সব চাকুরিজীবিদের জন্য ব্র্যাক এনজিওর এর লোন নির্ভরতা
আপনার যদি ইচ্ছা থাকে তাহলে ঋণ এখন আপনার হাতের মুঠোয় আসবে । বিশেষ করে চাকুরিজীবীদের জন্য ঋণ ব্র্যাক NGO এর । (NGO Loan BD)
চাকুরীজীবিদের জন্য ব্র্যাক এনজিওর নির্ভরতা ঋণ । আপনার বেতন যে পরিমাণ হোক না কেন আপনি সহজে ঋণ নিতে পারবেন । লোনের আবেদন করার জন্য নিচের কাগজ লাগবে ।
লোন নেওয়ার যোগ্যতা : (এনজিও লোন)
যিনি ঋণ নিতে ইচ্ছুক তাকে প্রাপ্ত বয়স্ক মানে ১৮ হতে ৬৫ এর মাঝে বয়স হতে হবে । এনজিওর যে শাখা হতে ঋণ নিবে সেই শাখার সদস্য হতে হবে ও তার সন্চয় বা জামানত থাকতে হবে ।
সুবিধা সূমহ :
* কোন প্রক্রিয়া করণ ফি নেই ।
* কোন জটিলতা নেই ।
* ঋণ পরিশোধের সময় ১২ মাস হতে ১৮ মাস সর্বোচ্চ ।
Brac NGO Loan Interest Rate ব্র্যাক এনজিও ঋণের সুদের হার
* মুনাফার হার সর্বোচ্চ ২৪.০০% হয়ে থাকে । তবে
১ লক্ষ হতে ৫ লক্ষের কম হলে ২৪% সুদ ।
৫ লক্ষ হতে ১০ লক্ষের কম হলে ২২% সুদ ।
১০ লক্ষের বেশি হলে ২০% সুদ ।
যত কম সময়ে ঋণ পরিশোধ করবেন সুদের হার কমবে ।
* অনুমোদন সময়কাল ১৫ থেকে ২০ দিন কর্মদিবস সময় নিবে । কত টাকা লোন পাবেন তা আপনার মাসিক বেতনের ওপর কিছুটা নির্ভর করবে ।
* সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি ।
* ভোটার আইডি বা পাসপোর্ট এর ফটোকপি ।
* অফিস আইডি কার্ডের ফটোকপি ।
* সেলারি সার্টিফিকেটের ফটোকপি ।
* ৬ মাসের ব্যাংক হিস্টোরি/স্টেটমেন্ট ।
* এনজিওর যে শাখা হতে লোন উত্তোলন করতে চান সেই এলাকার স্হানীয়ভাবে বসবাস কারী জামিনদার এবং তার ১ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয় পত্রের অনুলিপি প্রয়োজন ৷
Ami kivabe brac ngo te joga jog korbo?
আমি কি লোন পেতে পারি
লোন লাগবে
আমার লোন দরকার
এই লোন প্রবাসীরা নিতে পারবে?? অথবা প্রবাসীদের জন্য কোন লোনের ব্যাবস্থা আছে???
Amar emarjenchi Loan chai plz help me