ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং পয়েন্টে মেয়াদী আমানত করে ৩ মাস, ৬ মাস ও ১ বছর অন্তর মুনাফা অর্জনের সুযোগ থাকছে। ১৮ বছর বা এর চেয়ে বেশি বয়সী নারী পুরুষ এই একাউন্ট খুলতে পারবে। এজন্য জাতীয় পরিচয়পত্র এর ফটোকপি ও পাসপোর্ট সাইজের ছবির দরকার হবে। মিনিমাম ১০ হাজার টাকা থেকে শুরু করে এর গুণিতক যে কোন পরিমাণ আমানত রাখা যাবে। অর্থাৎ ১০ হাজারের গুণিতক ২০ হাজার বা ৩০ হাজার বা ১ লাখ বা ২ লাখ বা ১০ লাখ বা ২০ লাখ সর্বোচ্চ ৫০ লাখ পর্যন্ত আমানত রাখার সুযোগ আছে। আপনাদের সুবিধার্থে নিম্মের চাট দেখানো হয়েছে, যা হতে সহজেই বুঝে নিতে পারবেন কত ইনটারেস্ট পাবেন।
Amount BDT | 3 month | 4 month | 12 month |
1 lakh | 1452 | 2946 | 6031 |
2 lakh | 2905 | 5892 | 12063 |
3 lakh | 4357 | 8839 | 18095 |
4 lakh | 5810 | 11785 | 24127 |
5 lakh | 7262 | 14731 | 30159 |
উপরোক্ত মুনাফা TDS কর্তনের আগে। রিটার্ন স্লিপ জমা দিলে মুনাফার লাভের পর ১০% TDS আর রিটার্ন স্লিপ জমা না দিলে ১৫% TDS কাটবে। ১০ লাখের অধিক ডিপোজিটে রিটার্ন প্রদানের একনলেজমেন্ট স্লিপ দরকার হবে, তাছাড়া সম্ভব হবে না।