ডাকঘর সঞ্চয় ব্যাংকে দুই ধরনের অ্যাকাউন্ট রয়েছে, সাধারণ হিসাব এবং মেয়াদী হিসাব। সঞ্চয়ী সাহেব এবং মেয়াদী হিসাব সকল শ্রেণীর ও পেশার বাংলাদেশের নাগরিক খুলতে পারে।নাবালকের নামেও খোলা যায়
ডাকঘর সঞ্চয় ব্যাংকের সাধারণ হিসেবে ১০ লক্ষ টাকা একক নামে এবং যৌথ নামে ২০ লক্ষ টাকা বিনিয়োগ করা যায়। সর্বনিম্ন ৩৩ টাকা দিয়ে একাউন্ট খোলা যায় যে কোন মাসে টাকা রাখতে পারবেন। মুনাফার ৭.৫% একমাস পর পর এখান থেকে মুনাফা উত্তোলন করা যায়।
ডাকঘর সঞ্চয় ব্যাংকের মেয়াদী হিসেবে ১০ লক্ষ টাকা একক নামে এবং যৌথ নামে ২০ লক্ষ টাকা বিনিয়োগ করা যায়। সর্বনিম্ন ৩৩ টাকা দিয়ে একাউন্ট খোলা যায়। মেয়াদী হিসাবে এর অ্যাকাউন্টের মেয়াদ তিন বছর। এখান থেকে মুনাফা পাওয়া যায় ১১.২৮% হারে । ছয় মাস পর পর মুনাফা উত্তোলন করা যায় অথবা ৬ মাস পরপর না করেও মেয়াদ শেষে মুনাফা উত্তোলন করতে পারবেন একবারে।
প্রতি লাখে ১ মাস পর পর মুনাফা সাধারণ হিসাব
হিসাবের নাম | মুনাফার হার | মুনাফা পাওয়ার সময় | মুনাফার পরিমাণ | মুনাফার ওপর ১০% ট্যাক্স | ট্যাক্স কাটার পর মুনাফা |
সাধারণ হিসাব | ৭.৫% | প্রতি মাসে | ৬২৫ টাকা | ৬২.৫০ টাকা | ৫৬২.৫০ টাকা |
প্রতি লাখে মেয়াদ শেষে মুনাফা মেয়াদী হিসাব
মুনাফার হার | মুনাফা পাওয়ার সময় | মুনাফার পরিমাণ | মুনাফার ওপর ১০% ট্যাক্স | ট্যাক্স কাটার পর মুনাফা | |
১ বছর | ১০.২০% | মেয়াদান্তে | ১০,২০০ টাকা | ১২০০ টাকা | ৯,১৮০ টাকা |
২ বছর | ১০.৭০% | মেয়াদান্তে | ২১,৪০০ টাকা | ২১৪০ টাকা | ১৯,২৬০ টাকা |
৩ বছর | ১১.২৮% | মেয়াদান্তে | ৩৩,৮৪০ টাকা | ৩৩৮০ টাকা | ৩০,৪৫৬ টাকা |
প্রতি লাখে ৬ মাস পর পর মুনাফা মেয়াদী হিসাব
হিসাবের মেয়াদ | মুনাফার হার | মুনাফা পাওয়ার সময় | মুনাফার পরিমাণ | মুনাফার ওপর ১০% ট্যাক্স | ট্যাক্স কাটার পর মুনাফা |
১ বছর | ৯% | প্রতি ৬ মাসে | ৪৫০০ টাকা | ৪৫০ টাকা | ৪০৫০ টাকা |
২ বছর | ৯.৫০% | প্রতি ৬ মাসে | ৪৭৫০ টাকা | ৪৭৫ টাকা | ৪২৭৫ টাকা |
৩ বছর | ১০% | প্রতি ৬ মাসে | ৪৫০০ টাকা | ৫০০ টাকা | ৪৫০০ টাকা |
সাধারণ হিসাব ও মেয়াদী হিসাবের বিশেষ নিয়ম
মেয়াদী হিসাবে টাকা রাখার ছয় মাস আগে টাকা উত্তোলন করলে কোন মুনাফা দেওয়া হবে না
সাধারণ হিসাবে টাকা রাখার একমাস পার সবার আগে টাকা উত্তোলন করলে কোন মুনাফা দেওয়া হবে না
নমিনী নিয়োগ করা যায় তবে যেকোনো সময় পরিবর্তন বা বাতিল করা যায় না
স্বয়ংক্রিয় পুরনো বিনিয়োগ সুবিধা পাওয়া যায়
৫ লক্ষ এর বেশি বিনিয়োগ করলে রিটার্ন প্রদানের প্রমাণ পত্র বা অ্যাকনলেজমেন্ট স্লিপ লাগবে না পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে কোন টিম সার্টিফিকেটের দরকার হয় না
১ লক্ষ ৯৯ হাজার ৯৯৯ টাকা পর্যন্ত নগদ টাকা দিয়ে উত্তোলন করা যাবে তার উপরে হলে এমআইসিআর চেকের মাধ্যমে জমা দিয়ে কিনতে হবে
বিনিয়োগ করার জন্য বিনিয়োগকারী এবং নমিনির দুই কপি পাসপোর্ট সাইজের ছবি বিনিয়োগকারী এবং নমিনীর এনআইডির ফটোকপি এবং একটি একটি ফোন নাম্বারের প্রয়োজন হবে