বিকাশ, রকেট, নগদ বা আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান লেনদেন লিমিট বাড়ছে ও বিকাশ রকেট নগদ বা আর্থিক সেবাদান প্রতিষ্ঠান ক্যাশ আউট খরচ কমছে। বর্তমান সময়ে বাংলাদেশের মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে প্রায় 13 টি প্রতিষ্ঠান রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে এমএফএস অর্থাৎ মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো দেশের মানুষের মাঝে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বেসরকারি লেনদেনের পাশাপাশি এই সকল মোবাইল ব্যাংকিং এ সরকারি বিভিন্ন প্রনোদনা, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আর্থিক সেবা প্রদান করছে।
বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, এই সকল মোবাইল ব্যাংকিং গ্রাহকরা এজেন্ট পয়েন্ট এর মাধ্যমে মাসে এখন ২ লক্ষ টাকা এবং দৈনিক ৩০ হাজার টাকা পর্যন্ত জমা করতে পারবেন পার্সোনাল মোবাইল ব্যাংকিং একাউন্টে।
আর গ্রাহকরা ব্যাংক একাউন্ট বা কার্ড এর মাধ্যমে মাসে এখন ৩ লক্ষ টাকা এবং দৈনিক ৫০ হাজার টাকা পর্যন্ত জমা করতে পারবেন পার্সোনাল মোবাইল ব্যাংকিং একাউন্টে।
বর্তমান সময়ে অনেকেই জানেন বাংলাদেশ ব্যাংক ঋণ দেওয়া ও নেওয়াআমানতের ওপর সুদ হার বেধে দিয়েছে। এখানে শুধু ব্যাগ নয় আর্থিক প্রতিষ্ঠানকে ও এর সসস্ত,আওতায় নিয়ে আসা হয়েছে। তবে কখোনই বাংলাদেশ ব্যাংক মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে মাসুলের পরিমাণ সেবার পরিবর্তে কি হবে সেটা ঠিক করে দেয় নি, তবে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো নিজ থেকে এক তাদের খরচ কমাতে যাচ্ছে ।
বিকাশ মোবাইল ব্যাংকিং ক্ষেত্রে ইউএসএসডি কোড ডায়াল করে ক্যাশ আউট করলে খরচ ১৮ টাকা ৫০ পয়সা। তবে প্রিয় এজেন্ট ব্যবহার করলে আ্যপ থেকে ক্যাশ আউট সেখানে খরচ পড়বে ১৪ টাকা ৯০ পয়সা। এছাড়াও এটিএম থেকে ক্যাশ আউটের কিন্তু এখানে খরচ ১৪ টাকা ৯০ পয়সা। তবে এটিএম থেকে ক্যাশ আউট করতে গেলে সর্বনিম্ন ৩০০০ টাকা উত্তোলন করা যায় এবং এজেন্টের মাধ্যমে সর্বনিম্ন ১০০ টাকা থেকে ক্যাশ আউট করা যায়।
রকেট মোবাইল ব্যাংকিং ক্ষেত্রে ইউএসএসডি কোড ডায়াল করে ক্যাশ আউট করলে খরচ ১৮ টাকা ৫০ পয়সা। তবে প্রিয় এজেন্ট ব্যবহার করলে আ্যপ থেকে ক্যাশ আউট সেখানে খরচ পড়বে ১৬ টাকা ৭০ পয়সা। এছাড়াও এটিএম থেকে ক্যাশ আউটের কিন্তু এখানে খরচ ৯ টাকা।
উপায় মোবাইল ব্যাংকিং ক্ষেত্রে এজেন্ট ব্যবহার করলে আ্যপ থেকে cashOut সেখানে খরচ পড়বে ১৪ টাকা । এছাড়াও এটিএম থেকে ক্যাশ আউটের কিন্তু এখানে খরচ ৮ টাকা।
মোবাইল ব্যাংকিং ক্ষেত্রে তবে এজেন্ট ব্যবহার করলে আ্যপ থেকে cashOut সেখানে খরচ পড়বে ১১.৪৯ টাকা । ইউএসএসডি কোড ডায়াল করে ক্যাশ আউট করলে খরচ ১২ টাকা ৯৯ পয়সা।
গ্রাহকরা তাদের পারসোনাল মোবাইল ব্যাংকিং একাউন্টে এজেন্টের মাধ্যমে অথবা কার্ড বা ব্যাংঊণক হিসাব থেকে ক্যাশ ইন করুক না কেন, উভয় ক্ষেত্রে গ্রাহকদের পার্সোনাল মোবাইল ব্যাংকিং একাউন্ট থেকে মাসিক সর্বোচ্চ দেড় লক্ষ টাকা উত্তোলন করার সুযোগ থাকছে।
আগে যেখানে মোবাইল ব্যাংক একাউন্টের গ্রাহকরা সাধারণত সেন্ড মানি ক্ষেত্রে একজন থেকে অন্য জনে সর্বোচ্চ ৭৫ হাজার টাকা পাঠাতে পারতেন, তবে এখন এসেছে ব্যাপক পরিবর্তন। বর্তমানে মোবাইল ব্যাংকিং একাউন্ট এর গ্রাহকরা একে অপরকে প্রতি মাসে ২ লক্ষ টাকা এবং দৈনিক সর্বোচ্চ ২৫ হাজার টাকা সেন্ড মানি করতে পারবে।