নতুন ভোটারদের ছবি তোলা হলেই জাতীয় পরিচয়পত্র পাবে NID Card Online Check Download EC

নতুন করে অনেকেই ভোটার হতে তথ‍্য হালনাগাদ করেছেন। অনেকের বাসায় বাসায় গিয়ে ১৬ বছর বা এর বেশি বয়সীদের তথ‍্য তুলে নিয়ে গেছে নির্বাচন কমিশন থেকে। যদি এরপর নির্দিষ্ট স্হানে গিয়ে ছবি তুলে, চোখের আইরিশ এর ছাপ ও ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেওয়া হয়, তাহলে ৭ কর্মদিবস পর ফোন থেকে SMS পাঠিয়ে যেকেউ তার নিজ নিজ এনআইডি নাম্বার জেনে নিতে পারবেন।

আর এনআইডি নাম্বার পেয়ে গেলে তা দিয়ে অনলাইন তা দিয়ে লগিন করলে জাতীয় পরিচয়পত্র পাওয়া যাবে। তবে কিভাবে পাঠাবেন এই এসএমএস বিস্তারিত থাকছে ?

ছবি তোলা, চোখের আইরিশ এর ছাপ ও ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরবর্তী একটি ফরম দেওয়া হয় । যেখানে ভোটেরের নাম, ফরম নাম্বার ও যাবতীয় সব তথ‍্য থাকে। এই ফরম নাম্বার দিয়ে NID Number জানা যাবে। এজন্য ফোনের ম‍্যাসেজ অপশনে যেতে হবে প্রথমে, তারপর লিখতে হবে

NID > From Number > Date Of Birth এরপর তা পাঠাতে হবে 105 নাম্বারে । আর ফিরতি SMS এর নিবাচন কমিশন অফিস থেকে NID Number জানিয়ে দেওয়া হবে। Like AS : NID 52900980 19-07-2000

উদাহরণ হিসেবে নিচের ছবিটি দেখুন

এই NID Number দিয়ে সিম কেনা হতে শুরু করে যাবতীয় সব কাজ করা যাবে। NID Number দিয়ে NID Card পাওয়ার পদ্ধতি জানতে এখানে চাপ দিন

RELATED KEYWORD : Nid, nid card download online, নতুন ভোটার অনলাইন এনআইডি,kivabe nid card download korbo, nid wallet, ছবি তোলা হয়েছে কবে nid পাব,smart card online copy download,nid online copy download new system,national id card online copy, জাতীয় পরিচয়পত্র,smart card bd

error: Content is protected !!