যাসেন্জার থেকে অধিক ।

 

 

তাহলে আসলে অ্যাড শো না করে Whatsapp ইনকাম করে কিভাবে ?

Whatsapp এর দুটি ভার্সন আছে এক নরমাল Whatsapp ও আরেকটি Whatsapp Business , আর এই Whatsapp Business থেকেই Whatsapp কোম্পানি ইনকাম করে । Whatsapp Business সাধারণ নরমাল Whatsapp এর মত নয়, WB এর অনেক সুবিধা আছে যা নরমাল Whatsapp এ নেই | WB এ সাধারণ অফিস মেম্বারদের কাজে ব‍্যবহার করা হয় যা ব‍্যবহারের মাসে চার্জ দিতে হয় । এছাড়াও Whatsapp Pay করা যায় দোকানে , যদিও এটি এখন বাংলাদেশ বা ভারতে লন্স হয় নি , তবে যুক্তরাষ্ট্র এ এই সুবিধা অনেক আগে থেকেই আছে ।  এই দুটি পদ্ধতিতে কোম্পানি ইনকাম করে ।

error: Content is protected !!