আমরা সব সময় বেশিরভাগ ক্ষেত্রেই যে প্রশ্নের সম্মুখীন হয়ে থাকে সেটি হচ্ছে ব্যাংকে অ্যাকাউন্ট করে টাকা রাখলে ব্যাংক অ্যাকাউন্টের বিপরীতে কি পরিমাণ টাকা নিবে এবং গ্রাহকদের টাকা কেটে নেওয়ার বিপরীতে কি পরিমান সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। অনেক ব্যাংক সুযোগ সুবিধার সাথে আবার ভোগান্তিত ফ্রী দিয়ে থাকে।
যেসব প্রকৃতির পেশার ব্যক্তিরা একাউন্ট খুলতে পারবে
১) জুয়েলারি/স্বর্ণের ব্যবসা মূল্যবান ধাতুর ব্যবসা
২) মানি চেঞ্জার কুরিয়ার সার্ভিস/মােবাইল ব্যাংকিং এজেন্ট
৩) রিয়েল এস্টেট ভেলপার এজেন্ট।
৪) নির্মাণ প্রকল্প প্রােমোটার ঠিকানার।
৫) চিত্রকলাতান্টিকের ডিলার
৬) রেস্তোরা/বারনাইট ক্লাব /আবাসিক হােটে/পার্লার ব্যবসা।
৭) রিচ্চ স্কোর
৮) আমদানি/রপ্তানি
৯) জনশক্তি রপ্তনি ব্যবসা
১০) গার্মেন্টস ব্যত্সা গার্মেন্টস এক্সেসরিজ বায়িং হাউজ
১১) ফ্লাইট এটেনডেন্ট
১২) ট্রাস্টি
১৩) শেয়ার স্টক ব্যবসায় বিনিয়ােগকারী।
১৪) সফটওয়্যার ব্যবসা তথ্য ও প্রযুক্তি ব্যবসা।
১৫) একুপট্রিটস (বাংলাদেশে কর্মরত বিদেশী ব্যক্তি)
১৬) ট্রাভেল এজেন্ট
১৭) বার্ষিক ১ কোটি টাকার অধিক অর্থ লীকরী ব্যবসায়ী
১৮) ফ্রেইট/ শিপিং কার্গো এজেন্ট
১৯) অটো ব্যবসা (নতুন রিকন্ডিশান গাড়ী)
২০) ব্যবসা ( চামড়া ও চামড়াজাত পণ্য)
২১) পেশাজীবী (সাংবাদিক, আইনজৰী, ডাঙ্গর, ইঞ্জিনিয়ার, চার্টার্ড একাউনটেন্ট)
২২) বাড়ী নির্মান সামগ্রীর ব্যবসা
২৩) ডিরেক্টর (প্রাইভেট পাবলিক লিমিটেড কোম্পানি )
২৪) বহুজাতিক প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা
২৫) গৃহিণী।
২৬) তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে চাকুরি
২৭) খেলােয়াড়। মিডিয়া সেলিব্রেটি প্রডিউসর নির্মাতা
২৮) ফ্রিল্যান্স সফটওয়্যার ডেভেলপার
২৯) ব্যবসা-এজেন্ট
৩০) সরকারী চাকুরী
৩১) ৰাড়ি ওয়ালা
৩২) সুতা ব্যবসায়ী | ঝুট ব্যবসায়ী
৩৩) পরিবহন অপারেটর
৩৪) তামাক ও সিগারেটের ব্যবসা
৩৫) বিনােদনকারী প্রতিষ্ঠান/পার্ক
৩৬) মােটর পার্টস / ওয়ার্কস এর ব্যবসা
৩৭) প্রাইভেট সার্ভিস ম্যানেজারিয়াল
৩৮) শিক্ষক (সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠান)
৩৯) চাকুরী (বেসরকারী)
৪০) মুদ্র ব্যবসায়ী বার্ষিক টার্নওভার ৫০ লক্ষ টাকার নীচে)
৪১) স্ব-উদ্যোগী পেশাজীবী
৪২) কম্পিউটার মেইল ফোনের ডিলর।
৪৩) উৎপাদনকারী (অন্ত্র ব্যতীত)।
৪৪) ছাত্র
