বর্তমান সময়ে যেমন সুদি অর্থনীতি ব্যবস্থা রয়েছে, ঠিক তেমনি ভাবে ইসলামের শরীয়ত অনুসারে ইসলামিক অর্থনীতিও আছে । যদিও সুদি ব্যাংকসমূহ ঋণ দিয়ে থাকে তবে ইসলামিক ব্যাংক কখনো ঋণ দেয় না তবে ঋণ এর পরিবর্তে তারা ইনভেসমেন্ট বা বিনিয়োগ করে থাকে ইসলামী শরীয়ত অনুসারে করে । সাধারণ মানুষকে বোঝানোর সুবিধার্থে এখানে ঋণ শব্দটি ব্যবহার করা হয়েছে । এসএমই খাতের সর্ববৃহৎ বিনিয়ােগকারী আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক। বাজার সম্ভাবনা কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে অবদান বিবেচনায় ইসলামী । ব্যাংক এই খাতের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। (Islami Bank)
বিনিয়ােগের ধরন ও পদ্ধতি : (Islami Bank Loan Pack)
মেয়াদি বিনিয়ােগ : এইচপিএসএম।
চলতি বিনিয়োগ : বাই-মুরাবাহ/বাই মুয়াজ্জাল
মুশারাকা/বাই মুদারাবা
ব্যবসায় বিনিয়ােগ : বাই-মুরাবাহ/বাই মুয়াজ্জাল
মুশারাকা/বাই মুদারাবা
বিনিয়ােগ প্রাপ্তির যােগ্যতা :
* একক মালিকানা/ যৌথ মালিকানা/প্রাইভেট লিমিটেড কোম্পানি ।
* জনবল, প্রয়ােজনীয় অব কাঠামাে, নগদ প্রবাহ, উৎপাদিত পণ্যে এর সুনির্দিষ্ট বাজার ।
* সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা রয়েছে এমন ব্যক্তি ও প্রতিষ্ঠান
এসএমই খাতসমূহ :
* উৎপাদন: কৃষি ও অকৃষি জাত খাদ্য, হস্তশিল্প, বস্ত্র, চামড়া ইলেকট্রনিক্স ও পুনঃ প্রক্রিয়াজাতকরুণ।
* ট্রেডিং: আমদানি এবং রপ্তানি শিল্পের খাতসহ শরী’আহ অনুমােদিত সব ধরনের খুচরা ও পাইকারি ব্যবসা।
* সেবা: তথ্য প্রযুক্তি, পরিবহন খাত, হােটেল, ওয়ার্কশপ, টেলিযােগাযােগ ও রেস্টুরেন্ট ইত্যাদি।
ইসলামী ব্যাংক ঋণ নাকি সুদ মুক্ত ঋণের বিকল্প নিন আপনিও
বিনিয়ােগের পরিমাণ :
কুটির শিল্প – উৎপাদনশীল – ১৫ লাখ
মাইক্রো শিল্প – উৎপাদনশীল – ১ কোটি
সেবা – ২৫ লাখ
ব্যবসা – ৫০ লাখ
ক্ষুদ্র শিল্প – উৎপাদনশীল – ২০ কোটি
সেবা – ৫ কোটি
ব্যবসা – ৫ কোটি
মাঝারি শিল্প – উৎপাদনশীল – ২০ কোটি
সেবা – ৫ কোটি
বিনিয়ােগের সময়সীমা : (ibbl)
*মধ্যমেয়াদি বিনিয়ােগ:সবেচ্চি ৫ বছর।
* দীর্ঘমেয়াদী বিনিয়ােগ: ৫ বছরের অধিক
* চলতি মূলধন/ট্রেডিং: সর্বোচ্চ ১ বছর
জামানত: ব্যবসার ধরন এবং বিনিয়ােগের প্রকারভেদ ও পরিমাণের উপর ভিত্তি করে জামানত নিরূপিত হয়।
প্রশিক্ষণ: এ খাতে নতুন তরুন উদ্যোক্তা তৈরি ও উদ্যোক্তা উন্নয়নের ক্ষেত্রে প্রশিক্ষণ এর ব্যবস্থা রয়েছে।
অগ্রাধিকার: পরিবেশবান্ধব প্রতিষ্ঠান/প্রকল্পসমূহ অগ্রাধিকার প্রদান করা হয়।
সেবা: দেশের সব শাখা ও উপ শাখার মাধ্যমে এসএমই খাতে ব্যাংকিং সেবা দিয়ে থাকে ।
বিস্তারিত জানতে
ব্যাংকের শাখায় যােগাযােগ করুন।
কন্ট্যাক্ট সেন্টার: ৮৩৩১০৯০ অথবা ১৬২৫৯
islamibankbangladeshlimited
I’m small business man. I have a Steel building production factory. I’m owner this factory. I want loan/investment against my factory. My factory build up more than mine years ago & I doing this business twenty years ago.
Embroidery business
আমার বিজনেস ঝন লাগবে স্যার
স্যার আমার একটি লোন লাগবে ব্যবসার উদ্যোগ
আমি দোকান দিতে চাই লোন নিব