ফ্রিল্যান্সিং শিখতে কত দিন লাগে ? ফ্রিল্যান্সিং শিখে অনলাইন থেকে আয় ।ফ্রিল্যান্সিং এর গোপন সত‍্য Freelancing in Bangladesh

 

যুগে যুগে মানুষ জীবিকা নির্বাহ করার জন্য কত কিছুই না করেছে। এখনাে করছে, ভবিষ্যতেও করবে। তবে এখন মানুষ ঘরে বসেই অর্থ উপার্জন করতে পারে। চোখের সামনে শুধু একটা বােকা বাক্স থাকলেই হয়। সারা দিন বােকা বাক্সের সামনে বসে কিবাের্ডে টুন টুন আওয়াজ করলেই লক্ষ লক্ষ টাকা চলে আসে। এই রকম একটা ধারণা বেশিরভাগ মানুষ নিজের অজান্তেই করে ।

 

 

একজন ফ্রিল্যান্সারের মাসিক আয় ?
আমরা অধিকাংশ মানুষই আগে এই প্রশ্ন করে থাকি যে ফ্রিল্যান্সিং করে মাসে কত টাকা আয় করা সম্ভব। এই প্রশ্নের উত্তর শুনলে হয়তাে কেউ বিশ্বাস করতে চাইবে না। সত্যিকার অর্থে একজন ফ্রিল্যান্সার মাসে ১০০০ টাকা থেকে শুরু করে ১০ লাখ টাকা পর্যন্ত আয় করতে পারেন। আবার তিনি যদি টিম নিয়ে কাজ করেন তাহলে সেটা আরও দিগুণ হতে পারে। কিন্তু একা কাজ করলে অন্তত ১০,০০০ টাকা থেকে শুরু করে ৪-৫ লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব। আর তার জন্য অবশ্যই সময়ের প্রয়ােজন রয়েছে এবং পরিশ্রমের প্রয়ােজন রয়েছে।

 

 

ফ্রিল্যান্সিং শিখতে কতদিন সময় লাগতে পারে?
 ফ্রিল্যান্সিং একটি পেশা। এটাকে শেখা যায় না। বলতে হবে যে ফ্রিল্যান্সার হিসেবে আমি যে কাজটি করব সেটি শিখতে কতদিন সময় লাগতে পারে? তবে এখানে আপনাকে নির্বাচন করতে হবে কোন কাজটি আপনি শিখতে ইচ্ছুক।
 

আবার কোন কাজটি আপনি শিখতে ইচ্ছুক এটি জানতে গেলে আপনাকে জানতে হবে কী কী কাজ অনলাইনের মাধ্যমে করে টাকা ইনকাম করা যায়। তার আগে “ শিখতে কতদিন লাগবে” এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। এক এক ধরনের কাজ বিভিন্ন সময় ধরে শিখতে হয়। আপনি কোন কাজটি করবেন সেটি আগে জানা প্রয়ােজন এবং সেই কাজের ভবিষ্যৎ কি তা-ও জানা প্রয়ােজন।

 

 

ফ্রিল্যান্সিং নিয়ে ভুল ধারণা
ফ্রিল্যান্সিং করে অনেক টাকা উপার্জন করা যায়, লক্ষ লক্ষ টাকা চলে আসে কিবাের্ডের কয়েকটা পুঁতােতে। সত্য গােপন করে আপনাকে এই রকম কথা বলার মানুষের অভাব আপনি পাবেন না। কিন্তু কেউ আপনাকে বলবে না যে এই টাকা অর্জনের পূর্বে তাকে কী করতে হয়েছে। কত দিন, কত রাত, কত বছর ওই গহিন জঙ্গলে একাকী তারার মিটিমিটি আলােয় নগ্ন পায়ে পথ চলতে হয়েছে। এখনাে যদি ভালাে করে লক্ষ করেন তাদের ক্ষতস্থানগুলাে আপনার নজর এড়াবে না। ফ্রিল্যান্সিং করে অনেক টাকা উপার্জন করা যায় এটা চিরন্তন সত্য। তবে আর একটা লুকায়িত সত্য হচ্ছে আপনাকে দক্ষ হতে হবে।

 

 

ক্লিক করে লক্ষ লক্ষ টাকা ইনকাম এই রকম একটা ভুল ধারণা থেকেই বেশিরভাগ মানুষ নিজের অজান্তেই একটা গহিন জঙ্গলে পদার্পণ করে। যেমনটা আমিও করেছিলাম, দশ বছর পূর্বে। জঙ্গলটা যে এত ঘন আর এত অন্ধকার, সেটা শুরুর দিকে বুঝতে পারা যায় না। আপনি যতই এই জঙ্গলের গহিনে প্রবেশ করতে থাকবেন, ততই যেন মনে হবে যে আপনি হারিয়ে যাচ্ছেন। পেছনে ফিরে আসার কোনাে অবস্থাও আর থাকবে না। কারণ এই জঙ্গলে হাঁটতে আপনার এত ভালাে লাগবে যে আপনি আর পেছনে ফিরে যেতে চাইবেন না। আবার চোখের সামনে যখন জীবন্ত একটা স্বপ্ন ঝুলবে তখন মনে হবে আর একটু যাই না। আর একটু যেতে পারলেই হয়তাে আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব। আপনি শুধু হাঁটবেন আর হাঁটবেন। কোনাে দিকনির্দেশনা নেই, কোনাে সঠিক তথ্য নেই। ঠিক কতটা দৌড়ালে যে নিজের গন্তব্যে পৌঁছানাে যাবে এই বিষয়ে আপনার বিন্দুমাত্র ধারণা নেই। আপনি আপনার আশপাশের মানুষজনের দিকে তাকাবেন দেখবেন, তারা অনেক দূর এগিয়ে গিয়েছে। তারা যেই পথে যাচ্ছে আমারও সেই একই পথে যাওয়া উচিত, এটা ভেবেই আপনি আবারাে নতুন পথের উদ্দেশে রওনা দেবেন। সেই পথ কতটা কাঁটাময় সেটা বিবেচনা না করেই আপনি চলতে থাকবেন, সেই পথ সম্পর্কে ন্যূনতম জ্ঞান না থাকার পরেও আপনি যাবেন এবং যাওয়ার পরে নতুন করে আর একটা হোঁচট খাবেন।

2 thoughts on “ফ্রিল্যান্সিং শিখতে কত দিন লাগে ? ফ্রিল্যান্সিং শিখে অনলাইন থেকে আয় ।ফ্রিল্যান্সিং এর গোপন সত‍্য Freelancing in Bangladesh”

Comments are closed.

error: Content is protected !!