৪৫) চাকুরী হতে অবসর গ্রহকারী
৪৬) কৃথিবী/ শ্রমৰ মৎসঞ্জীবী
৪৭) অন্যান্য (সুনির্দিষ্টভাবে উল্লেখ করুন)।
ব্যাংক একাউন্ট যেকোনো সময় খোলা যায়, ঠিক তেমনি ভাবে একজন গ্রাহক চাইলেই ব্যাংক একাউন্ট যেকোনো সময় আবার বন্ধ করে দিতে পারেন। ব্যাংক একাউন্ট যা প্রয়োজন
১) নরমাল সেভিং একাউন্ট খোলার জন্য অবশ্যই সর্বনিম্ন ৬০০ টাকা এবং SND একাউন্ট খুলতে ২১০০ টাকা দিয়ে একাউন্ট খুলতে হয়।
২)যিনি অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্টধারীর জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন ফটোকপি এর প্রয়োজন হবে।
৩)অ্যাকাউন্ট ধারীর দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, যা অবশ্যই গ্রাহক কর্তৃক সত্যায়িত হতে হবে।
৪)নমিনির জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন ফটোকপি ফটোকপি।
৫) একাউন্টিং যদি SND ধরনের হয়ে থাকে, তাহলে অবশ্যই অ্যাকাউন্টধারীর টিন সার্টিফিকেট এর প্রয়োজন হবে।
৬) অ্যাকাউন্টধারীর SND একাউন্টের ক্ষেত্রে প্রতিষ্ঠান সিল এর প্রয়োজন হবে।
৭) SND একাউন্টে গ্রাহকের ট্রেড লাইসেন্স এর ফটোকপি অবশ্যই প্রয়োজন হবে
৮) নমিনির ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, যা গ্রাহক কর্তৃক সত্যায়িত হতে হবে।
Dutch Bangla Bank Account TERMS AND CONDITIONS ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খোলার শর্তাবলী সমূহ
১) তফসিলী ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য রাষ্ট্র বাংলাদেশ ব্যাংকের সকল আইন, নিয়ম, প্রবিধান, রীতিনীতি ও কার্য প্রণালী দ্বারা হিসাব পরিচালিত হবে।
২)হিসাবধারী হিসাব পরিচালনার ক্ষেত্রে প্রযােজ্য সকল নিয়মনীতি ও ট্যারিফ পড়েছেন, কুঝেছেন এবং গ্রহণ করেছেন মর্মে পরিপণিত হবে
৩)প্রত্যেক হিসাব এর এন্য একটি নম্বর দেওয়া হবে যা ব্যাংক বরাবর যে কোন চিঠি, অকুমেন্ট এবং সকল এম পি, চেক ইত্যাদিতে নম্বরটি উল্লেখ করতে হবে । ভুল নম্বর দেওয়ার কারণে কোন প্রকারের ক্ষতি সাধিত হলে সেজন্য ব্যাংক দায়ী থাকবে না।
৪) বাংলাদেশ ব্যাংকের নীতিমালার আলােকে ব্যাংক মুনাফা কমিশন সেবা অথবা হিসাব রক্ষনাবেক্ষণ বাবদ বিভিন্ন সময়ে চার্জ ধার্য্য করবে । হিসাব সংক্রান্ত সম্ভাব্য ব্যয় বা খরচ (আইনগত কি সহ) আদায় করার ক্ষমতা ব্যাংক সংরক্ষণ করবে । মেয়াদ পূর্তির পূর্বে কোন মেয়াদী আমানত বিশেষ স্কীম ভাঙানাে হলে, ব্যাংক প্রয়ােজনে জরিমানা চার্জ কর্তন করতে পারবে।
