এখন চাইলে যেকোন দেশ থেকে মাত্র ১ মিনিটেই আপনার বিকাশ একাউন্টে টাকা নিয়ে আসতে পারবেন। কেননা বিকাশ অফিসিয়ালি Payoneer এর সঙ্গে চুক্তি করে যেকোন দেশ থেকে টাকা আনা সহজ করেছে আরো সহজ করেছে।
প্রথমেই জেনে নেয়া যাক Payoneer কি ?
Payoneer হচ্ছে আমেরিকার এমন একটা আর্থিক প্রতিষ্ঠান, যারা অনলাইনে টাকা পয়সায় এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তরের সুবিধা দিয়ে থাকে।
আপনার Payoneer অ্যাকাউন্ট থেকে বিকাশ একাউন্টে টাকা নিয়ে আসার লিমিট কত এবং নির্ধারিত চার্জ কত ?
১) Payoneer থেকে বিকাশ একাউন্টে দৈনিক সর্বোচ্চ ১০ বার লেনদেন করতে পারবেন। প্রতি লেনদেনে দৈনিক সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ ১ লক্ষ ২৫ হাজার টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন।
২) Payoneer থেকে বিকাশ একাউন্টে মাসিক সর্বোচ্চ ৫০ বার লেনদেন করতে পারবেন। প্রতি লেনদেনে দৈনিক সর্বনিম্ন ১ লক্ষ ২৫ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৪ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন।
চার্জ প্রতিবার Payoneer অ্যাকাউন্ট থেকে বিকাশ একাউন্টে ফান্ড উইথড্র করার জন্য Payoneer কর্তৃপক্ষ প্রতি ট্রান্সকেশনে এমাউন্টের উপর ২% চার্জ কর্তন করে থাকবে। এখানে বিকাশ ও বাংলাদেশ সরকার কোন ধরনের চার্জ কর্তন করছে না বর্তমান মুহূর্তে।
এখন আপনি চাইলে আপনার বিকাশ অ্যাপ্স এ ঢুকে লগইন করে, More/আরো অপশন থেকে Remittence/রেমিটেন্স নামে অপশনে ক্লিক করে Payoneer অপশনে গিয়ে সরাসরি আপনার বিকাশ একাউন্ট Payoneer একাউন্টের সঙ্গে লিংক করে নিতে পারবেন। কিভাবে লিংক করবেন এ সম্পর্কে জানতে এই ভিডিওটি দেখে নিন। পেওনিয়ার থেকে বিকাশে টাকা নেওয়ার নিয়ম ফ্রিল্যান্সিংয়ের টাকা বিকাশ
Payoneer থেকে বিকাশে টাকা আনার সুবিধা
Payoneer একাউন্ট/কার্ড থেকে বিকাশ একাউন্টে দিন রাত 24 ঘন্টা ফান্ড উইথড্র করা যাবে। মাত্র ১ থেকে ২০ মিনিটে Payoneer থেকে বিকাশে টাকা চলে আসবে, যেখানে Payoneer একাউন্ট থেকে ব্যাংকের মাধ্যমে টাকা আনতে গেলে দুইদিন অপেক্ষা করতে হয়। যদিও মাস্টার কার্ড সাপোর্টেট এটিএম থেকে Payoneer কার্ড দিয়ে টাকা ট্রান্সফার করা যায়, তবে সেখানে কিছুটা চার্জ রয়েছে।
Payoneer থেকে বিকাশে টাকা আনার অসুবিধা
টাকা তো বিকাশ একাউন্টে চলে আসলো কিন্তু সেই টাকাটি এজেন্টের মাধ্যমে ক্যাশ আউট করতে বিকাশ অ্যাপস ব্যবহারের ক্ষেত্রে হাজারে ১৭ টাকা কাটবে। যদি আগেও Payoneer থেকে বিকাশে ফান্ড উইথড্র করতে কিন্তু ২% পার্সেন্ট চার্জ কেটেছে অর্থাৎ গ্রাহকদের প্রায় ৪% শতাংশ চার্জ কিন্তু এখানেই যাচ্ছে শুধুমাত্র টাকাটি হাতে পেতে।
যেখানে ব্যাংকিং চ্যালেন ব্যবহার করেন Payoneer একাউন্ট থেকে ব্যাংকে টাকা আনতে শুধু মাত্র ২% চার্জ দিতে হয়, Payoneer থেকে ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে টাকা হাতে দুইদিন অপেক্ষা করতে হয়, কিন্তু এখানে বিকাশ একাউন্ট থেকে এজেন্টের কাছে ক্যাশ আউট করে আরো ১.৭% চার্জ বেশি দিতে হচ্চে।
হাতে টাকা পয়সা না থাকলে, এমার্জেন্সি মুহূর্তে Payoneer থেকে বিকাশ একাউন্টে টাকা নিয়ে আসা যেতে পারে। তাছাড়া Payoneer থেকে বিকাশ একাউন্টের সরাসরি টাকা আনার কোনো ধরনের প্রশ্নই ওঠে না অতিরিক্ত ১.৭% চার্জ দিয়ে।
ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে যেখানে বিভিন্ন মার্কেটপ্লেস থেকে বাংলাদেশে ব্যাংকিং চ্যানেলে ব্যবহার করে টাকা আনলে প্রতি লক্ষে ৪% বা ৪০০০ টাকা ইনসেটিভ বোনাস পাওয়া যায় বা প্রতি ১০০ টাকায় ৪ টাকা ইনসেটিভ বোনাস পাওয়া যায়। কিন্তু বিকাশে সেখানে কোন ইনসেটিভ বোনাস পাওয়া যাবে না।
KW bkash, Bkash to payoneer, Fund transfer, payoneer, Payoneer mastercard, Payoneer to Bkash, Payoneer to Bkash Account Money Withdraw, Payoneer to Bkash exchange, Payoneer to Bkash fund transfer charge, Payoneer to Bkash linked, Payoneer একাউন্ট করার নিয়ম পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার নিয়ম, Payooner Bkash Account Linked, বিদেশ থেকে টাকা আনার নিয়ম,Payoneer Account to Bkash Account Money Withdraw Bangladesh, bkash,mastercard