প্রবাসীদের সন্তানদের ভাতা চালু এবার
প্রবাসী কর্মীর সন্তানদের ভাতা প্রদান করবে বাংলাদেশ সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বাের্ড । চাইলে প্রবাসীদের ছেলে মেয়ে আবেদন করতে পারবে । মুজিব উপলক্ষে প্রবাসী কর্মীর সন্তানের পিতা/ মাতা/ অভিভাবকের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রতি বছর জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে এ আবেদন আহবান যাবে ।
উদ্দেশ্য
ক) প্রবাসী কর্মীয় সন্তানদের আর্থিক সমস্যা নিরসনে সহায়তা করা ।
খ) প্রবাসী কর্মীর পরিবারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী সুদৃঢ় করা ।
গ) রেমিটেন্স প্রেরণে প্রবাসী কর্মীদের উৎসাহিত করা ।
ও) বৈধভাবে বিদেশ গমনে উৎসাহ প্রদান করা ।
চ) প্রবাসী কর্মীর সন্তানদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা ।
ছ) প্রবাসী কর্মীর পরিবারের টেকসই উন্নয়ন ও কল্যাণে সহায়তা করা ।
নিয়মবলী :
(১) যে সকল প্রবাসী কর্মীর সন্তানগণ তাতা প্রাপ্য হবে।
ক) প্রবাসী কর্মীদের দেশের বাইরে বৈধ ভাবে অবস্থান করতে হবে ।
খ) বিএমইটির বহির্গমন ছাড়পত্র/ বিএমইটির স্মার্টকার্ড অথবা ওয়েজ আনার্স কল্যাণ বাের্ডের মেম্বারশীপ গ্রহন করেছে এমন প্রবাসী কর্মীর সন্তানগণ ।
খ) প্রবাসে মৃত কর্মীর ক্ষেত্রে দূতাবাসের এনওসিতে বৈধতার উল্লেখ আছে অথবা ওয়েজ আর্নার্স কল্যাণ বাের্ক কর্তৃক আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এখানে প্রবাসী কর্মী দেশে ছুটিতে অবস্থানরত অবস্থায় মৃত্যু বরণ করলেও তার সন্তানগণ এ সুবিধা নিতে পারবে ।
ভাতার মেয়াদ ও পরিমাণঃ
প্রবাসী কর্মীর সন্তানদের ০৫ (পাঁচ) বছর মেয়াদে ভাতা প্রদান করা হবে। জানুয়ারী ২০২১ হতে ভাতা প্রদান কার্যকর হবে। ভাতার পরিমাণ হবে মাসিক ১০০০/ = (এক হাজার) টাকা এবং উক্ত ভাতা বছরে ০১ বার অভিভাবকের অনুকূলে চেকের মাধ্যমে প্রদান করা হবে। অর্থাৎ ৫ বছরে মোট ৬০ হাজার টাকা দেওয়া হবে ।
(২) আবেদনপত্রের সাথে যে পেপারস প্রদান করতে হবে
ক) পিতা বা মাতা প্রবাসী কর্মী হওয়ার স্বাপেক্ষে কাগজপত্রাদি ( বিএমইটির বহির্গমন ছাড়পত্র সম্বলিত পাসপাের্টের পৃষ্ঠা বা স্মার্টকার্ড অথবা ওয়েজ আর্নার্স কল্যাণ বাের্ডের মেম্বারশীপ গ্রহণের কপিসহ কর্মীর পাসপাের্টের ফটোকপি) ।
খ) নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে প্রমাণপত্র হিসেবে কাউন্সিলর বা চেয়ারম্যানের প্রত্যয়নপত্রের ফটোকপি
গ) প্রবাসে মৃত্যুবরণকারী কর্মীর ক্ষেত্রে বাংলাদেশ দূতাবাস কর্তৃক ইস্যুকৃত এনওসি সনদ বা আর্থিক অনুদান প্রাপ্তির প্রমাণপত্র ।
ঘ) সন্তানের ০২ (দুই) কপি সত্যায়িত ছবি (কাউন্সিলর/ মেয়র/ চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত)
ঙ) প্রতিবন্ধী হিসেবে কোনাে সরকারি/ বেসরকারি প্রতিবন্ধী ভাতা পাচ্ছে কিনা এরূপ প্রমাণপত্র (যদি থাকে, না থাকলে দিতে হবে না)।
চ) সুবর্ণ নাগরিক পরিচয়পত্রের সত্যায়িত কপি।
ছ) পিতা/ মাতা/ ব্যাংক স্টেটমেন্টের কপি গত এক বছরের ।
(৩) একজন প্রবাসী কর্মীর সর্বোচ্চ ০২ (দুই) জন প্রতিবন্ধী সন্তান এ ভাতা প্রাপ্ৰ হবেন, তবে একাধিক সন্ধানের ক্ষেত্রে পৃথক পৃথক আবেদন করতে হবে।
যেসব প্রতিবন্ধী সন্তানগণ প্রতিবন্ধী ভাতা প্রাপ্য হবে
ক) অটিজম বা অটিজমস্পেকট্রাম ডিজঅর্ডারস (autisom or autism spectrum disorders);
খ) শারীরিক প্রতিবন্ধীতা (physical disability);
গ) মানসিক অসুস্থতাজনিত প্রতিবন্ধীতা (mental illness leading to disability);
ঘ) দৃষ্টি প্রতিবন্ধীতা (visual disability);
৬) বাক প্রতিবন্ধীতা (speech disability);
চ) বুদ্ধি প্রতিবন্ধীতা (intellectual disability);
হু) শ্রবণ প্রতিবন্ধীতা (hearing disability);
জ) শ্রবণ-দৃষ্টি প্রতিবন্ধীতা (deaf-blindness);
ক) সেরিব্রাল পালসিজনিত প্রতিবন্ধীতা (cerebral palsy);
ঞ) ডাউন সিনড্রোমজনিত প্রতিবন্ধীতা (down syndrome);
ট) বহুমাত্রিক প্রতিবন্ধীতা (multiple disability); এবং
ঠ) অন্যান্য প্রতিবন্ধীতা (other disability)।
(৪) ওপরের ফরম ডাউন’লো’ড করে যথাযথ ভাবে পূরণ করতে হবে, অসম্পূর্ণ রাখা যাবে না বা ওয়েজ আর্নার্স কল্যাণ বাের্ডের ওয়েবসাইট (www.wewb.gov.bd), জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিস এর নোটিশ বাের্ড ফরম বিনামূল্যে সংগ্রহ করে পূরণ পরে আবেদনপত্র সরাসরি ডাকযােগে/ অনলাইনে পাঠানো যাবে ।
(৫) ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ২৮ ফেব্রুয়ারী, ২০২১ তারিখের মধ্যে সরাসরি ওয়েজ আর্নার্স কল্যাণ বাের্ড, ৯ ম তলা (ডেসপাস শাখা), প্রবাসী কল্যাণ ভবন, ৭১-৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকায় পৌছাতে হবে অথবা সংশ্লিষ্ট জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে জমা দেওয়া যাবে।
(৬) অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
(৭) প্রতিবন্ধী ভাতা প্রদান সংক্রান্ত যে কোন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চুড়ান্ত বলে গণ্য হবে;
(৮) যে কোন তথ্যের জন্য প্রবাসবন্ধু কলসেন্টারে ফোন: ০১৭৮৪৩৩৩৩৩৩, ০১৭৯৪৩৩৩৩৩৩, ০২-৯৩৩৪৮৮৮ যােগাযােগ করতে পারেবেন ।