ডাচ বাংলা ব্যাংক ভিসা ডেবিট কার্ড চার্জ । ডাচ বাংলা ব্যাংক ভিসা ডেবিট সুবিধা অসুবিধা

ডাচ বাংলা ব্যাংকের বিভিন্ন ধরনের ডেবিট কার্ড রয়েছে। তবে এর মধ্যে ভিসা কার্ড সবচেয়ে বেশি জনপ্রিয়। কেননা ভিসা সাপোর্টেড নেটওয়ার্কে খুব ভালোভাবে প্রেমেন্ট করা যায় এবং ক্যাশ উত্তোলন করা যায়। আজকে আমরা কথা বলব ডাচ বাংলা ব্যাংকের ভিসা ডেবিট কার্ড নিয়ে।


এটি সিঙ্গেল কারেন্সি কার্ড। বাংলাদেশের সকল অনলাইন অফলাইন শপে পেমেন্ট করা যাবে। ভিসা আর ডেবিট কার্ড এর ইসু ফি এবং অ্যানুয়াল ফি রয়েছে। কার্ডে বাৎসরিক লেনদেন এর উপর ভিত্তি করে আপনার ফোনে এসএমএস যাবে সেই এসএমএসের জন্য এসএমএস এলার্ট কার্ড ২৩০ টাকা ভ্যাট সহ কর্তনযোগ্য।


নেওয়ার জন্য প্রথমত ডাচ-বাংলা ব্যাংকে আপনাকে একাউন্ট করে আবেদন করতে হবে। আবেদন করার ৩০ দিন পরবর্তীতে কার্ডটি আপনি হাতে পাবেন। এক্ষেত্রে কার্ডটি যখন প্রথমে নিবেন তখন একবার ৮০৫ টাকা + ১৫% সহ ইস্যু ফি দিতে হবে প্রথম বছরের জন‍্য। আর দ্বিতীয় বছর থেকে ৮০৫ টাকা + ১৫% সরকারি ভ্যাটসহ প্রতি বছর আপনাকে চার্জ দিতে হবে।


এই কার্ডটির মাধ্যমে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে একদম ফ্রিতে অর্থ উত্তোলনের সুযোগ থাকছে। কার্ডটি ব্যবহার করে এটিএম বুথ থেকে প্রতি ট্রানজেকশনে সর্বোচ্চ ২০ হাজার টাকা উত্তোলন করা যাবে। তবে অন্যান্য ব্যাংকে এটিএম বুথ থেকে অর্থ উত্তোলন করলে ভিসা সাপোর্টের নেটওয়ার্ক থেকে উত্তোলন করতে হবে। এজন্য প্রতি ট্রানজেকশনে ১৮ টাকা এবং ১৫% সরকারি ভ্যাট প্রযোজ্য হবে।

error: Content is protected !!