যুগে যুগে মানুষ জীবিকা নির্বাহ করার জন্য কত কিছুই না করেছে। এখনাে করছে, ভবিষ্যতেও করবে। তবে এখন মানুষ ঘরে বসেই অর্থ উপার্জন করতে পারে। চোখের সামনে শুধু একটা বােকা বাক্স থাকলেই হয়। সারা দিন বােকা বাক্সের সামনে বসে কিবাের্ডে টুন টুন আওয়াজ করলেই লক্ষ লক্ষ টাকা চলে আসে। এই রকম একটা ধারণা বেশিরভাগ মানুষ নিজের অজান্তেই করে ।
আবার কোন কাজটি আপনি শিখতে ইচ্ছুক এটি জানতে গেলে আপনাকে জানতে হবে কী কী কাজ অনলাইনের মাধ্যমে করে টাকা ইনকাম করা যায়। তার আগে “ শিখতে কতদিন লাগবে” এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। এক এক ধরনের কাজ বিভিন্ন সময় ধরে শিখতে হয়। আপনি কোন কাজটি করবেন সেটি আগে জানা প্রয়ােজন এবং সেই কাজের ভবিষ্যৎ কি তা-ও জানা প্রয়ােজন।
ক্লিক করে লক্ষ লক্ষ টাকা ইনকাম এই রকম একটা ভুল ধারণা থেকেই বেশিরভাগ মানুষ নিজের অজান্তেই একটা গহিন জঙ্গলে পদার্পণ করে। যেমনটা আমিও করেছিলাম, দশ বছর পূর্বে। জঙ্গলটা যে এত ঘন আর এত অন্ধকার, সেটা শুরুর দিকে বুঝতে পারা যায় না। আপনি যতই এই জঙ্গলের গহিনে প্রবেশ করতে থাকবেন, ততই যেন মনে হবে যে আপনি হারিয়ে যাচ্ছেন। পেছনে ফিরে আসার কোনাে অবস্থাও আর থাকবে না। কারণ এই জঙ্গলে হাঁটতে আপনার এত ভালাে লাগবে যে আপনি আর পেছনে ফিরে যেতে চাইবেন না। আবার চোখের সামনে যখন জীবন্ত একটা স্বপ্ন ঝুলবে তখন মনে হবে আর একটু যাই না। আর একটু যেতে পারলেই হয়তাে আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব। আপনি শুধু হাঁটবেন আর হাঁটবেন। কোনাে দিকনির্দেশনা নেই, কোনাে সঠিক তথ্য নেই। ঠিক কতটা দৌড়ালে যে নিজের গন্তব্যে পৌঁছানাে যাবে এই বিষয়ে আপনার বিন্দুমাত্র ধারণা নেই। আপনি আপনার আশপাশের মানুষজনের দিকে তাকাবেন দেখবেন, তারা অনেক দূর এগিয়ে গিয়েছে। তারা যেই পথে যাচ্ছে আমারও সেই একই পথে যাওয়া উচিত, এটা ভেবেই আপনি আবারাে নতুন পথের উদ্দেশে রওনা দেবেন। সেই পথ কতটা কাঁটাময় সেটা বিবেচনা না করেই আপনি চলতে থাকবেন, সেই পথ সম্পর্কে ন্যূনতম জ্ঞান না থাকার পরেও আপনি যাবেন এবং যাওয়ার পরে নতুন করে আর একটা হোঁচট খাবেন।
All time pass
Mobile account pass