ব্যাংক একাউন্ট বন্ধের কথা ভাবছেন ? ব্যাংক একাউন্ট ক্লোজিং চার্জ
যদি কেউ ব্যাংক একাউন্ট ব্যবহার না করে সে ক্ষেত্রে অবশ্যই উচিত একাউন্ট বন্ধ করে দেওয়া । তাছাড়া ব্যাংক একাউন্ট ব্যবহার না করে সচল রাখলে তাতে বিভিন্ন চার্জ ব্যাংক কেটে থাকে, এক্ষেত্রে আপনার জরিমানা পর্যন্ত বিভিন্ন ধরনের ব্যাংক করতে পারে, বাংলাদেশের প্রেক্ষাপটে এটি না হলেও উন্নত দেশ গুলোতে হয়ে থাকে ।
১) একাউন্ট মেইনটেইন/মেইনটেন্যান্স চার্জ+১৫% ভ্যাট ।
৩) এসএমএস এলার্ট চার্জ (sms banking charge) + ১৫% ভ্যাট ।
৪) এটিএম চার্জ ( ATM Wire Transfer Fees) + ১৫% ভ্যাট ।
৫) internet banking charge + ১৫% ভ্যাট ।
৬) এটিএম কার্ড চার্জ (Debit Card or Credit Card) + ১৫% ভ্যাট ।
৭) চেক বই চার্জ + ১৫% ভ্যাট ।
৮) সেভিং একাউন্ট বন্ধের চার্জ ২০০ টাকা + ১৫% ভ্যাট ও কারেন্ট একাউন্ট বন্ধের চার্জ ৩০০ টাকা + ১৫% ভ্যাট ।
একাউন্ট বন্ধ হলে, যে ব্যাংকে একাউন্ট আছে, সে ব্যাংকে যেতে হবে ও কাউন্টারে গিয়ে বলতে হবে একাউন্ট বন্ধ করবেন । তাহলে কাউন্টার থেকে ফরম ধরিয়ে দেওয়া হবে একটি, তা পূরণ করে জমা দিতে হবে । এছাড়াও উল্লেখযোগ্য কিছু ডকুমেন্টস এর মধ্যে, রয়েছে যদি ব্যাংক থেকে একাউন্টের বিপরীতে চেক বই বা ডেবিট কার্ডবা ক্রেডিট কার্ড বা এটিএম কার্ড নিয়ে থাকেন বা অন্যান্য দলিলপত্র নিয়ে থাকলে সেগুলো ব্যাংকে পুনরায় ফেরত দিতে হবে । আর যদি ব্যাংক থেকে কোন সার্ভিস এক দিনের জন্যও নিয়ে থাকেন, তাহলে সেটার চার্জ পরিশোধ করে একদিনের মাঝের একাউন্ট বন্ধ করে দেওয়া হবে । ব্যাংক ভেদে একাউন্টের ধরণের ওপর নির্ভর করে একাউন্ট বন্ধের চার্জ কিছুটা কম বেশি হতে পারে । অনেক ব্যাংক আছে একাউন্ট বন্ধের জন্য আবেদন পত্র লিখতে হয় ।