টিন সার্টিফিকেট থাকলেই কি আয়কর রিটার্ন দিতে হবে কি হবে না ? এ নিয়েও অনেক মানুষের মধ্যেই অনেক ধরনের প্রশ্ন দেখা যায় | এই সকল প্রশ্নের উপর ভিত্তি করেই আজকে আমি আপনাদের জানাবো, যে সকল ক্যাটাগরির মানুষদের জন্য টিন সার্টিফিকেট থাকলেও যদি আয়ের সীমা অতিক্রম না করে তাদেরকে ক্ষেত্রে আয়কর রিটার্ন প্রদান করতে হবে না তো চলুন জেনে আসি |
প্রথমত জেনে আসা যাক বছরে কত টাকা ইনকাম হলে আয়কর দেওয়া লাগবে না
১) আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন এবং প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বছরে ৩ লক্ষ টাকা ইনকাম হলে তা করমুক্ত আয়কর সীমা ।
২) আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন এবং ৬৫ বছরের বেশি বয়স হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বছরে ৩ লক্ষ টাকা ৫০ হাজার ইনকাম হলে তা করমুক্ত আয়কর সীমা ।
৩) আপনি যদি প্রতিবন্দ্বী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বছরে ৪ লক্ষ টাকা ৫০ হাজার ইনকাম হলে তা করমুক্ত আয়কর সীমা ।
৪) আপনি যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বছরে ৪ লক্ষ টাকা ৭৫ হাজার ইনকাম হলে তা করমুক্ত আয়কর সীমা ।
যেহেতু আমরা করমুক্ত আয়সীমা জানালাম সেহেতু এখন কোন কোন ক্যাটাগরির মানুষদের আয়কর প্রদান করতে হবে না এ বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ ভালোভাবেই ব্যাখ্যা করা যাবে ।
টিন সার্টিফিকেট থাকলেই কি কর দিতে হবে ? প্রশ্নের উত্তর
ক) প্রথমত যদি দেখা যায় কেউ বাসা-বাড়ি বা জমি বিক্রির জন্য ১২ ডিজিটের টিন সার্টিফিকেট এর নাম্বার নিয়ে থাকে সে ক্ষেত্রে তাদের বার্ষিক ইনকাম যদি করমুক্ত আয়ের সীমা অতিক্রম না করে তবে তাদেরকে আয়কর রিটার্ন দিতে হবে না ।
খ) দ্বিতীয়ত যদি দেখা যায় ক্রেডিট কার্ড করার জন্য ১২ ডিজিটের টিন সার্টিফিকেট নাম্বার নিয়ে থাকে সে ক্ষেত্রে তাদের বার্ষিক ইনকাম যদি করমুক্ত আয়ের সীমা অতিক্রম না করে তবে তাদেরকে আয়কর রিটার্ন দিতে হবে না । আমি আবারও রিপিট করছি এখানে আমি ডেবিট কার্ডের কথা নয় ক্রেডিট কথা বলেছি ।
গ) আপনি একজন যদি অনবাসী কিংবা প্রবাসী হয়ে থাকেন দেশে যদি আপনার কোন ফিক্স না থাকে, কিন্তু
১২ ডিজিটের টিন সার্টিফিকেট এর নাম্বার নিয়ে থাকেন, তবে এখানে অনাবাসী বলতে কিছুটা টেকনিক্যাল বিষয় বোঝানো হয়ছে ,
অনাবাসী কারা :
i) এক অর্থ বছরে ৬ মাস ২ দিনের কম এক সাথে বা আলাদা করে বাংলাদেশে থাকেন
ii) এক অর্থ বছরের ৩ মাস থাকেন এবং আগের ৪ অর্থ বছরের ৩৬৫ এক দিনে বাংলাদেশে কম থাকেন।
সে ক্ষেত্রে তাদের বার্ষিক ইনকাম যদি করমুক্ত আয়ের সীমা অতিক্রম না করে তবে তাদেরকে আয়কর রিটার্ন দিতে হবে না ।