৫) গ্রাহকের অএ ব্যাংকের যে কোন হিসাবে যদি টাকা থাকে তবে তা গ্রাহকের যে কোন বর্তমান বা ভবিষ্যত অঙ্গীকার কিংবা দায় এর বিপরীতে জামানত হিসাবে বিবেচিত হবে। হার্দ গ্রাহকের দায় পরিশােধ অঙ্গীকার এর শর্ত পূরণ না হয় বা প্রত্যাখ্যাত হয় তাহলে কোনরূপ পূর্ব সতর্কীকরন ব্যতীত গ্রাহক এর অন্য হিসাবে বিদ্যমান অর্থ থেকে সমস্বয়ের মাধ্যমে সংশ্লিষ্টি দায় অঙ্গীকার পূরনে পরিশােধে ব্যবহার করা হবে।
৬) যদিও ব্যাংক কঠোরভাবে প্রাহকের হিল ও ব্যবসা সংক্রান্ত যাবতীয় তথ্যের গােপনীয়তা সংরক্ষণ করে তথাপি ব্যাংক নিােক্ত প্রতিষ্টান সমূহকে তাদের চাহিদা মোতাবেক প্রাহকের হিসাব সংক্রান্ত প্রসঙ্গিক তথ্য প্রাশ করার অধিকার সংরক্ষণ করে।
ক) যে কোন ক্ষমতাপ্রাপ্ত নিয়ন্ত্রক সংস্থা, তত্ত্বাবধানকারী, সরকারী কর্তৃপক্ষ অথবা আধা সররী কর্তৃপক্ষ।
খ) আদালত কর্তৃক আদিষ্ট যে কোন ব্যক্তি প} ব্যাংকের নিবিড় তত্ত্বাবধানে পরিচালিত সার্ভিস সরবরাহকারী কর্মীর সীমিত ব্যবহার।
৭) হিসাবধারী ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, চেক বই পাসওয়ার্ড ইত্যাদির ক্ষেত্রে নিরাপছু ব্যবস্থা গ্রহন করবেন এবং তার নিরাপত্তা ক্লানত অলসতার কারনে চেক বা কার্ডের মাধ্যমে সৃষ্ট চেক, এটিএম ও ক্রডিট কার্ড, পাসওয়ার্ড ইত্যাদি হারিয়ে গেলে কিংবা কোন অপব্যবহার হলে হিসাবধারাক সাথে সাথে তা ব্যাংকে জানাতে হবে এবং পরবর্তীতে লিখাবে উক্ত হারিয়ে যাওয়র বিষয়েঁ নিশ্চিত করতে হবে । চেক বই ‘ওঁ এটিএম কার্ড যথযথ্য যাচাই প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত সরবরাহ করা হবে না।
৮) যদি কোন হিসাবের লেনদেন ব্যাংকের মতে সন্তোষজনক না হয় অথবা অন্য যে কোন কারনে পূর্ব ঘােষণা ছাড়াই ব্যাংক উক্ত হিসাব বন্ধ করার অধিকার রাখে। এ বিষয়ে ব্যাংকের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এবং হিসাবধারী তা মেনে নিতে বাধ্য থাকবে
৯) হিসাবের স্থিতি শুধু ডাচ্-বাংলা ব্যাংকে পরিশোধযোগ। এবং এই বাংলাদেশের প্রচলিত আইন পরিচালিত ছবে। এখানে “ই” বলতে ব্যাংকের বিজ্ঞপ্তি, **ধর্মী এবং সকা ও শাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ব্যাংকের প্রচলিত নিয়ম বোঝায়।
১০) প্রয়ােজনীয় শর্ত সমূহে হিসাবধারার লিখিত সম্মতি ব্যতিরেকে জটিল মাধ্যমে (যেমন- ফোন, ফ্যাক্স, ইমেইল, ইনটারনেট ব্যাংকিং, মােবাইল ব্যাংকিং প্রভৃতি) প্রেরিত হিসাবধারীর নির্দেশ ব্যাংক স্বয়ংখ্রিয়ভাবে সম্পাদন করতে বাধ্য থাকবে না।
