ডাচ বাংলা ব্যাংক এনেছে টাকা পে কার্ড। টাকা পে কার্ড বিশেষ করে নেক্সাস কার্ড থেকে অনেকক্ষণে ভালো সুবিধা আপনাকে প্রদান করবে। নতুন একাউন্ট এর বিপরীতে বা আপনি যেকোনো পুরাতন একাউন্টের বিপরীতে কার্ড নিতে পারবেন। টাকা পে কার্ডটির কোন ইস্যু চার্জ নেই। প্রথম বছর ব্যবহার করতে দিতে হবে না কোন চার্জ লিমিট চার্জ বিস্তারিত জেনে আসি।
টাকা পে কার্ড DBBL Taka Pay একটি আধুনিক QR Code ভিত্তিক পেমেন্ট সেবা যা Dutch-Bangla Bank প্রদান করে। এটি ব্যবহার করে খুব সহজে এবং দ্রুত পেমেন্ট করা যায়। এই সেবার সুবিধাগুলো হলো:
ডিবিবিএল টাকা পে কার্ডের সুবিধা
১) দোকানে বা বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠানে QR Code স্ক্যান করে পেমেন্ট করা যায়।
২) কাগজ বা কার্ডের প্রয়োজন হয় না।
৩) নগদবিহীন পেমেন্ট মোবাইল বা ডিভাইস থেকেই সরাসরি পেমেন্ট সম্পন্ন করা যায়।
৪) নিরাপদ লেনদেন প্রতিবারের লেনদেন OTP বা পিন দিয়ে নিশ্চিত করা হয়। গ্রাহকের তথ্য নিরাপদ থাকে।
DBBL NexusPay অ্যাপ ব্যবহার করে খুব সহজেই Taka Pay ফিচার চালু করা যায়। NexusPay এর সাথে ব্যাংক অ্যাকাউন্ট, কার্ড বা মোবাইল ওয়ালেট সংযুক্ত করা সম্ভব। টাকা পে কার্ড এনএফসি সাপোর্ট করে।
ব্যয় কমানো এই সেবার মাধ্যমে অতিরিক্ত চার্জ ছাড়াই পেমেন্ট করতে পারবেন। এটি ছোট ও বড় লেনদেন উভয়ের জন্য সুবিধাজনক।
ব্যবহার পদ্ধতি DBBL NexusPay অ্যাপ ডাউনলোড করুন। আপনার DBBL অ্যাকাউন্ট বা কার্ড অ্যাপের সাথে লিঙ্ক করুন। Taka Pay QR Code স্ক্যান করে পেমেন্ট নিশ্চিত করুন।
এটি সুপারশপ, রেস্টুরেন্ট, ফার্মেসি, ই-কমার্স, এবং আরও অনেক জায়গায় গ্রহণযোগ্য। Taka Pay আপনার দৈনন্দিন লেনদেনকে সহজ ও দ্রুততর করে। এটি বাংলাদেশে ক্যাশলেস সোসাইটির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
টাকা পে কার্ডের মাধ্যমে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ ছাড়াও অন্যান্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তোলা যাবে। টাকা পে কার্ডটি দ্বিতীয় বছর থেকে ব্যবহার করতে ৪৬০ টাকা চার্জ দিতে হবে ট্যাক্স সহ। ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে ফ্রি অফ কষ্টের টাকা তোলা যাবে। অন্যান্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে গেলে প্রতি ট্রানজেকশনে এনপিএসবি নেটওয়ার্কের ১৮ টাকা চার্জ হবে। এনপিএসবি নেটওয়ার্ক কোন কারনের ডাউন থাকলে ভিসা মাস্টার কার্ড নেটওয়ার্ক ব্যবহার করে অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে গেলে প্রতি ট্রানজেকশনে ২.৫% বা ১৫০ থেকে ১৬০ টাকার মতো চার্জ আসবে। এই কার্ডটি ব্যবহার করে বিকাশে ও নগদে টাকা ট্রান্সফার করা যাবে না। তবে রকেটে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। শুধুমাত্র এই কার্ডটি ডাচ বাংলা ব্যাংকের শাখা এবং উপশাখা শাখা থেকে নিতে পারবেন এজেন্ট ব্যাংকিং পয়েন্ট থেকে নয়।
