ডাচ বাংলা ব্যাংক এটিএম কার্ড চার্চ সুবিধা ও অসুবিধা । ডুয়েল কারেন্সি কার্ড ডাচ বাংলা ব্যাংক ডেবিট কার্ড ফিস

আপনি যদি ডাচ বাংলা ব্যাংকের একজন গ্রাহক হয়ে থাকেন তাহলে হয়তো ডাচ বাংলা ব্যাংকের কোন একটা কার্ড ব্যবহার করেন। বর্তমান সময়ে ডাচ বাংলা ব্যাংকের পাঁচ ধরনের কার্ড রয়েছে। পাঁচ ধরনের কার্ডে কিন্তু সুবিধা সমূহ বিভিন্ন রকম এবং এই সকল কার্ডের চার্জও কিন্তু বিভিন্ন রকম।


ডাচ বাংলা ব্যাংকের যে ইনস্ট্যান্ট কার্ড বা নেক্সাস স্প্রে কার্ডটা রয়েছে বাৎসরিক ফী ভ্যাট সহ ৪৬০ টাকা এবং এই কার্ডটা আপনি প্রথম বছর একদম ফ্রি তে ইউজ করতে পারবেন। দ্বিতীয় বছর থেকে কিন্তু এই কার্ডের বিপরীতে আপনাকে চার্জ দিতে হবে।


সেকেন্ডলি যে কার্ডটা চলে আসে সেটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের ভিসা ডেবিট কার্ড। এই কার্ডটা কিন্তু আপনি ফাউ ফাউ নিতে পারবেন না। এই কার্ডটা নিতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে প্রথমে ৮০৬ দিতে হবে যা ইস‍্যু চার্জ। এছাড়া প্রতি বছরে ৮০৬ টাকা + সরকারি ভ্যাট দিতে হবে ১৫%


থার্ডডি যে কার্ডটা চলে আসে সেটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের মাস্টার ডেবিট কার্ড। এই কার্ডটা কিন্তু আপনি ফাউ ফাউ নিতে পারবেন না। এই কার্ডটা নিতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে প্রথমে ৯২০ দিতে হবে যা ইস‍্যু চার্জ। এছাড়া প্রতি বছরে ৯২০ টাকা + সরকারি ভ্যাট দিতে হবে ১৫%


উপরোক্ত যে তিন কার্ডের কথা বললাম, তিনটা কার্ডই কিন্তু সিঙ্গেল কারেন্সি কার্ড। তবে নেক্সাস কার্ড যেটা রয়েছে সেটা দিয়ে কিন্তু শুধুমাত্র ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করা যায়, অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে পারবেন না। তবে অন্যান্য যে ভিসা কার্ড এবং মাস্টার কার্ডের কথা বললাম তা দিয়ে ভিসার সাপোর্টেড ও মাস্টার কার্ড সাপোর্টেড এটিএম বুথ থেকে আপনি অর্থ উত্তরণের কাছে ব্যবহার করতে পারবেন। ডাচ বাংলা ব্যাংক ছাড়া অন‍্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের ক্ষেত্রে চার্জ আসে ২০ টাকা।, আপনি ১ হাজার তুললেও ২০ টাকা, ২০ হাজার তুললেও ২০ টাকা। তো এগুলো কিন্তু সিঙ্গেল কারেন্সি কার্ড ছিল। এগুলা কিন্তু দেশে ব‍্যবহার করা যায়, দেশের বাইরে ব্যবহার করা যায় না।


এছাড়াও ডাচ বাংলা ব্যাংকের ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড এবং ইন্টারন্যাশনাল ভিসা মাস্টার কার্ড রয়েছে। তো এই কার্ডটা নেওয়ার জন্য আপনাকে কিন্তু ব্যাংকে গিয়ে বললেই হবে না, প্রথমত আপনাকে একটা ফর্মে আবেদন করতে হবে। আবেদন করার পরবর্তী সময়ে আপনাকে হচ্ছে ১৭.২৫ ডলার বা ১৮৪৭ টাকা সামথিং ইস‍্যু চার্জ দিতে হবে। এছাড়াও আপনাকে হচ্ছে প্রতি বছর বাৎসরিক চার্জ দিয়ে দিতে হবে ১৭.২৫ ডলার বা ১৮৪৭ টাকা সামথিং। এইরকম সরকারি ভ্যাট ট্যাক্স সহ। সো আশা করি হয়তো বা আপনাদের কাছে সম্পূর্ণ স্পষ্ট হয়ে গেছে কোন ক্যাটাগরির কার্ড এ কেমন ফি। ডাচ বাংলা ব্যাংকের ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড এবং ইন্টারন্যাশনাল ভিসা মাস্টার কার্ড দেশ বিদেশে সব জায়গায় ব‍্যবহার করা যাবে এনডোজমেন্ট করলে।

ডাচ বাংলা ব্যাংকের ইনস্ট্যান্ট নেক্সাস কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ড এবং ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড দিয়ে সর্বোচ্চ একদিনে এটিএম বুথ থেকে পঞ্চাশ হাজার টাকা উত্তোলন করা যায় এবং পস মেশিন থেকেও পঞ্চাশ হাজার টাকা করা তোলাযায়।

ডাচ বাংলা ব্যাংকের ইন্টারন্যাশনাল ভিসা কার্ড এবং ইনটারন‍্যাশনাল মাস্টার কার্ড নিতে গেলে আপনার এক কপি পাসপোর্ট সাইজের ছবি, পাসপোর্টের মেয়াদ রয়েছে এমন পাসপোর্টের ফটোকপি, ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি এবং টিন সার্টিফিকেট থাকলে টিন সার্টিফিকেট জমা দিতে হবে না থাকলে দেওয়ার দরকার নেই।

error: Content is protected !!