১১) একটি নির্দিষ্ট সময় হিসাব নিক্রিয় থাকলে হিসাবটিকে “সু” এবং“অদাবীকৃত” শ্রেণীভুক্ত করা হবে এবং হিসাবধারীর নিরাপত্তার স্বার্থে হিসাবের পরিচালনা সীমিতকরণ করা হবে । হিসাবটি পুনরায় সচল সক্রিয় করার জন্য ব্যাংক কর্তৃক হিসাবধারীর “ due diligence” করা প্রয়ােঞ্জন । ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ৩৫ নং ধারায় বর্ণিত “অদাবীকৃত জমা” এর বিধান অনুযায়ী ব্যাংক যথাসময়ে ব্যবস্থা নিবে।
১২) হিসাবের স্বত্ত্বাধিকারী স্বাক্ষরকারীদের মধ্যে উদ্ভুত মতানৈক্য এর ক্ষেত্রে ব্যাংকের সন্তুষ্টি সাপেক্ষে, স্বত্ত্বাধিকারী স্বাক্ষরকারীলের সবসম্মতিক্রমে শিখিত নির্দেশনা না পাওয়া পর্যন্ত, ব্যাংক হিসাব পরিচালন স্থগিত করতে পারবে।
১৩)হিসাবধারী তার লেনদেন, ব্যাংক কর্তৃক প্রেরিত খুদে (SMS)বার্তা ও হিসাব বিবরণী নিয়মিতভাবে যাচাই/নিরীক্ষা করবেন এবং কোনরকম অসামঞ্জস্যতা পেলে তাৎক্ষনিক লিখিতভাবে ব্যাংককে অবহিত করবেন।
১৪) মানিলন্ডারিং সন্ত্রাস প্রতিরােধ, ঘুষ ও দুর্নীতি প্রতিরােধ, অর্জিাতিক নিষেধাজ্ঞা (সেংশান), বৈদেশিক মুদ্রাবিনিময় এবং করারােপ বিষয়ে অর্ন্তজাতিক ও জাতীয় বিধান প্রতিপালনে কোন লেনদেন প্রক্রিয়াকরনে বা প্রত্যাখ্যানকরনে ব্যাংকের অতিরিক্ত দলিলাদি, তথ্য এবং সময় প্রয়োজন হতে পারে। গ্রাহক এ বিষয়ে পূর্ণসহযােগীতা প্রদানে, প্রয়োজনীয় দলিলাদি সরবরাহকনে অঙ্গীকারাবদ্ধ থাকবেন এবং সংবিধিবদ্ধ বিধিনিষেধে সম্মত থাকবেন।
১৫) হিসাবধারী এ ব্যাপারে সম্মত আছেন যে, মৃত ব্যক্তির ব্যাংক হিসাবের অবশিষ্ট টাকা ব্যাংক এর রেকর্ড মােতাবেক যাকে নমিনী মনােনয়ন দেয়া আছে, তিনি পাবেন । অন্য কোন দাবি উত্থাপিত হলে তা নিস্পত্তি করা নমিনীর দায়িত্ব এবং এরূপ ক্ষেত্রে ব্যাংক সম্পূর্ণ দায়মুক্ত থাকবে । যৌথ হিসাবের ক্ষেত্রে একজন হিসাবধারী মারা গেলে, যিনি বেঁচে থাকবেন তিনি পাবেন। যদি সকল হিসাবধারীই একই সময়ে মারা যান, সেক্ষেত্রে ব্যাংক এর রেক মােতাবেক যাকে নমিনী মনােনয়ন দেয়া আছে, তিনি পাবেন। নমিনী মনােনয়ন দেয়া না থাকলে, হিসাবধারীদের আইনগত উত্তরাধিকার(রা) তা পাবেন ।
১৬) এটর্ণী হােল্ডার বা ডেলিগেট, মুল-হিসাবধারীর হিসাব বন্ধকরন অথবা হিসাবের বিপরীতে স্বীয় নামে কোন ব্যাংকিং সুবিধা (স্থানীয় বা বৈদশিক মুদ্রায়) গ্রহন করতে পারবেন না ।
