করবর্ষে আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য যে সকল প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হবে- প্রথম বার যারা জমা দিবে তাদের জন্য গুরুত্বপূর্ণ ।
ব্যক্তিগত ভেদে প্রয়োজনীর পপারস :
★ পারসোনাল ইনফরমেশন
1. E-TIN ফটোকপি (For 1st Return) ই
2. NID ফটোকপি(For 1st Return)
3. পাসপোর্ট সাইজ ছবি (2 copies)
★ জব ইনফরমেশন
1. স্যালারি সাটিফিকেট (with Tax Deduction Documents)
2. ব্যাংক স্টেটমেন্ট (গত এক বছরের)
3. প্রফিডেন্ট ফান্ড স্টেটমেন্ট (যদি থাকে)
4. অন্যান্য ফ্যাচিলিটি ডকুমেন্ট (যদি থাকে)
★ ইনভেস্ট
1. ডিপিএস (যদি থাকে)
2. ইনসুরেন্স সাটিফিকেট (যদি থাকে).
3. শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট (যদি থাকে)
4. সঞ্চয়পত্র (যদি থাকে)
5. অন্যান্য ইনভেস্টমেন্ট (যদি থাকে)
★ ব্যক্তিগত সম্পত্তি
বাড়ি, জমি, কার, ফার্নিচার, ফ্লাট, ইলেক্ট্রনিক ইত্যাদি
(যদি থাকে)
★ অন্যান্য ইনভেস্ট
1. এফডিআর সাটিফিকেট (Interest, Tax Deducted)
2. অন্যান্য ইনভেস্ট (যদি থাকে)
★ ব্যক্তিগত ঋণ
1. ব্যাংক ঋণ (যদি নিজ নামে থাকে)
2. অন্য ঋণ (যদি নিজ নামে থাকে)।
★ ব্যবসা
1. ব্যাংক স্টেটমেন্ট (গত একবছরের)
2. ব্যালেন্স শীট (বর্তমানে)
3. ইনকাম স্টেটমেন্ট (গত একবছরের)
4. ট্রেড লাইসেন্স
1. E-TIN ফটোকপি (For 1st Return) ই
2. NID ফটোকপি(For 1st Return)
3. পাসপোর্ট সাইজ ছবি (2 copies)
★ জব ইনফরমেশন
1. স্যালারি সাটিফিকেট (with Tax Deduction Documents)
2. ব্যাংক স্টেটমেন্ট (গত এক বছরের)
3. প্রফিডেন্ট ফান্ড স্টেটমেন্ট (যদি থাকে)
4. অন্যান্য ফ্যাচিলিটি ডকুমেন্ট (যদি থাকে)
★ ইনভেস্ট
1. ডিপিএস (যদি থাকে)
2. ইনসুরেন্স সাটিফিকেট (যদি থাকে).
3. শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট (যদি থাকে)
4. সঞ্চয়পত্র (যদি থাকে)
5. অন্যান্য ইনভেস্টমেন্ট (যদি থাকে)
★ ব্যক্তিগত সম্পত্তি
বাড়ি, জমি, কার, ফার্নিচার, ফ্লাট, ইলেক্ট্রনিক ইত্যাদি
(যদি থাকে)
★ অন্যান্য ইনভেস্ট
1. এফডিআর সাটিফিকেট (Interest, Tax Deducted)
2. অন্যান্য ইনভেস্ট (যদি থাকে)
★ ব্যক্তিগত ঋণ
1. ব্যাংক ঋণ (যদি নিজ নামে থাকে)
2. অন্য ঋণ (যদি নিজ নামে থাকে)।
★ ব্যবসা
1. ব্যাংক স্টেটমেন্ট (গত একবছরের)
2. ব্যালেন্স শীট (বর্তমানে)
3. ইনকাম স্টেটমেন্ট (গত একবছরের)
4. ট্রেড লাইসেন্স
অনলাইনে রিটার্ন জমা দেওয়ার কয়েকটি সুবিধা-
১) তাৎক্ষনিক সনদপত্র পাওয়া যায়।
২) আয়কর হিসাব সিস্টেম নির্ভুল ভাবে করে ফলে অডিট হওয়ার সম্ভবনা নাই বললেই চলে।
৩) যে কোন স্থান হতে যে কোন সার্কেল/কর অঞ্চলের রিটার্ন জমা দেওয়া যায়।
৪) ফাইল/নথি হারানোর সম্ভবনা থাকে না।
৫) আপনি বিগত যে কোন বছরের ফাইল সিস্টেমে পাবেন।
৬) ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা থাকে।
৭) ফাইল ট্রান্সফার করার ঝামেলা নাই।