মোবাইল ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে এখন অনেকটাই বেশি কিন্তু জনপ্রিয় হয়ে দাঁড়িয়েছে, যেহেতু খুবই কম সময়ের মধ্যে অর্থ এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানো যায়। সেই ২০১০ থেকে কিন্তু এই মোবাইল ব্যাংকিং সার্ভিসের শুরু, তবে বর্তমান প্রেক্ষাপটে চলে এসে মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে ক্যাশ আউট চার্জ অনেকটাই বেশি হয়ে যায় এবং যা অনেকের মধ্যে একটা পিরাদায়ক ঘটনা বলতেই পারেন। যদিও নগদের ক্ষেত্রে হয়তো বা অন্যান্য মোবাইল ব্যাংকিং এর থেকে কিছুটা চার্জ কম রয়েছে।
তবে এবার নগদের পক্ষ থেকে সরাসরি অফিসিয়ালি ভাবে ঘোষণা এসেছে, ক্যাশ আউট করার ক্ষেত্রে কোন ধরনের চার্জ দিতে হবে না। নগদ উল্টোদিকে যারা ক্যাশ আউট করবে তাদেরকে চার্জের টাকাটা প্রদান করবে। তো অনেকে হয়তো বা এখানে ভাবতে পারেন নগদ হয়তো বা কোন ব্যাংকের সঙ্গে অ্যাড হচ্ছে। যেমনটা বিকাশ ব্র্যাক ব্যাংকের প্রোডাক্ট। বিষয়টা কিন্তু সেইরকম না। তো এই বিষয়টি সম্পর্কে উপযুক্ত সোর্স জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং সেক্ষেত্রে কত লিমিট ক্যাশ আউট করার সুবিধা থাকতেছে।
গত কয়েকদিন আগে নগদ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এই বিষয়টা সম্পূর্ণ উল্লেখ করে দিয়েছে এবং বাংলাদেশের প্রথম সারির একটা পত্রিকা দ্য ডেইলি স্টারে স্পষ্টভাবে আপডেট এসেছে। নগদের বর্তমান প্রেক্ষাপটে সিও রয়েছেন তিনি বলেছেন ক্যাশ আউট করার ক্ষেত্রে ক্যাশ আউট পয়েন্টে গ্রাহকদের নগদ নিজেই চার্জ দিবে।
তো সেই ক্ষেত্রে এখানে ক্যাশ আউট করার ক্ষেত্রে একটা নির্দিষ্ট লিমিট ধরে দেওয়া হতে পারে এবং সেটা হয়তো বা দেখা যেতে পারে মান্থলি দুই বা তিন হাজার টাকার মতো। ক্যাশ আউট চার্জ ছাড়াই আপনি ক্যাশ আউট করতে পারবেন আর এর উপরে গেলে হয়তো বা ক্যাশ আউট চার্জ প্রযোজ্য হবে। যদিও অল্প পরিমাণ টাকা ক্যাশ আউট করার ক্ষেত্রে আপনার চার্জ দিতে হবে না ভবিষ্যতে।
তবে এটা প্রান্তিক পর্যায়ে মানুষদের জন্য হয়তো বা একটু হলেও ভালো হবে। এই বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এবং এইখান থেকে অনেকটা শক্তপোক্ত ভাবে ধারণা করা হচ্ছে যে এই বিষয়টা কিন্তু এই বছরের মাঝামাঝি না হলে লাস্টের দিকে চালু হওয়ার অনেকটা বেশি সম্ভাবনা রয়েছে।