১৭) হিসাবধারী এই ব্যাপারে সম্মত আছেন যে, তিনি দেশের বাইরে অবস্থান করলে (অনিবাসী বাংলাদেশীর ক্ষেত্রেও GFET অনুসারে – প্রকৃত হিসাবধারী দেশের বাইরে অবস্থারত অবস্থায় টাকা-হিসাবে লেনদেন সীমিতকরণ করা হবে । হিসাবধারী দেশে সাময়িক বা স্থায়ীভাবে প্রত্যাবর্তনের পর হিসাবটি নিবাসী হিসাব রূপে চিহ্নিত করার জন্য এবং দেশের বাইরে সাময়িক বা স্থায়ীভাবে প্রস্থানের পর হিসবটি অনিবাসী হিসাব রূপে চিহ্নিত করার জন্য ব্যাংককে অবিলমে অবহিত করতে সম্মত আছেন।
১৮) পগ্রাহক এ বিষয়ে সম্মতি দান করছেন যে, তিনি তার হিসাবের সকল তথ্য হালনাগাদ রাখবেন এবং তার হিসাবের সাথে সম্পর্কিত যে কোন গুরুত্বপূর্ণ দলিলাদি বা তথ্য সমূহে যে কোন পরিবর্তন সাধিত হলে,তা অবিলম্বে ব্যাংককে অবহিত করবেন এই ব্যাপারে গ্রাহকের কোন প্রকার ব্যর্থতা বা অপারগতার জন্য তথ্য হালনাগাদ না থাকলে, তার জন্য ব্যাংক কোন প্রকারে দায়বদ্ধ থাকবে না ।
১৯) ব্যাংক যে কোন সময় হিসাবধারীকে পৃথকভাবে অথবা বিজ্ঞপ্তির মাধ্যমে পূর্ব ঘােষণাসহ বা পূর্ব ঘােষণা ছাড়াই বর্তমান নিয়মনীতি শর্তাবলী সংশােধন করার অধিকার সংরক্ষণ করে ।
Related Word
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খোলার ফরম, Dutch bangla bank interest rate, অনলাইনে ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খোলা,dutch Bangla bank snd account details, dbbl rocket, অনলাইন ব্যাংক একাউন্ট, ডাচ বাংলা ব্যাংক শিক্ষা বৃত্তি, open a student bank account bd,dbbl dps, ডাচ বাংলা ব্যাংক লোন, ব্যাংক একাউন্ট খোলার জন্য কি কি লাগে, ডাচ বাংলা ব্যাংক সুদের হার, nexuspay, dbbl, agent banking account, একাউন্ট খুলুন, Bank loan information bangla, Dutch Bangla bank student account, how to open bank account, ব্যাংক চাকরি সারকুলার,dbbl bank account balance check, ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খোলার নিয়ম,dutch Bangla bank saving account details,Dutch Bangla bank free Visa Card,ডচ বল ব্যক এইচ এস স শক্ষ বৃত্ত ২০১৮, Dutch Bangla bank free MasterCard,ডাচ বাংলা ব্যাংক একাউন্ট ওপেন নিয়ম, ডাচ বাংলা ব্যাংক একাউন্ট নাম্বার দেখার নিয়ম,dbbl agent banking account fees,How to open a bank account in DBBL,ব্যাংক একাউন্ট মুনাফার হার,