সব চাকুরিজীবিদের জন্য ব্র্যাক এনজিওর এর লোন নির্ভরতা
আপনার যদি ইচ্ছা থাকে তাহলে ঋণ এখন আপনার হাতের মুঠোয় আসবে । বিশেষ করে চাকুরিজীবীদের জন্য ঋণ ব্র্যাক NGO এর । (NGO Loan BD)
চাকুরীজীবিদের জন্য ব্র্যাক এনজিওর নির্ভরতা ঋণ । আপনার বেতন যে পরিমাণ হোক না কেন আপনি সহজে ঋণ নিতে পারবেন । লোনের আবেদন করার জন্য নিচের কাগজ লাগবে ।
লোন নেওয়ার যোগ্যতা : (এনজিও লোন)
যিনি ঋণ নিতে ইচ্ছুক তাকে প্রাপ্ত বয়স্ক মানে ১৮ হতে ৬৫ এর মাঝে বয়স হতে হবে । এনজিওর যে শাখা হতে ঋণ নিবে সেই শাখার সদস্য হতে হবে ও তার সন্চয় বা জামানত থাকতে হবে ।
সুবিধা সূমহ :
* কোন প্রক্রিয়া করণ ফি নেই ।
* কোন জটিলতা নেই ।
* ঋণ পরিশোধের সময় ১২ মাস হতে ১৮ মাস সর্বোচ্চ ।
Brac NGO Loan Interest Rate ব্র্যাক এনজিও ঋণের সুদের হার
* মুনাফার হার সর্বোচ্চ ২৪.০০% হয়ে থাকে । তবে
১ লক্ষ হতে ৫ লক্ষের কম হলে ২৪% সুদ ।
৫ লক্ষ হতে ১০ লক্ষের কম হলে ২২% সুদ ।
১০ লক্ষের বেশি হলে ২০% সুদ ।
যত কম সময়ে ঋণ পরিশোধ করবেন সুদের হার কমবে ।
* অনুমোদন সময়কাল ১৫ থেকে ২০ দিন কর্মদিবস সময় নিবে । কত টাকা লোন পাবেন তা আপনার মাসিক বেতনের ওপর কিছুটা নির্ভর করবে ।
* সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি ।
* ভোটার আইডি বা পাসপোর্ট এর ফটোকপি ।
* অফিস আইডি কার্ডের ফটোকপি ।
* সেলারি সার্টিফিকেটের ফটোকপি ।
* ৬ মাসের ব্যাংক হিস্টোরি/স্টেটমেন্ট ।
* এনজিওর যে শাখা হতে লোন উত্তোলন করতে চান সেই এলাকার স্হানীয়ভাবে বসবাস কারী জামিনদার এবং তার ১ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয় পত্রের অনুলিপি প্রয়োজন ৷
আবেদন করতে কি দলিল লাগে?
না
আমি ৫০০০০০লাখ টাকা লোন নিতে চাই
I want 5 lak loan .please can help.what can i do
লোন করবো
আমার ১ লাখ টাকা লোন দরকার , আমার মাসিক আয় ৪০০০০/= টাকা ।
আমি তো বিকাশের মাধ্যমে মোবাইলে বেতন পাই, সে ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট কিভাবে দিবো।
আসসালামু আলাইকুম৷
আমি সৌদি আরবে যব করি,
এবং পাশাপাশি ব্যবসা করি৷
আমার মাসিক আয় প্রতি মাসে
বাংলাদেশের টাকার ৪০,০০০/= টাকা৷
কিন্তু এই মুহূর্তে ব্যবসার পরিধি বাড়ানোর জন্য( দশ লক্ষ টাকার খুব প্রয়োজন৷
আমি কিভাবে লোন পেতে পারি?
পিলিজ আমাকে হেল্প করুন৷
আমি মাসের 16 হাজার টাকা সেলারী পাই আমার এক লক্ষ টাকা ঋণ লাগে আর এটা আমি কত মাসে শোধ করতে পারব আমি ভোলা জেলায় বাস করি স্থানীয় এবং আমার কি কি কাগজপত্র দরকার এবং কিভাবে আবেদন করতে পারি
পাবনা সদর থানার এনজিও কর্মকর্তার নাম্বার হবে
কিশোরগঞ্জ শাখার
বাংলামটর শাখার আছে কারো কাছে,আমার একটু প্রয়োজন ছিলো।
আমি একজন চাকরি জিবি
আমার একটা ক টাকা লাগবে ইমারজেন্সি
আমি বাখরাবাদ গ্যাস অফিসের একজন পিতা এবং টেকনিশিয়ান
ব্রাক অফিস আমার অফিসের পাশেই আছে
সহজে লোন পাওয়ার ব্যবস্থা আছে আমার সাথে একটু যোগাযোগ করুন প্লিজ
আমার মোবাইল নাম্বার 01819838469
খুব বেশি প্রয়োজন একটি মোটরসাইকেল কিনব এক লক্ষ টাকা ইমারজেন্সি লাগবে আমার
আমি একজন ড্রাইভার আমি বর্তমানে ব্রাক এনজিওর সদস্য হিসাবে বহাল আছি ,গত বছর আমি ব্রাক থেকে একটি ক্ষুদ্র লোন নিয়ে ছিলাম ,আবার যথা সময়ে টাকা পরিষোদও করেছি, সেটা প্রায় ৩, ৪, মাস আগে, বারো মাসেই শেষ করেছি ,তখন ব্রাক কর্মী আপাকে বলেছিলাম যে আমি এখন লোন নেবোনা কিছুদিন পর নেবো , আপা বলেছিলো ঠিক আছে আপনার ব্যাপার , আরো বলেছি যে আমি এখন থেকে সুদু সন্চয় দিয়ে যাবো আর সময়মতো যেনো লোনটা পাই, কিন্তু এখন আমার লোনের দরকার কিন্তু তারা আমাকে লোন দিচ্ছেনা, শুধু তালবাহানা করছে আমাকে আমার সন্চয় ফিরিয়ে নিতে বলছে , কিন্তু আমিতো শুধু লোনে আশায় ঘুরতেছি ,কিন্তু এর মাঝ আরো অনেক কথা বাকি আছে যা আমার সাথে তারা করছে, এখন যদি আমি লোন না পাই ,তাহলে আমার উপার্জন করার রাস্তা বন্ধ হয়ে যাবে আমি ফ্যামিলি নিয়ে সমস্যায় পরে যাবো, কি করবো ভেবে পাচ্ছিনা ,কেউ যদি হেল্প করতেন ,শুধু লোন পাওয়ার জন্যেএ ,নাহলে টাকার জন্য আমার গাড়িটা ঈদের আগে মেরামত করতে পারবোনা আর গাড়ি নষ্ট হয়ে পরে আছে, বর্তমানে অনেক কষ্টে দিন কাটাচ্ছি হেল্প করেন আমাকে
হেল্প
Lon lagbe 2 luck urgent saver saka
I am IT executive. My office j&j international holdings ltd. Office location at Gulshan- 2, Dhaka.
I have also easy bike busines.
I need a loan for my busines extension. My salary 30000.