দেশে সবার এখন বিকাশ রকেট নগদ বা মোবাইল ব্যাংকিং একাউন্ট রয়েছে। ব্যাংকে টাকা পাঠানোর পরিবর্তে প্রবাসীরা তাদের আত্মীয়দের কাছে বিকাশ রকেট নগদ মোবাইল ব্যাংকিং এ টাকা পাঠাতে পছন্দ করেন, কেননা টাকা পাঠানোর সাথে সাথে টাকা দেশে পৌছে যায়। ব্যাংকে টাকা পাঠানো ও পাঠানো টাকা উত্তোলন অনেকে ঝামেলা মনে করে।
এর ই প্রেক্ষাপটে প্রবাসীরা বিদেশে বিকাশ রকেট নগদ বা মোবাইল ব্যাংকিং একাউন্ট ব্যবহার করতে পারবে ও সেই একাউন্ট থেকে দেশে পরিবার বা আত্মীয়দের কাছে বৈধ ভাবে টাকা পাঠাতে পারবে। এমনি একটি সুবিধা এনেছে বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে মোবাইল ব্যাংক কোম্পানির মাধ্যমে।
অনলাইনের মাধ্যমে যে কোনো প্রবাসী মোবাইল ব্যাংকিং হিসাব খুলতে পারবেন। কোনো প্রবাসী বিদেশে থাকা অবস্থায় মোবাইল ব্যাংকিং হিসাব বিদেশি মুদ্রায় চালু থাকবে, দেশে আসার পর হিসাবটি ব্যবহার করতে পারবেন, তখন তা দেশীয় মুদ্রার হিসেবে পরিচালিত হবে । আবার বিদেশে ফেরত গেলে তা প্রবাসী অ্যাকাউন্টে রূপান্তর হবে।
বিকাশ রকেট নগদ সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডার, পরিশোধ ব্যবস্থা, ব্যাংক, ডিজিটাল ওয়ালেট, কার্ড স্কিম বা সমজাতীয় প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হবে। প্রবাসীরা চুক্তিবদ্ধ ঐ প্রতিষ্ঠানে গিয়ে তাদের বিকাশ রকেট নগদ একাউন্টে টাকা ঢুকাবে। আর পরবর্তীতে প্রবাসীরা তাদের বিকাশ রকেট নগদ একাউন্ট থেকে যখন ইচ্ছে পরিবার বা আত্মীয়দের কাছে যেকোন সময় টাকা পাঠিয়ে দিতে পারবে নিমিষেই। এখন পর্যন্ত দেশে রকেট, বিকাশ, নগদ, উপায় সহ মোট ১৩টি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান রয়েছে।
বিদেশে বিকাশ খোলার নিয়ম, bideshe bkash kivabe babohar korbo, প্রবাসীদের সুখবর, বিদেশে রকেট নিয়ম, probashi news bd, প্রবাসী লোন, probashi bank account, সেলফিন, বিদেশে ব্যাংক একাউন্ট খোলার নিয়ম, probashi kallayan bank loan, বিদেশে নগদ খোলা খোলার,
নগদ একাউন্ট খুলতে চাই
খুলছেন ভাই
নগদ একাউন্ট খুলতে চাই সৌদি আরব থেকে