Islami Bank Mudaraba Saving Account Close System
ব্যাংক একাউন্ট ব্যবহার না করলে অবশ্যই ব্যাংক একাউন্ট বন্ধ করে নেওয়া উচিত, এটি প্রত্যেকের একটা নিজস্ব দায়িত্ব-কর্তব্য হতে পারে । ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট কিভাবে বন্ধ করা যাবে ? যিনি অ্যাকাউন্ট বন্ধ করবেন তিনি যেই ব্রাঞ্চ এ একাউন্ট খুলেছেন সে ব্রাঞ্চে যেতে হবে । অ্যাকাউন্ট বন্ধের পূর্ববর্তী সময়ে ব্যাংক থেকে যে সার্ভিস নিয়েছেন একজন গ্রাহক তার বিনিময়ে ব্যাংকে অবশ্যই সে সার্ভিস চার্জ প্রদান করতে হয়, ইসলামী ব্যাংক এ ক্ষেত্রেও এটি প্রযোজ্য । একাউন্টের ধরন এবং সুবিধা অনুসারে সার্ভিস চার্জ বিভিন্ন রকম হতে পারে তবে, নরমাল সেভিং একাউন্টে ক্ষেত্রে চার্জ গুলো নিয়ে থাকে ।
১) ডেবিট কার্ড চার্জ, কার্ডের ধরণ ভেদে চার্জের পরিমাণ সর্বোচ্চ ৭০০ টাকা যা বছরে একবার কাটা হয় । কার্ড নিলে চার্জ দিতে হবে, কার্ড না নিলে এই চার্জ দিতে হবে না ।
২) এসএমএস অ্যালার্ট চার্জ, ৬ মাস পর পর বছরে দুবার এই চার্জ কাটে যা ৫০ টাকা + ৭.৫০ টাকা ভ্যাট ।
৩) একাউন্ট মেনইটেন্স চার্জ, ৬ মাস পর পর বছরে দুবার এই চার্জ কাটে যা সর্বোচ্চ ৩০০ টাকা + ১৫% ভ্যাট ।
৪) আবগারি শুল্ক, বছরে ১০ লক্ষ টাকার বেশি লেনদেন করলে সেক্ষেত্রে আবগারি শুল্ক ৩ হাজার টাকা, ৫ লক্ষের বেশি হলে ৫০০ টাকা, ১ লক্ষের বেশি হলে ১৫০ টাকা যা বছরে একবার কাটা হয় ।
৫) চেকবুক চার্জ, ১০০ টাকা গ্রাহক চেকবুক নিয়ে থাকলে অতিরিক্ত ভাবে চেক বুকের চার্জ প্রদান করতে হয়, চেকবুক না নিলে চেকবুকের চার্জ প্রদান করতে হয় না ।
এছাড়াও ব্যাংক থেকে ডেবিট কার্ড নিলে তা ব্যাংকে ফেরত দিতে হবে এবং চেক বই নিয়ে থাকলে তা ফেরত দিতে হবে যদি চেকবইয়ের অবশিষ্ট পাতা থেকে থাকে । বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুসারে একটি নরমাল সেভিং অ্যাকাউন্ট বন্ধ করতে ৩০০ টাকা + ১৫% সরকারি ভ্যাট অর্থাৎ মোট ৩৪৫ টাকা ফি প্রদান করতে হয় । অ্যাকাউন্ট খোলার সময় গ্রাহক যে টাকা ডিপোজিট করেছেন এই ডিপোজিট কৃত টাকা থেকে এই ফি নেওয়া হয়, ফি নেওয়ার পর অবশিষ্ট টাকা গ্রাহককে ফেরত দেওয়া হয় । যদি গ্রাহক চান সরাসরি এই ফি প্রদান করতে পারেন, আর একাউন্ট খোলার সময় যে টাকা ডিপোজিট করেছিল সেই টাকা ব্যাংক গ্রাহককে ফেরত দিবে ।
গ্রাহক যদি স্টুডেন্ট হয়ে থাকে, তিনি একাউন্ট বন্ধ করতে চাইলে অতিরিক্ত চার্জ প্রদান করতে হবে না । স্টুডেন্ট একাউন্ট বন্ধের ক্ষেত্রে ২০০ টাকা এবং এর সঙ্গে সরকারি ১৫% ভ্যাট যুক্ত করে অর্থাৎ ২৩০ টাকা ফি দিয়ে অ্যাকাউন্ট বন্ধ করতে হবে শিক্ষার্থীদের ।