ব্র্যাক এনজিও লোন নির্ভরতা Brac NGO Loan Bangladesh

 

সব চাকুরিজীবিদের জন‍্য ব্র্যাক এনজিওর এর লোন নির্ভরতা 

আপনার যদি ইচ্ছা থাকে তাহলে ঋণ এখন আপনার হাতের মুঠোয় আসবে । বিশেষ করে চাকুরিজীবীদের জন‍্য ঋণ ব্র্যাক NGO এর । (NGO Loan BD)

 

চাকুরীজীবিদের জন‍্য ব্র্যাক এনজিওর নির্ভরতা ঋণ । আপনার বেতন যে পরিমাণ হোক না কেন আপনি সহজে ঋণ নিতে পারবেন । লোনের আবেদন করার জন‍্য নিচের কাগজ লাগবে ।

 

লোন নেওয়ার যোগ্যতা : (এনজিও লোন)
যিনি ঋণ নিতে ইচ্ছুক তাকে প্রাপ্ত বয়স্ক মানে ১৮ হতে ৬৫ এর মাঝে বয়স হতে হবে । এনজিওর যে শাখা হতে ঋণ নিবে সেই শাখার সদস্য হতে হবে ও তার সন্চয় বা জামানত থাকতে হবে ।

 

সুবিধা সূমহ :
* কোন প্রক্রিয়া করণ ফি নেই ।
* কোন জটিলতা নেই ।
* ঋণ পরিশোধের সময়  ১২ মাস হতে ১৮ মাস সর্বোচ্চ ।
Brac NGO Loan Interest Rate ব্র্যাক এনজিও ঋণের সুদের হার
* মুনাফার হার সর্বোচ্চ ২৪.০০% হয়ে থাকে । তবে
১ লক্ষ হতে ৫ লক্ষের কম হলে ২৪% সুদ ।
৫ লক্ষ হতে ১০ লক্ষের কম হলে ২২% সুদ ।
১০ লক্ষের বেশি হলে ২০% সুদ ।
 যত কম সময়ে ঋণ পরিশোধ করবেন সুদের হার কমবে ।
* অনুমোদন সময়কাল ১৫ থেকে ২০ দিন কর্মদিবস সময় নিবে । কত টাকা লোন পাবেন তা আপনার মাসিক বেতনের ওপর কিছুটা নির্ভর করবে ।

 

আবেদন করতে কি লাগবে :
* সদ‍্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি ।
* ভোটার আইডি বা পাসপোর্ট এর ফটোকপি ।
* অফিস আইডি কার্ডের ফটোকপি ।
* সেলারি সার্টিফিকেটের ফটোকপি ।
* ৬ মাসের ব্যাংক হিস্টোরি/স্টেটমেন্ট ।
* এনজিওর যে শাখা হতে লোন উত্তোলন করতে চান সেই এলাকার স্হানীয়ভাবে বসবাস কারী জামিনদার এবং তার ১ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয় পত্রের অনুলিপি প্রয়োজন ৷
 

32 thoughts on “ব্র্যাক এনজিও লোন নির্ভরতা Brac NGO Loan Bangladesh”

    • আস্সালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ, আমি একজন সৌদি প্রবাসী আমার বাড়ি যশোর বেনাপোল, আমি লোন নিতে চাই।

    • হুম করেন আমার আট লাখ টাকা লাগবে আমি সৌদি প্রবাসী আমি মাসে 40হাজার টাকা স্যালারী পাই প্রতি মাসে মাসে 40হাজার টাকা পরিসুধ করবো প্লীজ আমার লোনটার খুব প্রয়োজন জমি কিনবো প্লীজ

  1. এই লোন প্রবাসীরা নিতে পারবে?? অথবা প্রবাসীদের জন্য কোন লোনের ব্যাবস্থা আছে???

  2. আমি দুই লাখ টাকার লোন নিতে চাই আপনাদের কাছ থেকে। আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি আমার স্যালারি তেত্রিশ হাজার টাকা। আমার ওয়াইফও জব করে মাসের স্যালারি ১৫ হাজার টাকা।

  3. যে উপজেলায় চাকুরী করা হয় সে উপজেলা থেকে না নিয়ে অন্য উপজেলা থেকে কি লোন নেয়া যায়?

  4. আমি প্রশিকাতে আছি স্যালারি ২৪০০০। আমার ৩ লক্ষ টাকা লোন দরকার। আমার বাড়ী চট্রগ্রাম বিটাক। আমি কিভাবে লোন পেতে পারি?

  5. আমি লোন নিতে চাই ৫০০০০ হাজার টাকা
    আমাকে কী লোন দেওয়া জাবে

  6. আমি লোন নিতে চাচ্ছি তার জন্য আপনাদের মিরপুর কোন ব্রাঞ্চ আছে?

  7. আমার ২ লক্ষ টাকার ঋণ দরকার। কম্পিউটার ও স্টেশনারী দোকান আছে। প্রয়োজনে সব ডকুমেন্ট দেখাতে পারব। ঋণ টা কিভাবে নিতে পারব দয়া করে বলবেন কি??

  8. আমি ঔষধের দোকানের চাকরি করি, আমার ৩০০০০ টাকা লোন লাগবে, আমি কি পাবো?? আর যদি পাই থাহলে আমার কি কি করণীয় আছে।

  9. আমার সেলারি ১৬০০০ তাই আমাকে লোন দিচ্ছে না ব্র‍্যাক এনজিও

  10. বর্তমানে তো লোন দিচ্ছে না আমার একটা লোন প্রয়োজন

Comments are closed.

error: Content is protected !!