সেরা ডিপিএস ! একটি কিস্তি দিয়ে মারা গেলে ডিপিএসের পুরো টাকা পাবেন

আপনি যদি একটা কিস্তি দিয়েও মারা যান তবুও আপনি পাবেন ৯ লক্ষ ৪৬ হাজার টাকার বেশি । হ্যাঁ এমনি ডিপিএস চালু করেছে এনআরবি ব্যাংক বাংলাদেশ লিমিটেড । যেটা হয়তো বা অন্যান্য ডিপিএস থেকে কিছুটা আলাদা । আজকে আমি আপনাদেরকে জানাবো এনআরবি গ্লোবাল ব্যাংকের এই মন্থলি ডিপিএস সম্পর্কে । আপনি কি কি সুবিধা পাচ্ছেন ? কিভাবে করবেন ? এখানে কত টাকা রাখলে কি পরিমান লাভ পাবেন ।
এনআরবি ব্যাংকের এই প্রোডাক এর নাম Monthly Secure DPS । এর বৈশিষ্ট্য সূমহ
১) এই প্রোডাকের আওতায় ডিপিএস করে মারা গেলে ডিপিএসের সব কিস্তি দেওয়ার পর গ্ররাহ যে পরিমাণ  টাকা ফেরত পেতেন তা দেয়া হবে নমিনীকে ।
২) সর্বনিম্ন ৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১৩০০০ টাকা ডিপিএস খোলা যায় পাঁচ বছর মেয়াদি ।
৩) সর্বনিম্ন ৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫০০০ টাকা ডিপিএস খোলা যায় দশ বছর মেয়াদি ।
৪)  এই ডিপিএসে রয়েছে আকর্ষণীয় মুনাফার হার যেটা অন্যান্য ব্যাংকের চেয়ে অধিক পাওয়া যায় ।
৫) মেয়াদ শেষ হওয়ার আগেও এই ডিপিএস কি ভাঙ্গা যায় ।
৬) জমার উপর চাইলে আপনি এখান থেকে ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন ৯০% থেকে ৮০% , তবে শর্ত প্রযোজ্য ।
একাউন্ট খোলার যোগ্যতা :
১)  অ্যাকাউন্টটি খুলতে আপনার বয়স সর্বনিম্ন ১৮ থেকে ৬০ এর মধ্যে হতে হবে ।
২)  আপনাকে অবশ্যই বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক কিংবা বাংলাদেশের নাগরিক হতে হবে ।
৩)  এটি করার জন্য অবশ্যই এনআরবি ব্যাংকে আপনার একটা সেটিং কিংবা কারেন্ট একাউন্ট থাকতে হবে ।
মাসিক কিস্তি, মেয়াদ ও মুনাফার পরিমাণ দেখে নিন ।
পেপারস সূমহ : 
১) একাউন্ট খোলার জন্য আপনার এবং নমিনির ২ কপি পাসপোর্ট সাইজের ছবি ।
২) আপনার এবং নমিনির জাতীয় পরিচয় পত্র অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট যেকোনো একটি ফটোকপি প্রয়োজন হবে ।
৩) অ্যাকাউন্টধারীর বাসার ইলেকট্রিক বিল এর ফটোকপি গ্যাস পানি কিংবা বিদ্যুৎ যেকোনো একটা বিরাট ফটোকপির প্রয়োজন হবে ।
বিশেষ দ্রষ্টব্য :
১) আপনি যদি মাসিক কিস্তি সঠিক সময় পরিশোধে ব্যার্থ হোন  তবে সে ক্ষেত্রে ২ শতাংশ হারে জরিমানা দিয়ে, বকেয়া কিস্তির টাকা প্রদান করতে হবে ।
২) পরপর তিন মাস কিস্তিতে ব্যর্থ হন সেক্ষেত্রে অবশ্যই এই স্কিমটি বন্ধ হয়ে যাবে এবং এক্ষেত্রে আপনার এনআরবি ব্যাংকের সঞ্চয়ী কিংবা কারেন্ট একাউন্টে স্কিমের টাকা চলে যাবে মুনাফাসহ এবং সেক্ষেত্রে অবশ্যই ব্যাংকের নিয়ম নীতি অনুসরণ করেই মুনাফা দেওয়া হবে আপনাকে ।
৩)   মুনাফার টাকার উপর অবশ্যই সরকারিভাবে এবং ট্যাক্স কাটা হবে, আসল টাকার উপর নয় । সর্বোচ্চ ১৫%
error: Content is protected !!