ছেড়া টাকা পরিবর্তন করুন সহজেই ব্যাংক থেকে । ছেড়া আগুনে পোড়া টাকার নোট নিয়ে চিন্তা নেই

অনেক সময় দেখা যায় যে আমাদের কাছে হয়তো বা কিছু ছেঁড়াফাটা নোট বা পুড়ে যাওয়া টাকার নোট থাকে। অনেকেই জানেন না যে এই নোটগুলো কিন্তু পরিবর্তন যোগ্য এবং এর বিনিময়ে আপনি আবারো অর্থ পাবেন। অনেকে রাস্তার পাশে থাকা নোট বিক্রি করার মানুষের কাছ থেকে ছেঁড়াফাটা নোট বা পুরা নোটগুলো পরিবর্তন করে নাই এতে অনেক কম পরিমাণ ভেলু পেয়ে থাকে। এ কারণে বাংলাদেশ ব্যাংক ছেঁড়াফাটা নোট পরিবর্তনের জন্য নতুন একটা পরিপত্র ঘোষণা করেছে। যার মাধ্যমে বাংলাদেশের সকল সরকারি বেসরকারি ৬০ থেকে ৭০ টার মতো তফসিল ভুক্ত ব্যাংকগুলো এখন থেকে সেরা ফটো নোট পরিবর্তন করে দিতে বাধ্য। ছেঁড়াফাটা নোট পরিবর্তন করলে কি পরিমান অর্থের মূল্য পাবেন তা জানিয়ে দিব।


যে ধরনের ছেড়া ফাটা পোড়া নোটগুলো ব্যাংকের প্রত্যেক শাখায় জনসাধারনের সহজে দৃষ্টিগোচর হয় এমন স্থানে নোট পরিবর্তন করা যাবে নিম্নোক্ত বিষয়গুলো জেনে নিন

১) ময়লা অবিকৃত নোটের বিনিময়মূল্য জমা গ্রহণকালেই পরিশোধ করা হবে

২) কোন ছেঁড়া নোটের কোন অংশ যদি অনুপস্থিত থাকে এবং বিদ্যমান অংশ যদি ৯০% এর অধিক হয় তবে সেরূপ নোটের সম্পূর্ন বিনিময়মূল্য সরাসরি কাউন্টারের মাধ্যমে প্রদান করা যাবে

৩) কোন নোট যদি একাধিক খন্ডে খন্ডিত না হয় এবং নোটের সম্পূর্ন অংশ বিদ্যমান থাকে তাহলে সে নোটের সম্পূর্ন বিনিময়মূল্য সরাসরি কাউন্টারের মাধ্যমে প্রদেয় হবে

৪) অধিক ছেঁড়াফাটা, অত্যধিক জীর্ণ, আগুনে পোড়া/ঝলসানো/ড্যাম্প এবং ৯০% বা এর চেয়ে কম রয়েছে এমন নোটের বিনিময় মূল্য বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্তি সাপেক্ষে প্রদেয় হবে। মূল্য সংগ্রহের জন্য এসব নোট বাংলাদেশ ব্যাংকে প্রেরণের ডাক বা ক্যুরিয়ার মাশুল নোট জমাদানকারী থেকে আদায়যোগ্য হবে

৫) জালনোট উপস্থাপনকারীকে এবং একাধিক নোটের বিভিন্ন অংশ সংযোজন করে নোট উপস্থাপনকারীকে আইন প্রয়োগকারী কর্তপক্ষের হাতে সোপর্দ করা হবে


কোন ব্যাংকে যদি ছেড়া ফাটা পুড়ে যাওয়া টাকার নোট পরিবর্তন করে দিতে না চায় সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের এই পরিপত্রটি দেখাবেন। তাও যদি পরিবর্তন করে না দেয় সে ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কমপ্লেন হেল্প ডেক্স নাম্বার ১৬২৩৬ এ সরাসরি ফোন দিয়ে সেই ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ করবেন। এক্ষেত্রে আপনি আপনার কাঙ্ক্ষিত সেবাটি অবশ্যই পাবেন আশা করা যায়

 

Related Word : ছেড়া টাকা পরিবর্তন, ছেড়া টাকা কিভাবে পরিবর্তন করবো, টাকা পুড়ে গেছে, ব্যাংকিং,ছেড়া টাকা বদলান সহজেই, bank,ছেড়া টাকার ব্যবসা, bangladesh bank, পুরাতন টাকার নোট পরিবর্তন,ছেঁড়া টাকা কোন ব্যাংক নেয়,fdr, টাকা পুড়ে গেছে কি করবো, dps, ছেঁড়া-ফাটা নোটের বিনিময় মূল্য, ঋণ, আগুনে পোড়া টাকা পরিবর্তন

error: Content is protected !!