ইসলামী ব্যাংক বাংলাদেশ Express VISA ডেবিট কার্ড প্রবর্তনের মাধ্যমে গ্রাহকদের সর্বাধুনিক সেবা এবং বিশ্বের সর্ববৃহৎ পেমেন্ট নেটওয়ার্ক সুবিধা গ্রহণের সুযােগ করে দিয়েছে। যার মাধ্যমে গ্রাহকগণ দেশ-বিদেশে হােটেল, রেস্টুরেন্ট, এয়ারলাইন্স, ট্রাভেল এজেন্ট, শপিংমল, ডিপার্টমেন্টাল স্টোর, ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল, জুয়েলার্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার শপে কেনাকাটা এবং বাস, ট্রেন, বিমানের বুকিং দেয়ার ক্ষেত্রে দ্রুত ও নিরাপদে ক্যাশ টাকা ছাড়াই আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারবেন।
Islami Bank Express Visa Debit Card পাওয়া যাবে
Al Wadiah Current Account
Mudaraba Savings Account
Mudaraba Sort Notice Account
Mudaraba Payroll Account
Express VISA ডেবিট কার্ড কি?
Express VISA ডেবিট কার্ড, ATM কার্ডের বিকল্প বহুবিধ সুবিধা সম্বলিত কার্ড। একাউন্ট খোলার সাথে সাথেই এই কার্ড নেওয়া যাবে, কিন্তু এতে একাউন্ট ধারীর নাম খোদাই করে লেখা থাকবে না । এই কার্ডের মাধ্যমে কেনাকাটা, বিল পরিশােধ এবং ATM থেকে টাকা উত্তোলন করা যায়। শুধু IBBL ATM বুথ নয়, বাংলাদেশের যে বুথেই VISA চিহ্ন রয়েছে সেসব বুথে এই কার্ড ব্যবহার করা যাবে, তবে অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুললে প্রতি ট্রানজিকশনে ২০ টাকা চার্জ কাটা হয়
ইসলামী ব্যাংক ঋণ নাকি সুদ মুক্ত ঋণের বিকল্প নিন আপনিও
ইসলামী ব্যাংক Express VISA ডেবিট কার্ডের লিমিট ও চার্জ
* কার্ড ইস্যু চার্জ একদম ফ্রী
* কার্ড বার্ষিক চার্জ ৩০০ টাকা + ১৫% ভ্যাট ।
* কার্ড পিন রিসেট চার্জ ৫০ টাকা + ৭.৫০ টাকা ভ্যাট ।
* কার্ড রিপ্লেসমেন্ট চার্জ ২০০ টাকা ।
* প্রতিদিন ক্রয়/কেনাকাটার সীমা POS ও Ecommerce মিলে ১ লক্ষ টাকা, তবে এখানে লেনদেন সংখ্যা আনলিমিটেড ।
* প্রতিদিন ATM থেকে নগদ টাকা উত্তোলনের সীমা ৫০ হাজার টাকা, যেখানে প্রতিদিন লেনদেন সংখ্যা সর্বোচ্চ ১০ বার ।
কোথায় Express VISA ডেবিট কার্ড ব্যবহার করা যাবে?
ইসলামী ব্যাংকের ATM বুথ ছাড়াও দেশের সকল VISA Logo সংযুক্ত POS এ Instant VISA ডেবিট কার্ড ব্যবহার করা যাবে। দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে কেনাকাটা, টিকিট ক্রয়, বিল পরিশােধসহ নানাবিধ কাজে কার্ডটি POS এ ব্যবহার করে নগদ টাকা ছাড়াই আর্থিক লেনদেন সম্পন্ন করা যায়।
কার্ড চুরি বা হারিয়ে গেলে
যদি Express VISA কার্ড চুরি হয়ে যায় অথবা হারিয়ে যায়, তাহলে ব্যাংকের কল সেন্টার ১৬২৫৯ বা ৮৩৩১০৯০ এ ফোন করে চুরি হয়ে যাওয়া অথবা হারিয়ে যাওয়া কার্ড সম্পর্কে জানালে, ব্যাংক অফিসার আপনার কার্ডের লেনদেন বন্ধ করবেন। পরবর্তীতে নতুন কার্ড নিতে পারবেন।
এক নজরে সুবিধাবলী :
• ২৪/৭, দ্রুত, নিরাপদ এবং সুবিধাজনক ব্যাংকিং
• Balance চেক করুন
• নিত্য প্রয়ােজনীয় পণ্য ক্রয় করুন
• লােভনীয় অফার, ডিসকাউন্ট এবং আকর্ষণীয় সুবিধা নিন।।
• স্টুডেন্ট একাউন্টে কার্ডের জন্য কোন ফি নাই।
• নিজস্ব ব্যাংক ছাড়াও অন্য ব্যাংকের ATM থেকে টাকা তােলা যায়। প্রতিদিন সর্বোচ্চ ৫০ হাজার টাকা নগদ উত্তোলন অথবা কেনাকাটা করা যায়।
আমি এ ভিসা কার্ড বাহিরেরে যেকোনো ব্যাংক থেকে তুলতে পারবো কি..বা আমি কি কার্ড নিলে বাহিরের ব্যাংক থেকে টাকা তুলতে পারবো, জানালে উপকৃত হবো..