বছরের শুরুতে আগের চেয়ে বেশি মুনাফা ব্যাংকে টাকা রাখলে ২০২৩ ডিপিএস এফডিআর সেভিংস একাউন্ট । তবে ব্যাংক ঋণের সুদে দুমুঠো নীতি

যারা ব্যাংকের ডিপোজিট করি ডিপিএস বা এফডিআর তাদের ক্ষেত্রে ইন্টারেস্ট রেট সর্বোচ্চ ছয় পার্সেন্টের বেশি দেওয়া হয় না। কিন্তু বর্তমান সময়ে বাজারে পণ্যের যে দাম সেটির সঙ্গে মিল রেখে ব্যাংকে টাকা রাখলে আমাদের তেমন একটা লাভ হয় না। তবে এখন থেকে ব্যাংকের ডিপোজিটের উপর ছয় নয় নীতিতে সামান্য কিছুটা পরিবর্তন নিয়ে আসা হয়েছে, এছাড়াও যারা ব্যাংক থেকে ঋণ নিবেন ভাবতেছেন সেটা হতে কঞ্জুমার লোন বা ব্যবসা লোন বা এসএমএইন সেই সকল ক্ষেত্রেও ঋণের উপর ইন্টারেস্ট রেট বাংলাদেশ ব্যাংক সামান্য কিছু পরিবর্তন নিয়ে এনেছে।


নতুন যে মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক সেখানে ইন্টারেস্ট রেট বা ডিপোজিট রেট যেটা রয়েছে সেক্ষেত্রে ব্যাংকের উপরই সম্পূর্ণ ছেড়ে দেওয়া হয়েছে। আসলে গ্রাহকরা ব্যাংকে যে ডিপোজিট করবে সেই ডিপোজিটের উপর ব্যাংক কি পরিমাণ ইন্টারেস্ট বা প্রফিট দিয় থাকবে, সেটা ইসলামিক হোক বা নন ইসলামিক হোক যেটাই হোক না কেন নতুন মুদ্রানীতিতে বলা হয়েছে ব্যাংকে যদি লক্ষ‍্য মাত্রার চেয়ে কম আমানত থাকে, তাহলে উচ্চ ইন্টারেস্টে ব্যাংক ডিপোজিট সংগ্রহ করবে। ওভারঅল ডিপোজিট রেট ডিপিএস বা এফডিআরে আট বা আটের বেশি কিছু চলে যাবে।


বর্তমান সময়ে আমরা যারা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট করে টাকা রেখেছি. তাদের ক্ষেত্রে এই সেভিংস একাউন্টের বিপরীতে ইন্টারেস্ট রেট সর্বোচ্চ দুই বা আড়াইয়ের মতো রাখা হয়েছে। কিন্তু ছয় নয় নীতিবাদের নতুন যে নীতি এসেছে সেখানে কিন্তু বর্তমান সময়ে এই রেগুলার একাউন্টের বিপরীতে ইন্টারেস্ট রেট পাওয়ার সম্ভাবনা এখন থেকে তিন থেকে সাড়ে তিন পার্সেন্ট বা এর আশেপাশেই। যদি দেখা যায় যে ব্যাংকে লক্ষ্য মাত্রার চেয়ে আমানত বেশি রয়েছে তাহলে ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে উল্টোটা ঘটতে পারে।


তবে সাধারণ মানুষের উপর ঋণের ইন্টারেস্ট এর বোঝা বেশি চেপে দিয়ে, আর ব্যবসায়ীদের উপর ঋণের ইন্টারেস্ট রেট কম রেখে বাংলাদেশ ব্যাংক সাধারণ মানুষদের উপর দুমুখী নীতি অনুসরণ করেছে বলতে বাধ্য হলাম। যারা সাধারণত ব্যাংক থেকে ঋণ নিবেন, বিশেষ করে কনজিউমার ঋণ, সেটা হতে পারে হাউস লোন, কার লোন, ম্যারেজ লোন বা পার্সোনাল লোন, স্যালারি লোন এই সকল লোনের ক্ষেত্রে কিন্তু এখন ইন্টারেস্ট ওভারঅল ১২% করা হয়েছে। তবে এসএমের ঋণ বা বিশেষ করে যদি বলি উৎপাদনশীল ইন্ডাস্ট্রিয়াল যে ঋণগুলো রয়েছে এক্ষেত্রে কিন্তু ইন্টারেস্ট রেট এখন পর্যন্ত ৯% রাখা হয়েছে


ওভারঅল বোঝা গেল ঋণের ইন্টারেস্ট রেট বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করে দিলেও, ডিপোজিট রেট বাংলাদেশ ব্যাংক দেশের সরকারি বা বেসরকারি, কনভেনশনাল ব্যাংক বা নন-কনভেনশনাল ব্যাংক, ইসলামিক ব্যাংক বা নন ইসলামিক ব্যাংক এইগুলার উপরে নির্ধারণ করে দেওয়ার সুযোগ রেখেছে।

 

Related : dps rate, Islami bank dps interest rate, fdr, bank loan interest rate, dutch bangla bank dos, fixed deposit islami bank, deposit pension scheme, interest, ইসলামী ব্যাংক ডিপিএস, deposit, sonali bank dps, advance deposit ratio,কোথায় টাকা রাখলে বেশি লাভ,brac bank dps,ডিপিএস এর জন্য কোন ব্যাংক ভালো,ucb bank dps, ific bank dps,banking knowledge, profit rate,ডিপিএস করতে কি কি লাগে

error: Content is protected !!