গ্রামীনফোন আনলিমিটেড ইন্টারনেট কম খরচে কিন্তু ভাল নাকি মন্দ GrameenphoneUnlimited Internet Pack 2022

গ্রামীণফোন নিয়ে এলো এবার নতুন আনলিমিটেড ইন্টারনেট প‍্যাকেজ। আনলিমিটেড ইন্টারনেটের আওতায় ৩৪ টাকায় ব‍্যবহার করা যাবে ৩ ঘন্টা ও ২৩ টাকায় ব‍্যবহার করা যাবে ২ ঘন্টা । কিভাবে ব‍্যবহার করবেন, কি শর্ত বা নিয়ম থাকছে বিস্তারিত জানাবো।

গ্রামীণফোন আনলিমিটেড ইন্টারনেট প‍্যাক

আনলিমিটেড ইন্টারনেট প‍্যাক একটিভ করা যাবে My GP এপের মাধ‍্যমে ও কোড ডায়েল করে। এ ইন্টারনেট প‍্যাক একটিভ এর পর অটো রিনিও হবে।

২৩ টাকায় ২ ঘন্টা আনলিমিটেড বলা হলেও, ২ ঘন্টায় সর্বোচ্চ ৮ জিবি ইউজ করা যাবে ডাটা। যার একটিভ কোড *121*3309#

৩৪ টাকায় ৩ ঘন্টা আনলিমিটেড বলা হলেও, ৩ ঘন্টায় সর্বোচ্চ ১২ জিবি ইউজ করা যাবে ডাটা। যার একটিভ কোড *121*3312#

অবশিষ্ট ইন্টারনেট ডাটা দেখা যাবে *121*1*4# ডায়েল করে। এসব প‍্যাকেজের লিমিট শেষ হলে ৬.৬৬২৫ টাকা হারে পেগো চার্জ প্রযোজ‍্য হবে।

আনলিমিটেড ইন্টারনেট ব‍্যবহার বিশেষ নিয়ম

শুধুমাত্র গ্রামীণফোন ও ডিজুস সিমে এ সকল প‍্যাক একটিভ হবে, স্কিটো সিমে সকল প‍্যাক একটিভ হবে না।

এ সকল প‍্যাক ব‍্যবহার করলে হটস্পট এর মধ‍্যমে অন‍্যের সাথে ইন্টারনেট শেয়ার করা যাবে না।

এ সকল প‍্যাক ব‍্যবহার করে ভারী কিছু ডাউনলোড করা যাবে না, অর্থাৎ মুভি।

Related Words : gp unlimited internet pack, gp free mb, ইন্টারনেট প্যাকেজ, gp sim offer, mobile internet speed settings, grameenphone unlimited internet pack code, আনলিমিটেড ইন্টারনেট,Mobile Free Internet Offer, gp mb offer,Grameenphone, গ্রামীনফোন আনলিমিটেড ইন্টারনেট প‍্যাক, 

error: Content is protected !!