প্রবাসীদের পাঠানো বৈধ পথে রেমিটেন্স ব্যাংক ঋণ পাওয়ার ক্ষেত্রে প্রবাসী ও তাদের পরিবারের জন্য মুখ্য ভূমিকা পালন করবে। কথাটি শুনে অবিশ্বাস্য মনে হলেও বাংলাদেশ ব্যাংকের সহায়তায় দ্যা সিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রবাসীদের জন্য চালু করেছে এর রেমিটেন্স ঋণ প্রক্রিয়া। এ ঋণ কত টাকা পর্যন্ত নেওয়া যাবে ঋণের সুদের হার কিরকম হবে এক্ষেত্রে কে কারা কোন প্রবাসী পাচ্ছে আপনার প্রশ্নেরও উত্তর পাবেন। কিভাবে ব্যাংক লোন পাওয়া যায় ? ব্যাংক লোন পাওয়ার সহজ উপায় ?
রেমিট্যান্স লোন কারা পাবে অর্থাৎ মনোনীত ব্যক্তি
সিটি ব্যাংক নিয়ে এলো সহজ রেমিট্যান্স লোন। এটি একটি টার্ম লোন, যা মাসিক কিস্তিতে (আসল+সুদ) ফেরতযোগ্য। অভিবাসী ব্যক্তির মনোনীত সদস্যগণ, অনুমোদিত ব্যাংক/বৈধ্য চ্যানেলের মাধ্যমে যারা রেমিট্যান্স গ্রহণ করেন। যেমন: পিতা/মাতা, ভাই/বোন, স্বামী/স্ত্রী, পুত্র/কন্যা, শ্বশুর/শ্বাশুড়ি। বৈধ অভিবাসীদের পাঠানো রেমিট্যান্সের উপর ভিত্তি করে তাদের মনোনীত ব্যক্তিকে রেমিট্যান্স লোন প্রদান করা হয়।
রেমিট্যান্স লোন নিতে গ্রাহকের বয়স
ঋণ আবেদনের সময় সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৬৫ বছর। জামিনদার : ২ জন জামিনদার প্রয়োজন (১জন পারিবারিক এবং ১ জন তৃতীয় পক্ষের)। পারিবারিক গ্যারান্টার হবেন-পিতা/মাতা, ভাই/বোন, স্বামী/স্ত্রী, পুত্র/কন্যা/শশুর/শ্বাশুড়ি।
প্রবাসী অর্থাৎ অভিবাসী কর্মীর কাজের অভিজ্ঞতা বা যোগ্যতা
বিদেশে অভিবাসী কর্মীদের কমপক্ষে ৬ মাসের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
রেমিট্যান্স ঋণের পরিমান ও মেয়াদ
১) ঋণ সীমা ৩০০,০০০ টাকা পর্যন্ত যা পরিশোধ করতে হবে ১২-১৫ মাস এর মাসিক কিস্তিতে।
২) ঋণ সীমা ৩০০,০০১-৮০০,০০০ টাকা পর্যন্ত যা পরিশোধ করতে হবে ১২-২৪ মাস এর মাসিক কিস্তিতে।
৩) ঋণ সীমা ৮০০,০০১- ২,৫০০,০০০ টাকা পর্যন্ত যা পরিশোধ করতে হবে ১২-৩৬ মাস এর মাসিক কিস্তিতে।
রেমিট্যান্স ঋণ গ্রহণের উদ্দেশ্য বা যে প্রয়োজনে ঋণ পাবেন
গৃহপালিত পশু ক্রয়
গৃহপালিত পশু পালন
কৃষি উন্নয়ন ও কৃষি যন্ত্রপাতি ক্রয়
জমি ক্রয়
গৃহ বা বাড়ি ঘর মেরামত বা সংস্কার ইত্যাদি।
রেমিট্যান্স লোনের সুদের হার
সুদের হার বাৎসরিক ৯% (মাসে ৪১২ টাকা সুদ প্রতি লাখে)।
রেমিট্যান্স লোন নিতে যে নথি প্রয়োজন
১) অভিবাসী শ্রমিকদের পাসপোর্ট, ভিসা, ওয়ার্ক পারমিট/ গ্রিন কার্ডের অনুলিপি।
২) যে ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে দেশে টাকা পাঠায়েছেন সেই ব্যাংক একাউন্টের কমপক্ষে ৩ মাস বা ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট। অর্থাৎ সাম্প্রতিক রেমিট্যান্স উত্তোলন রশিদ বা ব্যাংক স্টেটমেন্ট, যা রেমিট্যান্স প্রতিফলিত করে।
৩) আবেদনকারী এবং জামিনদারের এনআইডি (NID) সহ ছবি
৪) সম্পত্তির দলিল, যেমন শিরোনাম দলিল, পর্চা/খতিয়ান, খাজনা রশিদ ইত্যাদি।
৫) অন্য যে কোনো ব্যাংকের প্রয়োজনীয় প্রাসঙ্গিক নথি।
রেমিট্যান্স লোনে ফ্রী জীবন বীমার সুবিধা
জীবন বীমার সুবিধা ১০ লক্ষ টাকা পর্যন্ত। ঋণ পরিশোধের প্রক্রিয়া সমান মাসিক কিস্তি (ইএমআই)
কোথায় পাবেন প্রবাসীরা রেমিটেন্স ঋণ
সিটি ব্যাংকের এজেন্ট পয়েন্টে ও সিটি ব্যাংকের এসএমই শাখায়।
বিস্তারিত তথ্যের জন্য আপনার নিকটবর্তী শাখা অফিসের অফিসারের সঙ্গে যোগাযোগ করুন।
অফিসারের নাম
মোঃ লুৎফুর রহমান খান
মোবাইল নাম্বার 01717872286, 01814192606
Related Word : প্রবাসীরা কিভাবে লোন পাবে, probashi bank loan, প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিয়ম ২০২৩, probashi home loan, প্রবাসী লোন পাওয়ার উপায়, probashi loan, প্রবাসী হোন লোন সরকারি, প্রবাসী কল্যাণ ব্যাংক লোন, প্রবাসী ব্যবসা ঋণ, সিটি ব্যাংক ঋণ, প্রবাসী লোন নিতে কি কি লাগে,city bank probashi loan, ইসলামী ব্যাংক প্রবাসী লোন পদ্ধতি, কোন কোন ব্যাংক প্রবাসীদের লোন দেয়, প্রবাসী জমি লোন,probashi loan news,কোন ব্যাংক সহজে লোন দেয়, কিভাবে ব্যাংক লোন পাব, বাড়ি ঋণ প্রবাসী