ব্র্যাক ব্যাংক ক্রেডিট কার্ড ইনফিনিটি কম করচে । ব্র্যাক ব্যাংক ইনফিনিটি ক্রেডিট কার্ড সুবিধা অসুবিধা চার্জ

ব্র্যাক ব্যাংকের অনেক ধরনের ক্রেডিট কার্ড রয়েছে। আজকে আমরা কথা বলবো ইনফিনিটি ক্রেডিট কার্ড নিয়ে। ওয়েলকাম বেনিফিট : ইনফিনিটি ক্রেডিট কার্ড একটিভ করার সময় ৫০০০ বোনাস পয়েন্ট পাওয়া যাবে যা একাউন্টে জমা হবে। এই কার্ড ব্যবহার করে প্রথম তিন মাস পর্যন্ত দুই লক্ষ টাকা খরচ করলে ৫ পার্সেন্ট অর্থাৎ ২০০০ টাকা বা এর চেয়ে বেশি বোনাস পাওয়া যাবে।


স্পেড বেনিফিট : প্রতি বছর ন্যূনতম তিন লক্ষ টাকা খরচ করলে ৫০০০ টাকা ক্যাশব্যাক সুবিধা রয়েছে। প্রতি ৮০ টাকা খরচের জন্য ২ রিওয়াড বোনাস পাওয়া যাবে।


ভ্রমণ সুবিধা: এক বছরে কার্ডধারী ও ৩ সঙ্গীদের প্রতি জন ভিজিটের জন্য LoungeKey সহ 1,100টির বেশি আন্তর্জাতিক লাউঞ্জে 10টি প্রশংসামূলক অ্যাক্সেস। সারা বছর ধরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বলাকা লাউঞ্জে বেস কার্ডধারী ও ৩ জন সঙ্গীর (প্রতি ভিজিট) বিনামূল্যে প্রবেশাধিকার। কমপ্লিমেন্টারি ভিসা কনসিয়ার সার্ভিস।


বীমা সুবিধা: ১ লাখ ৫০ হাজার টাকা বা সমপরিমাণ ইউএস ডলার এর গুরুতর অসুস্থতার বীমা কভারেজ। ক্রেডিট শিল্ড প্রোগ্রামের অধীনে ডাবল বীমা সুবিধা অসামান্য মওকুফ ও নমিনি বকেয়া হিসাবে একই পরিমাণ পায়।


সারা বছর সেরা রেস্তোরাঁয় ১টি কিনুন ১টি বিনামূল্যে বুফে পান। শীর্ষস্থানীয় লাইফস্টাইল স্টোরগুলিতে বছরব্যাপী ছাড়। অসংখ্য হোটেল এবং রিসর্টে আশ্চর্যজনক ছাড়। শীর্ষ রেস্তোরাঁগুলিতে এক চেটিয়া বছরব্যাপী ছাড়। ৪ রাতের জন্য বুকিংয়ে বিশ্বব্যাপী ৫০০০+ হোটেলে ১ রাত বিনামূল্যে থাকার ব্যবস্থা আন্তর্জাতিক গলফ কোর্সে বিশেষ ছাড়। P@y ফ্লেক্স – ০% সুদের কিস্তি ক্রয় প্রোগ্রাম ২০০ টিরও বেশি ব্যবসায়ীদের কাছে।


কার্ডের অ্যানুয়াল কি ১৫০০০ টাকা। সিআইবি ফি ১০০ টাকা। লেট প্রেমেন্ট মিনিমাম চার্জ ১০০০ টাকা। ওভার লিমিট চার্জ ১ হাজার টাকা। ক্যাশ অ্যাডভান্স ফি ৩ পার্সেন্ট বা ২০০ টাকা। কার্ড চেক প্রসেসিং ফ্রি ৩ পার্সেন্ট অথবা দুইশ টাকা। ব্যালেন্স ট্রান্সফার প্রসেসিং ফ্রি ৩ পার্সেন্ট অথবা ২০০ টাকা। ওয়ালেট ট্রান্সফার ফি এক পার্সেন্ট + ১৫% ভ্যাট আস্হা অ্যাপে। ইয়ারলি স্টেটমেন্ট ফ্রি দুই পার্সেন্ট। ইন্টারন্যাশনাল লাউন্স ভিজিট ফি ২৭ ডলার।

error: Content is protected !!