দেশি নগদে বেশি লাভ এই স্লোগানকে সামনে রেখে রেমিটেন্স পাঠালেই সবচেয়ে বেশি লাভ পাবেন নগদ গ্রাহকরা। তথ্য প্রযুক্তির বর্তমান ছোয়ায় বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অর্থ পাঠানো এখন সময়ের ব্যাপার মাত্র। এই মুহূর্তে বিশ্বের ১৪ টি দেশ থেকে নগদের মাধ্যমে রেমিটেন্স পাঠালে মূহুর্তে পৌঁছে যাবে কাঙ্ক্ষিত নগদ নাম্বারে । নগদের রেমিটেন্স পাঠালে ক্যাশব্যাক এর সুবিধা রাখা হয়েছে। কিভাবে প্রবাসীরা নগদের রেমিটেন্স পাঠাবেন, প্রতিদিন রেমিটেন্স পাঠানোর লিমিট এবং এক্ষেত্রে কিভাবে ক্যাশব্যাক সহ সরকারী প্রনোদনা পাবেন।
যেসব দেশ হতে পাঠানো যাবে
এই মুহূর্তে যে সকল থেকে নগদের মাধ্যমে রেমিটেন্স পাঠানো সম্ভব হবে সে দেশগুলো হলো সৌদি আরব, আরব আমিরাত, আমেরিকা, যুক্তরাজ্য, উত্তর ক্যায়ারল্যান্ড, ইতালি, কাতার, জাপান, সিঙ্গাপুর, সাউথ আফ্রিকা, ট্রান্সগিন, ইউক্রেন, ইংল্যান্ড ও কানাডা থেকে কম খরচে বেশি রেটে টাকা আসবে।
নগদে রেমিটেন্স পাঠানোর লিমিট
নগদের মাধ্যমে দৈনিক সর্বনিম্ন ৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১ লক্ষ ২৫ হাজার টাকা পর্যন্ত টাকা আনা যাবে। অর্থাৎ প্রতি মাসে সর্বোচ্চ ৩৭ লক্ষ ৫০ হাজার পর্যন্ত দেশে টাকা পাঠানো সম্ভব।
বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স যেকোন নগদ এজেন্টর দোকানে গিয়ে উত্তোলন করা সম্ভব। এক্ষেত্রে ক্যাশ আউট করা যাবে কম খরচে, যা অ্যাপের মাধ্যমে ক্যাশ আউট করলে প্রতি ১ হাজার টাকায় ১১ টাকা ৫০ পয়সা।
বিদেশ থেকে যেভাবে দেশে টাকা পাঠাবেন
বিদেশ থেকে নগদে টাকা পাঠাতে হলে মানি এক্সচেঞ্জ হাউজ অথবা মানি ট্রান্সফার অর্গানাইজেশনে যেতে হবে, বিশ্বের বিভিন্ন দেশে যা বিদ্যমান আছে। এরপর যার কাছে টাকা পাঠাবেন তার নগদ নাম্বার ও পুরো নাম ক্যাশ কাউন্টারে দিতে হবে। কত টাকা পাঠাবেন সেখানে বলতে হবে। ক্যাশ কাউন্টার থেকে আপনাকে একটা রিসিভ দিবে মানি পাঠানোর জন্য যা আপনাকে সংরক্ষণ করতে হবে। মানি এক্সচেঞ্জ হাউজ অথবা মানি ট্রান্সফার অর্গানাইজেশন ছাড়াও সোনালী ব্যাংক, এনসিসি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া লিমিটেড, ট্রাস্ট ব্যাংক ও সোস্যাল ইসলামী ব্যাংক পার্টনার এক্সচেঞ্জ হাউস থেকেও ১০ মিনিটেই দেশে নগদ একাউন্টে টাকা আসবে।
নগদ বোনাস
নগদের মাধ্যমে অর্থ পাঠালেই বোনাস পাওয়া যাবে। এক্ষেত্রে প্রতি হাজারে সরকার প্রতিত্য ২.৫% অর্থাৎ ২৫ টাকা যা প্রতি এক লক্ষ টাকায় ২৫০০ টাকা বোনাস পাওয়া যাবে। এছাড়াও প্রতি ঘন্টায় ২০০ টাকা ক্যাশব্যাক এর সুবিধা রয়েছে (যা পেতে হলে সর্বনিম্ন ১০ হাজার টাকা রেমিটেন্স পাঠাতে হবে, চাইলে ১০ হাজার টাকার বেশি পাঠাতে পারবেন)। সকল প্রবাসী ভাই বোনেরা এই সুবিধা পাবেন। এই ক্যাম্পেইনের সকল শর্ত পূরণ করে, পুরো ক্যাম্পেইন চলাকালে দুই বার বা ২০০ টাকা পর্যন্ত বোনাস উপভোগ করতে পারবেন। তবে ২.৫% প্রণোদনা প্রতিবার ই পাবে গ্রাহকরা।
নগদ পিন ভুলে গেলে 16167 বা 096 096 16167 নাম্বারে ফোন দিয়ে, উপযুক্ত তথ্য প্রদান করে পিন রিসেট সুবিধা পাবেন।
RELATED WORD : বিদেশ থেকে টাকা পাঠানোর পদ্ধতি, কিভাবে নগদে টাকা পাঠাবো, money transfer apps, nagad remittance from abroad, nagad customer care number, প্রবাসি খবর, nagad cash out charges, nogod agent, নগদ রেমিটেন্স, nagad, বিদেশ থেকে টাকা পাঠাতে কি লাগে, nagod account, nagad loan, টাকার রেট, money exchange house, probashi banking, সহজে বিদেশ থেকে বাংলাদেশে টাকা,nagad send money, bangla tutorial, বিদেশ নগদ ব্যবহারের নিয়ম, কম সময়ে দেশে টাকা পাঠানোর উপায়,বিদেশ থেকে নগদে টাকা পাঠানোর নিয়ম